ETV Bharat / state

Saumitra Khan Poster: 'দূর হাটাও' পোস্টার, সুভাষ সরকারের পর নিশানা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ!

বাঁকুড়ায় সৌমিত্র খাঁয়ের নামে পোস্টার পড়ল দেওয়ালে দেওয়ালে ৷ বিজেপির অভিযোগ এটা তৃণমূলের ষড়যন্ত্র ৷ এদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 4:10 PM IST

ETV Bharat
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নামে পোস্টার
বাঁকুড়ার বিষ্ণুপুরের দেওয়ালে সৌমিত্র খাঁয়ের নামে পোস্টার

বিষ্ণুপুর, 28 সেপ্টেম্বর: লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ এদিকে বাঁকুড়ায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নামে 'চোর' অপবাদে পোস্টার পড়ল দেওয়ালে দেওয়ালে ৷ এমনকী রাস্তার পাশে মাইলস্টোনেও সেই পোস্টার দেখা যাচ্ছে ৷

কিছুদিন আগেই বাঁকুড়ার দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের হাতেই আক্রান্ত হতে হয় খোদ কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডাঃ সুভাষ সরকারকে। তিনি তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ৷ এবার পোস্টার পড়ল বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের গেরুয়া সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে ৷

বুধবার সকালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের চয়নপুর মোড়ের কাছে সৌমিত্র খাঁয়ের নামে পোস্টার দেখতে পাওয়া গেল ৷ যেখানে পরিষ্কার লেখা রয়েছে 'বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের এমএলএ টিকিট বিক্রি করা চোর সৌমিত্র খাঁ দূর হাটাও' ৷ কে বা কারা দেওয়ালে দেওয়ালে এই পোস্টার সাঁটিয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি ৷

তবে এ বিষয়ে বিজেপির রাজু তেওয়ারি বলেন, "বিজেপি এই ধরনের কাজ করতে পারে না ৷ বিগত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল দেখেছে, ওরা বুঝতে পেরেছে পায়ের তলায় মাটি নেই ৷ ওরা এও জানে, সৌমিত্র খাঁ যদি টিকিট পায়, তাহলে তিনটে জায়গা থেকে 15 হাজার ভোটে এগিয়ে থাকবেন ৷ সেই জন্যে এভাবে বদনাম করার চেষ্টা করছে ৷ যাতে দল থেকে সৌমিত্র খাঁ লোকসভা নির্বাচনে টিকিট না পান ৷ তাহলে তৃণমূলের সুবিধে হবে ৷ তবে এভাবে কাউকে দমানো যাবে না ৷ সৌমিত্র খাঁ, সৌমিত্র খাঁই থাকবেন ৷" নেতার দাবি, বিষ্ণুপুর লোকসভা থেকে 3 লক্ষ ভোটে জিতবেন বিজেপি সাংসদ সৌমিত্র ৷

অন্য দিকে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি পালটা কটাক্ষ করেন, "বিজেপি, সিপিএম এবং কংগ্রেস পোস্টারে পরিণত হয়ে গিয়েছে ৷ এই ধরনের কোনও কাজে তৃণমূল জড়িত নয় ৷" লোকসভা নির্বাচনের আগে বাঁকুড়ার দুই গেরুয়া সাংসদের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ড কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয় ৷

আরও পড়ুন: বাঁকুড়ায় দলের দফতরে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে তালা ঝুলিয়ে বিক্ষোভ বহিষ্কৃতদের

বাঁকুড়ার বিষ্ণুপুরের দেওয়ালে সৌমিত্র খাঁয়ের নামে পোস্টার

বিষ্ণুপুর, 28 সেপ্টেম্বর: লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ এদিকে বাঁকুড়ায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নামে 'চোর' অপবাদে পোস্টার পড়ল দেওয়ালে দেওয়ালে ৷ এমনকী রাস্তার পাশে মাইলস্টোনেও সেই পোস্টার দেখা যাচ্ছে ৷

কিছুদিন আগেই বাঁকুড়ার দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের হাতেই আক্রান্ত হতে হয় খোদ কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডাঃ সুভাষ সরকারকে। তিনি তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ৷ এবার পোস্টার পড়ল বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের গেরুয়া সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে ৷

বুধবার সকালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের চয়নপুর মোড়ের কাছে সৌমিত্র খাঁয়ের নামে পোস্টার দেখতে পাওয়া গেল ৷ যেখানে পরিষ্কার লেখা রয়েছে 'বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের এমএলএ টিকিট বিক্রি করা চোর সৌমিত্র খাঁ দূর হাটাও' ৷ কে বা কারা দেওয়ালে দেওয়ালে এই পোস্টার সাঁটিয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি ৷

তবে এ বিষয়ে বিজেপির রাজু তেওয়ারি বলেন, "বিজেপি এই ধরনের কাজ করতে পারে না ৷ বিগত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল দেখেছে, ওরা বুঝতে পেরেছে পায়ের তলায় মাটি নেই ৷ ওরা এও জানে, সৌমিত্র খাঁ যদি টিকিট পায়, তাহলে তিনটে জায়গা থেকে 15 হাজার ভোটে এগিয়ে থাকবেন ৷ সেই জন্যে এভাবে বদনাম করার চেষ্টা করছে ৷ যাতে দল থেকে সৌমিত্র খাঁ লোকসভা নির্বাচনে টিকিট না পান ৷ তাহলে তৃণমূলের সুবিধে হবে ৷ তবে এভাবে কাউকে দমানো যাবে না ৷ সৌমিত্র খাঁ, সৌমিত্র খাঁই থাকবেন ৷" নেতার দাবি, বিষ্ণুপুর লোকসভা থেকে 3 লক্ষ ভোটে জিতবেন বিজেপি সাংসদ সৌমিত্র ৷

অন্য দিকে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি পালটা কটাক্ষ করেন, "বিজেপি, সিপিএম এবং কংগ্রেস পোস্টারে পরিণত হয়ে গিয়েছে ৷ এই ধরনের কোনও কাজে তৃণমূল জড়িত নয় ৷" লোকসভা নির্বাচনের আগে বাঁকুড়ার দুই গেরুয়া সাংসদের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ড কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয় ৷

আরও পড়ুন: বাঁকুড়ায় দলের দফতরে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে তালা ঝুলিয়ে বিক্ষোভ বহিষ্কৃতদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.