বাঁকুড়া, 7 জুন: স্বস্তিতে জেলা স্বাস্থ্যবিভাগ৷ বেশ কিছু দিন পর নতুন আক্রান্তের খবর মিলল না বাঁকুড়ায়। 22 মে থেকে লাফিয়ে বাড়ছিল জেলার আক্রান্তের সংখ্যা। মাত্র 16 দিনের শূন্য থেকে আক্রান্তের সংখ্যা পৌঁছেছিল 100-তে। তবে রবিবার কিছুটা হলেও স্বস্তির খবর মিলল বাঁকুড়া জেলায়।
রাজ্য়ের অন্য জেলাগুলির মতোই শ্রমিক স্পেশাল ট্রেন চালু হওয়ার পর, তথা জেলায় পরিযায়ী শ্রমিকদের আগমনের পর থেকেই দ্রুত হারে বাড়ছিল আক্রান্তের সংখ্যা৷ যা নিয়ে চিন্তিত ছিলেন জেলার স্বাস্থ্যবিভাগের আধিকারিকরা৷ এরপর আজই প্রথম নতুন করে কোনও আক্রান্তের খবর মিলল না৷ গতকাল জেলায় আক্রান্তের সংখ্যা ছিল 104। আজও সংখ্যাটা একই থাকল। অন্যদিকে, গতকাল সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল 71। আজ সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে হল 63। এদিকে, এখনও পর্যন্ত বাঁকুড়া জেলায় মোট 33 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রবিবার নতুন করে 8 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের চিকিৎসা চলছে বাঁকুড়ার ওন্দা কোরোনা চিকিৎসাকেন্দ্রে। আক্রান্তদের সিংহভাগই হলেন পরিযায়ী শ্রমিক। গত কয়েকদিনে জেলায় নতুন করে পরিযায়ী শ্রমিকরা না আসায় আক্রান্ত সংখ্যা স্থিতাবস্থায় রয়েছে বলে মনে করছে জেলা প্রশাসন।