ETV Bharat / state

বাড়ছে সংক্রমণ, বাঁকুড়ার 3 পৌর এলাকায় লকডাউনের ঘোষণা - কোরোনা

গতকাল বাঁকুড়ায় এক ধাক্কায় সংক্রমণের সংখ্যা 402 থেকে বেড়ে 425 হয়েছে । এখনও পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন 334 জন ।

lockdown
lockdown
author img

By

Published : Jul 24, 2020, 8:44 PM IST

বাঁকুড়া, 24 জুলাই : জেলায় এক ধাক্কায় হঠাৎ করে কোরোনার সংক্রমণ অনেকটা বেড়ে যাওয়ায় নতুন করে জেলাশাসকের দপ্তর থেকে লকডাউন ঘোষণা করা হল বাঁকুড়া জেলার তিনটি পৌরসভা এলাকায় ।

গত 24 ঘণ্টায় জেলাজুড়ে 23 জন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন । আক্রান্তদের অধিকাংশই পৌর এলাকার বাসিন্দা বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর । এই অবস্থায় রাজ্য সরকারের ঘোষিত তিনদিনের লকডাউনের পাশাপাশি বাঁকুড়া জেলার তিনটি পৌর এলাকায় জেলা প্রশাসনের তরফে নতুন করে লকডাউন ঘোষণা করা হল ।

বাঁকুড়া, বিষ্ণুপুর এবং সোনামুখী - এই তিনটি পৌরসভা এলাকায় 26 জুলাই বিকেল পাঁচটা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে । লকডাউন চলবে 30 জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত । আজ এ'বিষয়ে জেলাশাসকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ।

লকডাউন চলাকালীন জরুরি পরিষেবা সচল থাকবে বলেও জানিয়েছেন বাঁকুড়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ । 26, 27 ও 28 জুলাই সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত সবজি বাজার এবং মুদি দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে । 29 জুলাই রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী যে লকডাউন ঘোষিত হয়েছে তাতে সবজি বাজার বা মুদি দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি । 30 জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত এই লকডাউন চলবে এবং ওইদিনও সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত সবজি বাজার এবং মুদি দোকান খোলা থাকবে ।

বাঁকুড়া, 24 জুলাই : জেলায় এক ধাক্কায় হঠাৎ করে কোরোনার সংক্রমণ অনেকটা বেড়ে যাওয়ায় নতুন করে জেলাশাসকের দপ্তর থেকে লকডাউন ঘোষণা করা হল বাঁকুড়া জেলার তিনটি পৌরসভা এলাকায় ।

গত 24 ঘণ্টায় জেলাজুড়ে 23 জন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন । আক্রান্তদের অধিকাংশই পৌর এলাকার বাসিন্দা বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর । এই অবস্থায় রাজ্য সরকারের ঘোষিত তিনদিনের লকডাউনের পাশাপাশি বাঁকুড়া জেলার তিনটি পৌর এলাকায় জেলা প্রশাসনের তরফে নতুন করে লকডাউন ঘোষণা করা হল ।

বাঁকুড়া, বিষ্ণুপুর এবং সোনামুখী - এই তিনটি পৌরসভা এলাকায় 26 জুলাই বিকেল পাঁচটা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে । লকডাউন চলবে 30 জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত । আজ এ'বিষয়ে জেলাশাসকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ।

লকডাউন চলাকালীন জরুরি পরিষেবা সচল থাকবে বলেও জানিয়েছেন বাঁকুড়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ । 26, 27 ও 28 জুলাই সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত সবজি বাজার এবং মুদি দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে । 29 জুলাই রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী যে লকডাউন ঘোষিত হয়েছে তাতে সবজি বাজার বা মুদি দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি । 30 জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত এই লকডাউন চলবে এবং ওইদিনও সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত সবজি বাজার এবং মুদি দোকান খোলা থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.