ETV Bharat / state

তিনশো বছরের ইতিহাসের সাক্ষী দিচ্ছে নারায়ণপুর রাজবাড়ি - নারায়ণপুর রাজবাড়ি

মুচিরামের সখ্যতা হয় মল্লরাজাদের সঙ্গে ৷ মল্লরাজারা হদল এবং নারায়ণপুরের জমিদারি দেন মুচিরাম ঘোষকে । দেন মণ্ডল উপাধিও ৷ এরপরই গড়ে ওঠে রাজবাড়ি ৷

narayanpur-rajbari-is-witnessing-a-history-of-three-hundred-years
narayanpur-rajbari-is-witnessing-a-history-of-three-hundred-years
author img

By

Published : Jun 7, 2021, 2:38 PM IST

Updated : Jun 8, 2021, 1:27 PM IST

হলদনারায়নপুর (বাঁকুড়া), 7 জুন : তিনশো বছরের ঐতিহ্য ৷ সাক্ষী দিচ্ছে বাঁকুড়া জেলার পশ্চিমের হদলনারায়ণপুরের রাজবাড়ি ৷ কারুকাজময় থাম, চওড়া দেওয়াল ৷

পাশাপাশি দুটি গ্রাম ৷ হদল আর নারায়ণপুর ৷ মিলেমিশে বাঁকুড়া জেলার পশ্চিমে হদলনারায়ণপুর ৷ বর্ধমানের নীলপুরের বর্ধিষ্ণু ঘোষ পরিবারের মুচিরাম ঘোষ বেরিয়েছিলেন ভাগ্য অন্বেষণে ৷ এসে পৌঁছান হদল গ্রামে ৷ তখন বিষ্ণুপুরে মল্লরাজাদের শাসন ৷

মুচিরামের সখ্যতা হয় মল্লরাজাদের সঙ্গে ৷ মল্লরাজারা হদল এবং নারায়ণপুরের জমিদারি দেন মুচিরাম ঘোষকে । দেন মণ্ডল উপাধিও ৷ এরপরই গড়ে ওঠে রাজবাড়ি ৷ একটা সময় রাজবাড়ির পাকশালায় একশোজনের ভাতের হাঁড়ি বসত । বৈঠকখানায় চলত গান-আড্ডা । আজও মণ্ডল পরিবারের দুর্গামন্দিরে পুজো হয় রীতি মেনে ৷ বিষ্ণুমন্দিরে হয় নিত্য পুজো ।

ইতিহাসের সাক্ষী নারায়ণপুর রাজবাড়ি

মণ্ডলদের রাজবাড়ির বর্তমান উত্তরসূরী ধীরাজ মণ্ডল বলেন, আজ সবটাই অতীত ৷ জমিদার বাড়ির বর্তমান উত্তরসুরী প্রায় পঞ্চান্নটি পরিবার । তাঁরা এখন কেউ চাকুরিজীবী, কেউ ব্যবসা করেন ৷ অনেকেরই অনটন নিত্যসঙ্গী । তবে, পরিবারের সুতো ছিঁড়লেও পুজোর সময়, পারিবারিক অনুষ্ঠানে সংঘবদ্ধ হন তাঁরা ।

আরও পড়ুন: জৌলুস হারালেও ঐতিহ্য মেনে পুজো পুরুলিয়ার কাশীপুর রাজবাড়িতে

সময়ের ফাটল ধরেছে হদলনারায়ণপুরের রাজবাড়ির দেওয়ালে, থামে ৷ তবে, তিনশো বছরের ইতিহাসের সাক্ষী দিচ্ছে রাজবাড়ি ৷

হলদনারায়নপুর (বাঁকুড়া), 7 জুন : তিনশো বছরের ঐতিহ্য ৷ সাক্ষী দিচ্ছে বাঁকুড়া জেলার পশ্চিমের হদলনারায়ণপুরের রাজবাড়ি ৷ কারুকাজময় থাম, চওড়া দেওয়াল ৷

পাশাপাশি দুটি গ্রাম ৷ হদল আর নারায়ণপুর ৷ মিলেমিশে বাঁকুড়া জেলার পশ্চিমে হদলনারায়ণপুর ৷ বর্ধমানের নীলপুরের বর্ধিষ্ণু ঘোষ পরিবারের মুচিরাম ঘোষ বেরিয়েছিলেন ভাগ্য অন্বেষণে ৷ এসে পৌঁছান হদল গ্রামে ৷ তখন বিষ্ণুপুরে মল্লরাজাদের শাসন ৷

মুচিরামের সখ্যতা হয় মল্লরাজাদের সঙ্গে ৷ মল্লরাজারা হদল এবং নারায়ণপুরের জমিদারি দেন মুচিরাম ঘোষকে । দেন মণ্ডল উপাধিও ৷ এরপরই গড়ে ওঠে রাজবাড়ি ৷ একটা সময় রাজবাড়ির পাকশালায় একশোজনের ভাতের হাঁড়ি বসত । বৈঠকখানায় চলত গান-আড্ডা । আজও মণ্ডল পরিবারের দুর্গামন্দিরে পুজো হয় রীতি মেনে ৷ বিষ্ণুমন্দিরে হয় নিত্য পুজো ।

ইতিহাসের সাক্ষী নারায়ণপুর রাজবাড়ি

মণ্ডলদের রাজবাড়ির বর্তমান উত্তরসূরী ধীরাজ মণ্ডল বলেন, আজ সবটাই অতীত ৷ জমিদার বাড়ির বর্তমান উত্তরসুরী প্রায় পঞ্চান্নটি পরিবার । তাঁরা এখন কেউ চাকুরিজীবী, কেউ ব্যবসা করেন ৷ অনেকেরই অনটন নিত্যসঙ্গী । তবে, পরিবারের সুতো ছিঁড়লেও পুজোর সময়, পারিবারিক অনুষ্ঠানে সংঘবদ্ধ হন তাঁরা ।

আরও পড়ুন: জৌলুস হারালেও ঐতিহ্য মেনে পুজো পুরুলিয়ার কাশীপুর রাজবাড়িতে

সময়ের ফাটল ধরেছে হদলনারায়ণপুরের রাজবাড়ির দেওয়ালে, থামে ৷ তবে, তিনশো বছরের ইতিহাসের সাক্ষী দিচ্ছে রাজবাড়ি ৷

Last Updated : Jun 8, 2021, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.