ETV Bharat / state

বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার

author img

By

Published : Jul 11, 2020, 10:51 AM IST

Updated : Jul 11, 2020, 10:57 AM IST

9 জুলাই বাঁকুড়া শহরের সতীঘাটে নদীগর্ভে তলিয়ে যান চৈতক । আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷

dead
dead

বাঁকুড়া, 11 জুলাই : গন্ধেশ্বরী নদী থেকে উদ্ধার হল নিখোঁজ যুবকের দেহ ৷ নাম চৈতক বন্দ্যোপাধ্যায়। দিন দু'য়েক আগে নদীতে তলিয়ে গিয়েছিলেন তিনি ৷ বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ৷

বাঁকুড়া শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মোবারকপুর ৷ সেখানে দ্বারকেশ্বর ও গন্ধেশ্বরী নদীর সংযোগস্থলে চৈতকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা । বাঁকুড়া সদর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থানে এসে মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় । চৈতকের পরিবারের সদস্যরা দেহটিকে শনাক্ত করেন ।

নৌবাহিনীতে চাকরি করতেন চৈতক ৷ সেখান থেকে VRS নিয়ে ফিরে আসেন । বর্তমানে তিনি SSKM হাসপাতালে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন ৷ 9 জুলাই বাঁকুড়া শহরের সতীঘাটে নদীগর্ভে তলিয়ে যান । প্রসঙ্গত, 2018 সালে বন্যায় বাঁকুড়া শহরের সতীঘাটে গন্ধেশ্বরী নদীর সেতু ভেঙে যায় । বেশ কিছুদিন পর শুরু হয় নতুন ব্রিজ তৈরির কাজ । নতুন ব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতের জন্য বাঁকুড়া পৌরসভার তরফে উদ্যোগ নেওয়া হয় ৷ 17 লাখ টাকা খরচ করে নদীগর্ভে একটি অস্থায়ী সাঁকো তৈরি করা হয় । 9 জুলাই নদীতে বান আসায় সাঁকোটি ভেঙে যায় । সাঁকো ভেঙে পড়ার পর প্রশাসন অথবা পুলিশের পক্ষ থেকে কোনওরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি । এমনকী ওই রাস্তায় কোনও আলো পর্যন্ত দেওয়া হয়নি । এই অবস্থায় ওই যুবক কেশিয়াকোল থেকে নদীর অপর পাড় সতীঘাটে আসার চেষ্টা করেন । অন্ধকারে কিছু বুঝতে না পেরে তিনি পড়ে যান । সারাদিন সিভিল ডিফেন্সের দল খোঁজাখুঁজি করলেও যুবককে খুঁজে পাওয়া যায়নি । অবশেষে আজ সকালে মোবারকপুর থেকে মৃতদেহটি উদ্ধার হয় ৷

বাঁকুড়া, 11 জুলাই : গন্ধেশ্বরী নদী থেকে উদ্ধার হল নিখোঁজ যুবকের দেহ ৷ নাম চৈতক বন্দ্যোপাধ্যায়। দিন দু'য়েক আগে নদীতে তলিয়ে গিয়েছিলেন তিনি ৷ বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ৷

বাঁকুড়া শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মোবারকপুর ৷ সেখানে দ্বারকেশ্বর ও গন্ধেশ্বরী নদীর সংযোগস্থলে চৈতকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা । বাঁকুড়া সদর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থানে এসে মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় । চৈতকের পরিবারের সদস্যরা দেহটিকে শনাক্ত করেন ।

নৌবাহিনীতে চাকরি করতেন চৈতক ৷ সেখান থেকে VRS নিয়ে ফিরে আসেন । বর্তমানে তিনি SSKM হাসপাতালে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন ৷ 9 জুলাই বাঁকুড়া শহরের সতীঘাটে নদীগর্ভে তলিয়ে যান । প্রসঙ্গত, 2018 সালে বন্যায় বাঁকুড়া শহরের সতীঘাটে গন্ধেশ্বরী নদীর সেতু ভেঙে যায় । বেশ কিছুদিন পর শুরু হয় নতুন ব্রিজ তৈরির কাজ । নতুন ব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতের জন্য বাঁকুড়া পৌরসভার তরফে উদ্যোগ নেওয়া হয় ৷ 17 লাখ টাকা খরচ করে নদীগর্ভে একটি অস্থায়ী সাঁকো তৈরি করা হয় । 9 জুলাই নদীতে বান আসায় সাঁকোটি ভেঙে যায় । সাঁকো ভেঙে পড়ার পর প্রশাসন অথবা পুলিশের পক্ষ থেকে কোনওরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি । এমনকী ওই রাস্তায় কোনও আলো পর্যন্ত দেওয়া হয়নি । এই অবস্থায় ওই যুবক কেশিয়াকোল থেকে নদীর অপর পাড় সতীঘাটে আসার চেষ্টা করেন । অন্ধকারে কিছু বুঝতে না পেরে তিনি পড়ে যান । সারাদিন সিভিল ডিফেন্সের দল খোঁজাখুঁজি করলেও যুবককে খুঁজে পাওয়া যায়নি । অবশেষে আজ সকালে মোবারকপুর থেকে মৃতদেহটি উদ্ধার হয় ৷

Last Updated : Jul 11, 2020, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.