বাঁকুড়া, 28 জুলাই: জুনিয়র ডাক্তারের মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির । মৃতের নাম লতিফুর রহমান (42) । তিনি বাঁকুড়া সদর থানার বাদুল্লাড়া গ্রামের বাসিন্দা । অভিযোগ, মত্ত অবস্থায় মোটর বাইক চালাচ্ছিলেন চালক । তাঁর পিছনের সিটের আরোহী এক মহিলা জুনিয়র ডাক্তারও মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ ।
আজ সকালে গ্রামের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন লতিফুর । কেঞ্জাকুড়ার দিক থেকে বাকুঁড়ার দিকে দ্রুত গতিতে আসা একটি মোটর বাইক আচমকা তাঁকে ধাক্কা মারে । ওই মোটর বাইকটি চালাচ্ছিলেন এক পুরুষ জুনিয়র ডাক্তার । তাঁর পিছনের সিটের আরোহী ছিলেন এক মহিলা জুনিয়র ডাক্তার । তাঁরা দু'জনেই মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ । ঘটনার পর ছিটকে পড়েন লতিফুর । তাঁকে দুই বাইক আরোহী মারধরও করে বলে অভিযোগ । লতিফুরের চিৎকার শুনে ঘটনাস্থানে আসেন স্থানীয়রা । এরপরেই পালানোর চেষ্টা করেন দুই ডাক্তার । তবে তাঁদেরকে ধাওয়া করে গ্রামবাসীরা ধরে ফেলেন । লতিফুরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।
ঘটনার পর এলাকাবাসীরা দীর্ঘক্ষণ স্থানীয় একটি ক্লাবঘরে আটক করে রাখেন দুই ডাক্তারকে । সদর থানার পুলিশ তাঁদের উদ্ধার করতে যায় । পুলিশকে ঘিরেও দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । অভিযোগ, মেডিকেল কলেজের অনেক ডাক্তার প্রায়ই বেপরোয়া গতিতে এই রাস্তা দিয়ে বাইক চালান । অনেকই মত্ত অবস্থায় থাকেন । বেপোরোয়া গতিতে বাইক চালানোয় প্রায়ই ঘটে দুর্ঘটনা । বিষয়টি নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা । পুলিশের তরফে দুই ডাক্তারকে আটক করা হয়েছে । এখনও পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি । এই বিষয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের অধ্যক্ষকে প্রশ্ন করা হলে তিনি জানান, এই ধরনের কোনও ঘটনার খবর তাঁর কাছে নেই । বাঁকুড়া জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি ।