ETV Bharat / state

National Highway Block: দু’বছরেও মেলেনি পানীয় জল, অবশেষে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর - দু’বছর ধরে জলকষ্টে ভুগছেন এলাকাবাসী

দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ভুগছে বাঁকুড়ার দেরুয়া গ্রামের বাসিন্দারা । এলকায় নেই পর্যাপ্ত টিউব অয়েল । প্রায় দু’বছর ধরে জল সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা । বাধ্য হয়ে কলসি, বলতি নিয়ে বাঁকুড়া-বিষ্ণুপুর 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকাবাসী ।

Etv Bharat
পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর
author img

By

Published : Apr 5, 2023, 10:34 PM IST

পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর

বাঁকুড়া, 5 এপ্রিল: চিত্রটা কোনও প্রত্যন্ত গ্রামের নয় এক্কেবারে বাঁকুড়া শহর থেকে ঢিলছোড়া দূরত্বে দেরুয়া গ্রামের । সরকার যেখানে বারবার উন্নয়নের সমীক্ষা তুলে ধরছে আম জনতার সামনে, সেখানে উলট-পূরাণের সাক্ষী থাকল বাঁকুড়ার এই গ্রাম । এই যুগের দাঁড়িয়েও তীব্র জল কষ্টে ভুগছেন গ্রামবাসীরা । তাও একদিন দু’দিন নয়, দু’বছর ধরে জলকষ্টে ভুগছেন এলাকাবাসী ৷ বাধ্য হয়েই বুধবার বাঁকুড়া-বিষ্ণুপুর 60 নম্বর জাতীয় সড়কে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা ৷

এদিন বাঁকুড়া 1 নম্বর ব্লকের দেরুয়া মোড় এলাকার কাছে পানীয় জলের দাবিতে গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ৷ গ্রামবাসীদের অভিযোগ, গত দুই বছর আগে ঘরে ঘরে পানীয় জলের লাইনের সংযোগ স্থাপন হলেও, কল থেকে জল পড়ে না । বিষয়টি ইতিমধ্যেই একাধিকবার লিখিতভাবে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে জানালেও এর কোনও সমাধান হয়নি ৷ এর আগেও পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা । তাতেও সামাধান হয়নি ৷ এদিন আবারও জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা । তাদের দাবি, যতক্ষণ না বিডিও এসে সমাধান করবেন ততক্ষণ এই অবরোধ চলরোধ ।

এদিকে অবরোধের খবর পেয়ে বাঁকুড়া থানার পুলিশ উপস্থিত হয় ঘটনাস্থলে ৷ অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সামাধানের আশ্বাস দিলে গ্রামবাসীরা অবরোধ তোলেন ৷ এই প্রসঙ্গেই বিজেপি পরিচালিত জগদল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত শীট জানান, বিষয়টির কথা শুনেছেন তিনি ৷ তবে বিষয়টি পিএইচই দফতরে জানানো হলে, তাঁরা ঠিকঠাক টাকা না দেওয়ার অভিযোগ জানিয়েছেন ৷ পুরো বিষয়টি বিডিওকে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: পানীয় জলের দাবিতে বিধায়ককে ঘিরে ক্ষোভ এলাকাবাসীর

তবে বিষয়টি নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি সোমনাথ চৌধুরী পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছেন ৷ তবে সমস্যা সমাধানের জন্য বিডিওকে বিষয়টি জানিয়েছেন তিনি ৷

পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর

বাঁকুড়া, 5 এপ্রিল: চিত্রটা কোনও প্রত্যন্ত গ্রামের নয় এক্কেবারে বাঁকুড়া শহর থেকে ঢিলছোড়া দূরত্বে দেরুয়া গ্রামের । সরকার যেখানে বারবার উন্নয়নের সমীক্ষা তুলে ধরছে আম জনতার সামনে, সেখানে উলট-পূরাণের সাক্ষী থাকল বাঁকুড়ার এই গ্রাম । এই যুগের দাঁড়িয়েও তীব্র জল কষ্টে ভুগছেন গ্রামবাসীরা । তাও একদিন দু’দিন নয়, দু’বছর ধরে জলকষ্টে ভুগছেন এলাকাবাসী ৷ বাধ্য হয়েই বুধবার বাঁকুড়া-বিষ্ণুপুর 60 নম্বর জাতীয় সড়কে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা ৷

এদিন বাঁকুড়া 1 নম্বর ব্লকের দেরুয়া মোড় এলাকার কাছে পানীয় জলের দাবিতে গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ৷ গ্রামবাসীদের অভিযোগ, গত দুই বছর আগে ঘরে ঘরে পানীয় জলের লাইনের সংযোগ স্থাপন হলেও, কল থেকে জল পড়ে না । বিষয়টি ইতিমধ্যেই একাধিকবার লিখিতভাবে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে জানালেও এর কোনও সমাধান হয়নি ৷ এর আগেও পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা । তাতেও সামাধান হয়নি ৷ এদিন আবারও জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা । তাদের দাবি, যতক্ষণ না বিডিও এসে সমাধান করবেন ততক্ষণ এই অবরোধ চলরোধ ।

এদিকে অবরোধের খবর পেয়ে বাঁকুড়া থানার পুলিশ উপস্থিত হয় ঘটনাস্থলে ৷ অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সামাধানের আশ্বাস দিলে গ্রামবাসীরা অবরোধ তোলেন ৷ এই প্রসঙ্গেই বিজেপি পরিচালিত জগদল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত শীট জানান, বিষয়টির কথা শুনেছেন তিনি ৷ তবে বিষয়টি পিএইচই দফতরে জানানো হলে, তাঁরা ঠিকঠাক টাকা না দেওয়ার অভিযোগ জানিয়েছেন ৷ পুরো বিষয়টি বিডিওকে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: পানীয় জলের দাবিতে বিধায়ককে ঘিরে ক্ষোভ এলাকাবাসীর

তবে বিষয়টি নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি সোমনাথ চৌধুরী পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছেন ৷ তবে সমস্যা সমাধানের জন্য বিডিওকে বিষয়টি জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.