দুর্গাপুর/বাঁকুড়া, 27 মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে এবং মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে কুড়মিরা হামলা চালায়নি ৷ আজ সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছে কুড়মি জনজাতি নেতৃত্ব ৷ সংগঠনের নেতা সাধন মাহাতর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কুড়মিরা হামলা চালায়নি ৷ কনভয়ে থাকা বীরবাহা হাঁসদার গাড়িতে হামলার ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেছে কুড়মি নেতৃত্ব ৷ অন্যদিকে, মতুয়াদের প্রসঙ্গ টেনে কুড়মি যুবনেতা সঞ্জয় মাহাত দাবি করেন, তাঁরা মতুয়াদের মতো ভোট রাজনীতি করেন না ৷ তেমনটা হলে ঝাড়গ্রাম লোকসভায় তাঁদেরও 42 শতাংশ ভোট রয়েছে ৷
উল্লেখ্য, শুক্রবার রাতে ঝাড়গ্রামের গড়শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে কুড়মিদের বিরুদ্ধে ৷ এমনকি এ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঘটনায় ষড়যন্ত্র করেন ৷ তিনি অভিযোগ করেন, বিজেপি কুড়মিদের আন্দোলনের আড়ালে বীরবাহা হাঁসদার গাড়িতে হামলা চালিয়েছে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত থেকে উত্তপ্ত হয়ে রয়েছে জঙ্গলমহল এলাকা ৷ পুলিশের একাধিক কুড়মি নেতাকে আটক করেছে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৷
আর আজ কুড়মিদের তরফে কার্যত অভিষেকের অভিযোগকেই মান্যতা দিল কুড়মিরা ৷ এ দিন কুড়মি জনজাতির পুরুলিয়া জেলার সম্পাদক সাধন মাহাতো দাবি করেছেন, আমরা কোনও হিংসাত্মক ঘটনাকে সমর্থন করি না ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে থাকা মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলার ঘটনায় কুড়মি জনজাতির কোনও ভূমিকা নেই ৷ আমরা চাই এই ঘটনার তদন্ত হোক এবং আসল অভিযুক্তরা শাস্তি পাক ৷’’
আরও পড়ুন: কুড়মি আন্দোলনের নামে রাজ্যে জাতির মধ্যে অশান্তি বাঁধাতে চায় বিজেপি: মমতা
তবে, কুড়মিদের আন্দোলনের পিছনে রাজনৈতিক মদতের যে অভিযোগ ও পালটা অভিযোগ তৃণমূল ও বিজেপির তরফে করা হচ্ছে, সেনিয়েও জবাব দিয়েছে কুড়মি নেতৃত্ব ৷ সংগঠনের যুবনেতা অভিযোগ করেন, দিলীপ ঘোষ দাবি করেছেন, তৃণমূল কুড়মিদের ব্যবহার করছে বিজেপি নেতাদের উপরে ৷ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি কুড়মিদের ব্যবহার করছে ৷ কিন্তু, কুড়মিরা কোনও রাজনৈতিক দল বা রাজনীতির সঙ্গে জড়িত নয় ৷ এ নিয়ে মতুয়া সমাজের প্রসঙ্গ টেনে আনেন কুড়মি জনজাতির যুবনেতা সঞ্জয় মাহাত ৷
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে ঘাঘর ঘেরার হুঁশিয়ারি কুড়মি নেতার
তিনি বলেন, ‘‘কুড়মিরা মতুয়াদের মতো ভোটর রাজনীতি করে না ৷ আমাদেরও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে 42 শতাংশ ভোট আছে ৷ চাইলেই আমরা যে কোনও রাজনৈতিক দলকে হারাতে পারি ৷ কিন্তু, আমরা মতুয়াদের মতো রাজনীতি করি না ৷ নিজেদের দাবিতে সামনে থেকে আন্দোলন করছি ৷’’ উল্লেখ্য, আজ শালবনিতে তৃণমূলে নব জোয়ার কর্মসূচি থেকে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিজেপির বিরুদ্ধেই অভিযোগ করেছেন ৷