ETV Bharat / state

দিলীপ ঘোষের জায়গা রাঁচির পাগলা গারদ, কটাক্ষ কল্যাণের - kalyan bandopadhyay

মঙ্গলবার বাঁকুড়ার খাতড়ায় CAA এবং নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস । প্রতিবাদী মিছিল শুরু হয় খড়বন মোড় থেকে, চলে দাসের মোড় পর্যন্ত । মিছিলে উপস্থিত ছিলেন খাতড়ার তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিরা । আজ মিছিল শেষে জনসভার আয়োজন করা হয় ।

kalyan bandopadhyay in Bankura
দিলীপ ঘোষের জায়গা রাঁচির পাগলা গারদ, কটাক্ষ কল্যাণের
author img

By

Published : Dec 25, 2019, 12:05 AM IST

বাঁকুড়া, 24 ডিসেম্বর : দিলীপ ঘোষের জায়গা "রাঁচির পাগলা গারদ", কটাক্ষ করলেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় । সঙ্গে বলেন দিলীপের ট্রিটমেন্টের প্রয়োজন রাঁচিতে । মঙ্গলবার বাঁকুড়ার খাতড়ায় CAA এবং নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মিছিলের আয়োজন করেছিল খাতড়ার তৃণমূল কংগ্রেস ।

গত শনিবার রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ বাঁকুড়াতে জনসভা করেছিলেন । মূল উদ্দেশ্য ছিল, নাগরিকত্ব সংশোধনী আইনের(CAA)র সমর্থনে জনসভা করা । সেখানে রাজ্যের শাসক দলের দফায় দফায় বিক্ষোভকে সতর্ক করে বলেছিলেন, "দেশের সম্পত্তি নষ্ট করলে কাউকে ছাড়া হবে না । লাঠি বা গুলি খেতেই হবে তাদের । " সেই কথার পরিপ্রেক্ষিতে আজ জনসভায় দিলীপবাবুকে পাগল বললেন কল্যাণবাবু ।

প্রতিবাদী মিছিল শুরু হয় খড়বন মোড় থেকে, চলে দাসের মোড় পর্যন্ত । মিছিলে উপস্থিত ছিলেন খাতড়ার তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিরা । আজ মিছিল শেষে জনসভার আয়োজন করা হয় । জেলা পারিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, কোতলপুরের বিধায়ক শ্যামল সাঁতরা, রানিবাঁধের বিধায়িকা জ্যোৎস্না মাণ্ডি সহ অনেকে ।

দিলীপ ঘোষের জায়গা রাঁচির পাগলা গারদ, কটাক্ষ কল্যাণের

ইদানীং দলের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সুব্রত মুখোপাধ্যায় ও শুভেন্দু অধিকারির সঙ্গে যৌথভাবে বাঁকুড়া জেলার পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে । জেলার দায়িত্ব পেয়েই প্রথমবার জনসভা করলেন কল্যাণবাবু । এদিন তাঁর বক্তব্যে আগাগোড়া আক্রমণের কেন্দ্র ছিল BJP এবং কেন্দ্রীয় সরকার ।

বাঁকুড়া, 24 ডিসেম্বর : দিলীপ ঘোষের জায়গা "রাঁচির পাগলা গারদ", কটাক্ষ করলেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় । সঙ্গে বলেন দিলীপের ট্রিটমেন্টের প্রয়োজন রাঁচিতে । মঙ্গলবার বাঁকুড়ার খাতড়ায় CAA এবং নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মিছিলের আয়োজন করেছিল খাতড়ার তৃণমূল কংগ্রেস ।

গত শনিবার রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ বাঁকুড়াতে জনসভা করেছিলেন । মূল উদ্দেশ্য ছিল, নাগরিকত্ব সংশোধনী আইনের(CAA)র সমর্থনে জনসভা করা । সেখানে রাজ্যের শাসক দলের দফায় দফায় বিক্ষোভকে সতর্ক করে বলেছিলেন, "দেশের সম্পত্তি নষ্ট করলে কাউকে ছাড়া হবে না । লাঠি বা গুলি খেতেই হবে তাদের । " সেই কথার পরিপ্রেক্ষিতে আজ জনসভায় দিলীপবাবুকে পাগল বললেন কল্যাণবাবু ।

প্রতিবাদী মিছিল শুরু হয় খড়বন মোড় থেকে, চলে দাসের মোড় পর্যন্ত । মিছিলে উপস্থিত ছিলেন খাতড়ার তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিরা । আজ মিছিল শেষে জনসভার আয়োজন করা হয় । জেলা পারিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, কোতলপুরের বিধায়ক শ্যামল সাঁতরা, রানিবাঁধের বিধায়িকা জ্যোৎস্না মাণ্ডি সহ অনেকে ।

দিলীপ ঘোষের জায়গা রাঁচির পাগলা গারদ, কটাক্ষ কল্যাণের

ইদানীং দলের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সুব্রত মুখোপাধ্যায় ও শুভেন্দু অধিকারির সঙ্গে যৌথভাবে বাঁকুড়া জেলার পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে । জেলার দায়িত্ব পেয়েই প্রথমবার জনসভা করলেন কল্যাণবাবু । এদিন তাঁর বক্তব্যে আগাগোড়া আক্রমণের কেন্দ্র ছিল BJP এবং কেন্দ্রীয় সরকার ।

Intro:দিলীপ ঘোষের জায়গা রাঁচির পাগলা গারদ, বাঁকুড়ার খাতড়া তে কটাক্ষ তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জির।Body:এদিন সি এ এ এবং এনআরসি বিরোধী একটি মিছিল এবং সভায় যোগ দেন তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জি। খাতড়া মহকুমা বাজারে তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল আয়োজন করা হয়। মিছিলে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব দের সঙ্গে পা মেলান সাংসদ কল্যাণ ব্যানার্জি। ইদানিং দলের পক্ষ থেকে সুব্রত মুখোপাধ্যায় এর সঙ্গে যৌথভাবে বাঁকুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে কল্যাণ ব্যানার্জিকে । জেলার দায়িত্ব নিয়ে এই প্রথম জনসভা তার। এদিন আগাগোড়া তার বক্তব্য আক্রমণের কেন্দ্রে ছিল বিজেপি এবং কেন্দ্রীয় সরকার।
গত সপ্তাহে বাঁকুড়ায় একটি জনসভা করে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন বাংলায় রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষয়ক্ষতি করতে এলে গুলি খেতে হবে।
তার উত্তরে তাকে বিদ্রূপ করে কল্যাণ ব্যানার্জি বলেন খড়গপুর থেকে রাঁচি দূরত্ব মাত্র চার থেকে পাঁচ ঘন্টা, দিলীপ ঘোষের ওই রাঁচিতে একটি বিশেষ হাসপাতাল রয়েছে যেখানে থাকা দরকার।Conclusion:বাইট: কল্যাণ ব্যানার্জি, তৃণমূল নেতা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.