ETV Bharat / state

MLA Tanmoy Ghosh: 48 ঘণ্টা পরেও বিষ্ণুপুরের বিধায়কের রাইস মিলে জারি আয়কর অভিযান - তল্লাশি অভিযান

বুধবার বেলার দিকে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের অফিসে হানা দিয়েছিল আয়কর দফতরের আধিকারিকরা। বুধ পেরিয়ে বৃহস্পতি হয়ে শুক্রবারও সেই তল্লাশি অভিযান জারি থাকল। প্রায় 48 ঘণ্টা পেরিয়ে এখনও বিধায়কের পারিবারিক রাইস মিলে লাগাতার তল্লাশি অভিযান জারি কেন্দ্রীয় আয়কর দফতরের।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 4:41 PM IST

বাঁকুড়া, 10 নভেম্বর: আয়কর দফতর যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের। গত বুধবার থেকে শুরু হওয়া তল্লাশি আজ শুক্রবার হয়ে গেলেও, এখনও পর্যন্ত জারি রয়েছে। প্রায় 48 ঘণ্টা পার এখনও বিধায়কের পারিবারিক রাইস মিলে লাগাতার তল্লাশি অভিযান জারি কেন্দ্রীয় আয়কর দফতরের।

গতকাল বিধায়ককে নিয়ে দুই দফায় জিজ্ঞাসাবাদ চালায় আয়কর দফতরের আধিকারিকরা। এদিন সকালে ফের বিধায়ককে ডেকে পাঠায় আয়কর দফতরের আধিকারিকরা। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক তন্ময় ঘোষের পাশাপাশি এদিন ডেকে পাঠানো হয় তাঁর হিসাব রক্ষক অরূপ সামন্তকেও। যদিও আয়কর দফতরের এই অভিযানে কী তথ্য উঠে এল, সেই বিষয়ে স্পষ্ট কোনও ধারণা এখনও মেলেনি । অন্যদিকে, এই বিষয়ে বিধায়কের তরফেও কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, সূত্র মারফত খবর আয়ের নথি সংক্রান্ত বিভিন্ন তথ্যর প্রিন্ট আউট থেকে শুরু করে আরও একাধিক নথিপত্র কম্পিউটার থেকে বের করে বিশদে খতিয়ে দেখছেন আয়কর দফতরের আধিকারিকরা।

সূত্র মারফত আরও একটা তথ্য উঠে আসছে, বেশকিছু তথ্যে অসংগতি মেলায় এখনও লাগাতার চলছে তাদের অভিযান। প্রসঙ্গত, বিষ্ণুপুরের ব্যবসায়ী তন্ময় ঘোষ গত 2021-এর বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে ভোটে লড়ে বিধায়ক নির্বাচিত হয়। তারপর 2021 সালের অগস্ট মাসে ব্রাত্য বসুর হাত ধরে নাম লেখান তৃণমূল কংগ্রেস শিবিরে। তাঁর তৃণমূলে যাওয়াই কি কাল হল ? আয়কর হানার পর এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য-রাজনীতির অন্দরে। যদিও এই বিষয়ে বিধায়ক তন্ময় ঘোষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এখন শুধু সময়ের অপেক্ষা কখন শেষ হয় এই অভিযান, বা কী তথ্য উঠে আসে দিনের শেষে।

বুধবার বেলার দিকে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের অফিসে হানা দিয়েছিল আয়কর দফতরের আধিকারিকরা। বুধ পেরিয়ে বৃহস্পতি এরপর শুক্রবারও সেই তল্লাশি অভিযান জারি থাকল। উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই রেশন দুর্নীতির তদন্তে নেমেছে ইডি। এর মাঝে তন্ময়ের পরিবারের রাইসমিলে আয়কর হানা বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন তন্ময়। এরপরই এই আয়কর হানা হওয়ায় প্রতিহিংসার অভিযোগ তুলছে ঘাসফুল শিবির।

আরও পড়ুন:

বিধানসভায় শুভেন্দুর প্রাণে মারার হুমকি ! ওয়াই ক্যাটাগরির নিরাপত্তায় বিষ্ণুপুরের বিধায়ক

বাঁকুড়া, 10 নভেম্বর: আয়কর দফতর যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের। গত বুধবার থেকে শুরু হওয়া তল্লাশি আজ শুক্রবার হয়ে গেলেও, এখনও পর্যন্ত জারি রয়েছে। প্রায় 48 ঘণ্টা পার এখনও বিধায়কের পারিবারিক রাইস মিলে লাগাতার তল্লাশি অভিযান জারি কেন্দ্রীয় আয়কর দফতরের।

গতকাল বিধায়ককে নিয়ে দুই দফায় জিজ্ঞাসাবাদ চালায় আয়কর দফতরের আধিকারিকরা। এদিন সকালে ফের বিধায়ককে ডেকে পাঠায় আয়কর দফতরের আধিকারিকরা। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক তন্ময় ঘোষের পাশাপাশি এদিন ডেকে পাঠানো হয় তাঁর হিসাব রক্ষক অরূপ সামন্তকেও। যদিও আয়কর দফতরের এই অভিযানে কী তথ্য উঠে এল, সেই বিষয়ে স্পষ্ট কোনও ধারণা এখনও মেলেনি । অন্যদিকে, এই বিষয়ে বিধায়কের তরফেও কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, সূত্র মারফত খবর আয়ের নথি সংক্রান্ত বিভিন্ন তথ্যর প্রিন্ট আউট থেকে শুরু করে আরও একাধিক নথিপত্র কম্পিউটার থেকে বের করে বিশদে খতিয়ে দেখছেন আয়কর দফতরের আধিকারিকরা।

সূত্র মারফত আরও একটা তথ্য উঠে আসছে, বেশকিছু তথ্যে অসংগতি মেলায় এখনও লাগাতার চলছে তাদের অভিযান। প্রসঙ্গত, বিষ্ণুপুরের ব্যবসায়ী তন্ময় ঘোষ গত 2021-এর বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে ভোটে লড়ে বিধায়ক নির্বাচিত হয়। তারপর 2021 সালের অগস্ট মাসে ব্রাত্য বসুর হাত ধরে নাম লেখান তৃণমূল কংগ্রেস শিবিরে। তাঁর তৃণমূলে যাওয়াই কি কাল হল ? আয়কর হানার পর এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য-রাজনীতির অন্দরে। যদিও এই বিষয়ে বিধায়ক তন্ময় ঘোষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এখন শুধু সময়ের অপেক্ষা কখন শেষ হয় এই অভিযান, বা কী তথ্য উঠে আসে দিনের শেষে।

বুধবার বেলার দিকে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের অফিসে হানা দিয়েছিল আয়কর দফতরের আধিকারিকরা। বুধ পেরিয়ে বৃহস্পতি এরপর শুক্রবারও সেই তল্লাশি অভিযান জারি থাকল। উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই রেশন দুর্নীতির তদন্তে নেমেছে ইডি। এর মাঝে তন্ময়ের পরিবারের রাইসমিলে আয়কর হানা বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন তন্ময়। এরপরই এই আয়কর হানা হওয়ায় প্রতিহিংসার অভিযোগ তুলছে ঘাসফুল শিবির।

আরও পড়ুন:

বিধানসভায় শুভেন্দুর প্রাণে মারার হুমকি ! ওয়াই ক্যাটাগরির নিরাপত্তায় বিষ্ণুপুরের বিধায়ক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.