বাঁকুড়া, 11 অগস্ট: গত মাসেই শেষ পয়েছে পঞ্চায়েতের ভোটপর্ব, বেরিয়েছে ভোটের ফল ৷ প্রশানসনিক এবং আইনি জটিলতা কাটিয়ে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে পঞ্চায়েত বোর্ড গঠন । আর এই বোর্ড গঠন পর্বেই অবাক করার মতো ঘটনা ঘটেছে বাঁকুড়া 1 নং ব্লকের অন্তর্গত আন্দারথোল গ্রাম পঞ্চায়েতে । এখানে পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 20 ৷ এরমধ্যে তৃণমূল জয়লাভ করেছে 10 টিতে, বিজেপি 6টিতে, সিপিআইএম 2 এবং নির্দল 2 টিতে ৷ পরে একজন জয়ী নির্দল প্রার্থী নাম যোগদান করেন তৃণমূল শিবিরে ৷ ফলে তৃণমূলের মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় 11 । কিন্তু এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও, প্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির ।
হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন তো? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনা প্রায় অসম্ভব হলেও, এনই ঘটেছে বাঁকুড়ার এই পঞ্চায়েতে ৷ এর কারণ এইবারের এই আন্দারথোল পঞ্চায়েতের প্রধান পদ তফশিলী উপজাতির জন্য সংরক্ষিত, তৃণমূলের তরফ থেকে কোনও তফশিলী উপজাতির প্রার্থী জয়ী হননি । ফলে বিজেপি তরফ থেকে তফশিলী উপজাতির প্রার্থী জয়ী হওয়ায়, এই পঞ্চায়েত তৃনমূলের দখলে থাকলেও পঞ্চায়েত প্রধান হলেন বিজেপি ওই প্রার্থীই । তাঁর নাম বাহামনি মুর্মু হেমব্রম ৷ উপপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন তৃণমূলের তাইবুল হক ৷
আরও পড়ুন: বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রধান হলেন তৃণমূল প্রার্থী, আন্দোলনে গেরুয়া শিবির
পঞ্চায়েত ভোটের ফলাফলের নিরিখে পশ্চিমবাংলার বিভিন্ন দিকে বেশিরভাগ পঞ্চায়েতেই একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে শাসক তৃণমূল কংগ্রেস ৷ কোনওক্রমে কিছু পঞ্চায়েত ধরে রাখতে সফল হয়েছে বিরোধী বিজেপি ও বাম-কংগ্রেস শিবির । সেই জায়গায় দাঁড়িয়ে সম্পূর্ণ উলোটপুরানের সাক্ষী থাকল বাঁকুড়া জেলার এই গ্রাম পঞ্চায়েত । 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়, ফল প্রকাশিত হয় গত 11 জুলাই ৷
আরও পড়ুন: সিপিআইএমের সঙ্গে যোগসাজোশের অভিযোগ, বহিষ্কৃত অন্ডাল ব্লক তৃণমূল যুব সভাপতি