ETV Bharat / state

Flower cultivators : লাগাতার বৃষ্টিতে বড় ক্ষতির মুখে বিষ্ণুপুরের ফুল চাষীরা

ফুল চাষীদের আশা ছিল হয়তো আসন্ন লক্ষ্মীপুজোতে ফুল বাজারের চাহিদা অনুযায়ী তাঁরা ফুলের যোগান দিতে পারবেন এবং কিছুটা হলেও লাভের মুখ দেখবেন ৷ কিন্তু ফের নিম্নচাপ ও বৃষ্টিতে সেই আশাতেও জল পড়েছে ।

Flower cultivators
লাগাতার বৃষ্টিতে বড় ক্ষতির মুখে বিষ্ণুপুরের ফুল চাষীরা
author img

By

Published : Oct 18, 2021, 10:16 PM IST

বিষ্ণুপুর, 18 অক্টোবর : বছরের এই সময় উৎসবের মরশুম ৷ ফলে সেই দিকেই তাকিয়ে থাকেন এই চাষীরা ৷ আশায় বুক বাঁধেন, সারা বছরের তাঁদের পরিশ্রমের মূল্য হয়তো তাঁরা পাবেন এই উৎসবের মরশুমে ৷ কিন্তু দক্ষিণবঙ্গের এবারের প্রবল বর্ষা খড়কুটোর মতো সব ভাসিয়ে দিয়েছে চাষীদের সেই সব আশা। দুর্গাপুজো শেষ অথচ বাজারের চাহিদা মতো ফুলের যোগান এবার দিতে পারেনি বাঁকুড়ার বিষ্ণুপুরের ফুল চাষীরা ৷ বর্ষার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের ফুলের বাগান । এসবের পরেও তাঁদের আশা ছিল হয়তো আসন্ন লক্ষ্মীপুজোতে ফুল বাজারের চাহিদা অনুযায়ী তাঁরা ফুলের যোগান দিতে পারবেন এবং কিছুটা হলেও লাভের মুখ দেখবেন ৷ কিন্তু ফের নিম্নচাপ ও বৃষ্টিতে সেই আশাতেও জল পড়েছে ।

লাগাতার বৃষ্টিতে বড় ক্ষতির মুখে বিষ্ণুপুরের ফুল চাষীরা

আরও পড়ুন : Itahar Murder : ইটাহারে যুব মোর্চার সহ-সভাপতি খুনে গ্রেফতার 1

ধনপতি দে নামে এক ফুলের ব্যবসায়ী বলেন, "এক বিঘা ফুলের চাষ করতে খরচ হয় প্রায় কুড়ি হাজার টাকা ৷ মহাজনের থেকে টাকা ধার নিয়ে এই চাষ করেছি ৷ কিন্তু যা অবস্থা তাতে লাভের মুখ তো দূর, মহাজনকে ফেরত দেওয়ার অর্ধেক টাকাও উঠে আসবে না"।

এপ্রসঙ্গে বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত জানিয়েছেন, ফুল চাষীদের এই সমস্যার কথা তাঁরা জানতে পেরেছেন ৷ কৃষি দফতরের সঙ্গে কথা বলে কী ব্যবস্থা করা যায় তা দেখা হচ্ছে৷ শাল, পলাশ, ইউক্যালিপটাসে ঘেরা এই প্রান্তিক গ্রামগুলিতে ফুল চাষ করে পেট চলে বহু চাষীর ৷ সেই ফুল চাষে বর্ষার জেরে এরকম বিরূপ প্রভাব পড়ায় কার্যত অসহায় অবস্থা চাষীদের ৷

বিষ্ণুপুর, 18 অক্টোবর : বছরের এই সময় উৎসবের মরশুম ৷ ফলে সেই দিকেই তাকিয়ে থাকেন এই চাষীরা ৷ আশায় বুক বাঁধেন, সারা বছরের তাঁদের পরিশ্রমের মূল্য হয়তো তাঁরা পাবেন এই উৎসবের মরশুমে ৷ কিন্তু দক্ষিণবঙ্গের এবারের প্রবল বর্ষা খড়কুটোর মতো সব ভাসিয়ে দিয়েছে চাষীদের সেই সব আশা। দুর্গাপুজো শেষ অথচ বাজারের চাহিদা মতো ফুলের যোগান এবার দিতে পারেনি বাঁকুড়ার বিষ্ণুপুরের ফুল চাষীরা ৷ বর্ষার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের ফুলের বাগান । এসবের পরেও তাঁদের আশা ছিল হয়তো আসন্ন লক্ষ্মীপুজোতে ফুল বাজারের চাহিদা অনুযায়ী তাঁরা ফুলের যোগান দিতে পারবেন এবং কিছুটা হলেও লাভের মুখ দেখবেন ৷ কিন্তু ফের নিম্নচাপ ও বৃষ্টিতে সেই আশাতেও জল পড়েছে ।

লাগাতার বৃষ্টিতে বড় ক্ষতির মুখে বিষ্ণুপুরের ফুল চাষীরা

আরও পড়ুন : Itahar Murder : ইটাহারে যুব মোর্চার সহ-সভাপতি খুনে গ্রেফতার 1

ধনপতি দে নামে এক ফুলের ব্যবসায়ী বলেন, "এক বিঘা ফুলের চাষ করতে খরচ হয় প্রায় কুড়ি হাজার টাকা ৷ মহাজনের থেকে টাকা ধার নিয়ে এই চাষ করেছি ৷ কিন্তু যা অবস্থা তাতে লাভের মুখ তো দূর, মহাজনকে ফেরত দেওয়ার অর্ধেক টাকাও উঠে আসবে না"।

এপ্রসঙ্গে বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত জানিয়েছেন, ফুল চাষীদের এই সমস্যার কথা তাঁরা জানতে পেরেছেন ৷ কৃষি দফতরের সঙ্গে কথা বলে কী ব্যবস্থা করা যায় তা দেখা হচ্ছে৷ শাল, পলাশ, ইউক্যালিপটাসে ঘেরা এই প্রান্তিক গ্রামগুলিতে ফুল চাষ করে পেট চলে বহু চাষীর ৷ সেই ফুল চাষে বর্ষার জেরে এরকম বিরূপ প্রভাব পড়ায় কার্যত অসহায় অবস্থা চাষীদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.