বাঁকুড়া, 22 মে: বাঁকুড়ার পাত্রসায়েরে খোঁজ মিলল কোরোনা আক্রান্ত কিশোরের । চিকিৎসার জন্য তাকে দুর্গাপুরে পাঠানো হয়েছে ।
ওই কিশোরের বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে । লকডাউন শুরু হওয়ার দিন দুয়েক আগে ওই কিশোর কলকাতা যায় । সেখানে আর্মহাস্ট স্ট্রিটে ছিল সে । সেখান থেকে খণ্ডঘোষ এলে স্থানীয় বাসিন্দারা তাঁকে এলাকায় ঢুকতে দেননি । এরপর ওই কিশোর বাঁকুড়ার পাত্রসায়েরে মামাবাড়িতে আসে । 11 মে তার সোয়াবের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয় । আজ তার রিপোর্ট পজ়িটিভ আসে ।
আজ ওই ছেলেটির রিপোর্ট আসার পর স্বাস্থ্য বিভাগের তরফে তাকে দুর্গাপুর পাঠানো হয় । আগামীকাল পাত্রসায়র এলাকায় স্বাস্থ্য বিভাগের একটি দল যাবে । ওই কিশোরের সংস্পর্শে কে বা কারা এসেছিল তাদের শনাক্ত করার কাজ করা হবে । মামাবাড়িতে 6 জনের সরাসরি সংস্পর্শে ছিল ওই কিশোর ।