ETV Bharat / state

Bankura Lightning Incident: বাঁকুড়ায় বজ্রাঘাতে মৃত্যু কৃষকের, এলাকায় শোকের ছায়া

জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হল এক কৃষকের ৷ বাঁকুড়ার সারেঙ্গার গোবিন্দপুরে এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া ৷ মৃত ব্যক্তির নাম শিবু দুলে ৷

author img

By

Published : Aug 12, 2023, 10:43 AM IST

Etv Bharat
প্রতীকী ছবি
বাঁকুড়ায় বজ্রাঘাতে মৃত্যু কৃষকের

বাঁকুড়া, 12 অগস্ট: বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গার গোবিন্দপুরে ৷ চাষ করতে গিয়ে বজ্রাঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ মৃত ব্যক্তির নাম শিবু দুলে ৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ শিবু দুলের দাদা মঙ্গল দুলে বলেন,"ভাই নিজের জমিতে ধান লাগানোর কাজ করছিল ৷ আচমকাই বৃষ্টি শুরু হয় ৷ চলতে থাকে বজ্রপাত ৷ সেই বজ্রপাতের আঘাতে ভাইয়ের মৃত্যু হয়েছে ৷ ভাইয়ের দুই ছেলে-মেয়ে রয়েছে ৷ গ্রামের লোকেদের থেকে আমরা ঘটনার কথা জানতে পারি ৷"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সারেঙ্গার গোবিন্দপুরের বাসিন্দা শিবু দুলে প্রতিদিনের মতো এদিনও চাষের কাজে গিয়েছিলেন ৷ নিমডাঙ্গা এলাকায় মাঠে ধান লাগানোর কাজ করছিলেন সকাল থেকে। দুপুরের পর থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে। শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। মাঠে কাজ করার সময় প্রাণ যায় শিবু দুলের। স্থানীয়রাই শিবু দলের বাড়িতে খবর দেন। স্থানীয়দের সাহায্যে তাঁকে নিয়ে আসা হয় সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসকরা শিবুকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: হুগলিতে বিকেলে বজ্রপাতে মৃত 3, আহত 3

অন্যদিকে, সারেঙ্গারই নেতাজি মোড় এলাকায় বজ্রপাতে এক মহিলাও জ্ঞান হারান বলে জানা গিয়েছে । তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, ওই মহিলা আপাতত সুস্থ রয়েছেন ৷ জুন মাসেও বজ্রপাতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছিল ৷ 16 জুন বজ্রপাতে মৃত্যু হয় হুগলির তিন বাসিন্দার ৷ তাঁরাও জমিতে চাষের কাজ করছিলেন ৷ অন্যদিকে, 21 জুন বজ্রপাতে মালদায় মৃত্যু হয়েছিল 7 জনের ৷

আরও পড়ুন: বুধবার দুপুরে মালদায় বজ্রপাতে মৃত্যু 7 জনের

বাঁকুড়ায় বজ্রাঘাতে মৃত্যু কৃষকের

বাঁকুড়া, 12 অগস্ট: বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গার গোবিন্দপুরে ৷ চাষ করতে গিয়ে বজ্রাঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ মৃত ব্যক্তির নাম শিবু দুলে ৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ শিবু দুলের দাদা মঙ্গল দুলে বলেন,"ভাই নিজের জমিতে ধান লাগানোর কাজ করছিল ৷ আচমকাই বৃষ্টি শুরু হয় ৷ চলতে থাকে বজ্রপাত ৷ সেই বজ্রপাতের আঘাতে ভাইয়ের মৃত্যু হয়েছে ৷ ভাইয়ের দুই ছেলে-মেয়ে রয়েছে ৷ গ্রামের লোকেদের থেকে আমরা ঘটনার কথা জানতে পারি ৷"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সারেঙ্গার গোবিন্দপুরের বাসিন্দা শিবু দুলে প্রতিদিনের মতো এদিনও চাষের কাজে গিয়েছিলেন ৷ নিমডাঙ্গা এলাকায় মাঠে ধান লাগানোর কাজ করছিলেন সকাল থেকে। দুপুরের পর থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে। শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। মাঠে কাজ করার সময় প্রাণ যায় শিবু দুলের। স্থানীয়রাই শিবু দলের বাড়িতে খবর দেন। স্থানীয়দের সাহায্যে তাঁকে নিয়ে আসা হয় সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসকরা শিবুকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: হুগলিতে বিকেলে বজ্রপাতে মৃত 3, আহত 3

অন্যদিকে, সারেঙ্গারই নেতাজি মোড় এলাকায় বজ্রপাতে এক মহিলাও জ্ঞান হারান বলে জানা গিয়েছে । তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, ওই মহিলা আপাতত সুস্থ রয়েছেন ৷ জুন মাসেও বজ্রপাতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছিল ৷ 16 জুন বজ্রপাতে মৃত্যু হয় হুগলির তিন বাসিন্দার ৷ তাঁরাও জমিতে চাষের কাজ করছিলেন ৷ অন্যদিকে, 21 জুন বজ্রপাতে মালদায় মৃত্যু হয়েছিল 7 জনের ৷

আরও পড়ুন: বুধবার দুপুরে মালদায় বজ্রপাতে মৃত্যু 7 জনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.