ETV Bharat / state

Fake Notes seized : জাল নোট চক্রের পর্দা ফাঁস বাঁকুড়ায়, গ্রেফতার এক - Fake Notes seized

বিষ্ণুপুর তালডাংরা রোডে শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালনগর নামে একটি জায়গায় জালনোট ব্যবহার করে খেলনা কেনার চেষ্টা করে এক ব্যক্তি (Fake Notes seized) ৷ নাম গুরুপদ আচার্য্য ৷

Fake Notes seized news
জাল নোট চক্রে গ্রেফতার এক ব্যক্তি
author img

By

Published : Jun 2, 2022, 9:04 PM IST

বিষ্ণুপুর, 2 জুন : জাল নোট ব্যবহার করে খেলনা কেনার চেষ্টা করে এক ব্যক্তি (Fake Notes seized) ৷ বিষ্ণুপুর তালডাংরা রোডে শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালনগর নামে একটি জায়গার ঘটনা ৷ ব্যক্তির নাম গুরুপদ আচার্য্য বয়স 59 বছর ৷ ঘটনাটি জানাজানি হতে হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

জানা গিয়েছে, ওই ব্য়ক্তির সঙ্গে স্থানীয় মানুষজনের একটি ঝামেলা শুরু হয় ৷ হাতাহাতিতে পর্যন্ত গিয়ে দাড়ায় ৷ উত্তপ্ত জনতার মারে গুরুতর জখম হয় ওই ব্যক্তি । ঘটনাটি গুরুতর আকার নেওয়ার পর স্থানীয় বিষ্ণুপুর থানার খবর দেওয়া হয় । পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত গুরুপদ আচার্য্যকে উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয় । পরে পুলিশ নিজেদের তদন্তের স্বার্থে, তার বাড়িতে তল্লাশি চালায় ।

আরও পড়ুন : পৌরভোটের আগে জালনোট বাজেয়াপ্ত শহরে

অভিযান চালিয়ে পুলিশ বেশকিছু জাল নোট যার পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা এবং নোট ছাপানোর জন্য ব্যবহৃত একটি প্রিন্টারকে বাজেয়াপ্ত করে । জাল নোট ছাপানোর জন্য পুলিশ ভারতীয় সংবিধান অনুযায়ী বিভিন্ন ধারায় মামলা রুজু করে । এই ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । পুরো ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে ।

বিষ্ণুপুর, 2 জুন : জাল নোট ব্যবহার করে খেলনা কেনার চেষ্টা করে এক ব্যক্তি (Fake Notes seized) ৷ বিষ্ণুপুর তালডাংরা রোডে শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালনগর নামে একটি জায়গার ঘটনা ৷ ব্যক্তির নাম গুরুপদ আচার্য্য বয়স 59 বছর ৷ ঘটনাটি জানাজানি হতে হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

জানা গিয়েছে, ওই ব্য়ক্তির সঙ্গে স্থানীয় মানুষজনের একটি ঝামেলা শুরু হয় ৷ হাতাহাতিতে পর্যন্ত গিয়ে দাড়ায় ৷ উত্তপ্ত জনতার মারে গুরুতর জখম হয় ওই ব্যক্তি । ঘটনাটি গুরুতর আকার নেওয়ার পর স্থানীয় বিষ্ণুপুর থানার খবর দেওয়া হয় । পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত গুরুপদ আচার্য্যকে উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয় । পরে পুলিশ নিজেদের তদন্তের স্বার্থে, তার বাড়িতে তল্লাশি চালায় ।

আরও পড়ুন : পৌরভোটের আগে জালনোট বাজেয়াপ্ত শহরে

অভিযান চালিয়ে পুলিশ বেশকিছু জাল নোট যার পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা এবং নোট ছাপানোর জন্য ব্যবহৃত একটি প্রিন্টারকে বাজেয়াপ্ত করে । জাল নোট ছাপানোর জন্য পুলিশ ভারতীয় সংবিধান অনুযায়ী বিভিন্ন ধারায় মামলা রুজু করে । এই ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । পুরো ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.