বাঁকুড়া, 24 ফেব্রুয়ারি: বাঁকুড়ার শালতোড়ায় দাঁতালের তাণ্ডব । বুধবার গ্রামে ঢুকে তাণ্ডব চালায় 5টি বুনো হাতির দল । দাঁতালের হানায় মাথায় হাত চাষীদের । গজরাজকে বাগে আনতে না পেরে বন দফতরও নাজেহাল ।
স্থানীয় বাসিন্দাদের কথায়, বুধবার রাত 2.30 মিনিট নাগাদ গ্রামে ঢোকে 5 টি হাতির একটি দল (Elephant Destroys Houses) । এক গ্রামবাসীর দরজা-জানলা ভেঙে ফেলে এই বুনো হাতির দল । এক কৃষক জানান, প্রায় 50 হাজার টাকার আলু নষ্ট হয়ে গিয়েছে । শুধু আলু নয় সারা বছর ধরে পরিশ্রম করে ফালনো ফসল ও ধান নষ্ট করে দিয়েছে দাঁতালের দল । হাতির হানায় নষ্ট হয়ে গিয়েছে সর্ষে খেতও । রামকৃষ্ণ মন্ডল নামে স্থানীয় বাসিন্দা জানান, দু'দিন ছাড়া ছাড়াই হাতির তাণ্ডবে আতঙ্কগ্রস্ত পুরো গ্রাম, তারা চায় বনদফতর সুষ্ঠ সমাধান করুক (Elephant Enters Locality) ।
আরও পড়ুন: Elephant Attack in Purulia : বুনো হাতির তাণ্ডবে ভাঙল ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণরক্ষা তিন পরিবারের
বছরভর এই বুনো হাতির তাণ্ডবে বাঁকুড়া জেলার প্রান্তিক কৃষিনির্ভর গ্রামগুলি চরম সমস্যার সম্মুখীন হয় । বন দফতরের কাছে একাধিকবার আবেদন করা হয় এই সমস্যার একটা স্থায়ী সমাধানের । যাতে করে কৃষকরা ক্ষতির হাত থেকে রক্ষ পায় ।