বাঁকুড়া, 5 জুলাই: আগামী শনিবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ৷ আগামিকাল, বৃহস্পতিবার ভোটের প্রচার শেষ হতে চলেছে ৷ তার আগে তাই রাজনৈতিক দলগুলি ব্যস্ত প্রচারে ৷ আর তার মাঝেই পাড়ার মোড়ে মোড়ে চলছে ভোটের তরজা ৷ চড়ছে রাজনীতির পারদ । পরিস্থিতি এমনই যে ভোটযুদ্ধে নেমে এখন যুযুধান দুই সহদোর ৷ একজন জোড়াফুলে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন, তো দ্বিতীয়জন বলছেন বিজেপিতে ভোট দেওয়ার জন্য ৷
এই ঘটনা বাঁকুড়া-2 ব্লকের নটড়া অঞ্চলের নবান্দা গ্রামের ৷ সেখানেই বসবাস করেন দুই ভাই কার্তিক ও গণেশ ৷ দু’জনেই এবার ভোটের লড়াইয়ে নেমেছেন ৷ কার্তিক মাল প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে ৷ আর তাঁর দাদা গণেশ মালকে প্রার্থী করেছে বিজেপি ৷
পরিস্থিতি এমনই যে দু’জনই দু’জনের বিরুদ্ধে তোপ দাগছেন ৷ কার্তিকের বক্তব্য, "আমার বিরুদ্ধে কেউ দাঁড়াতে চাননি, কিন্তু দাদা দাঁড়িয়েছেন । দাদা ঘরের শত্রু বিভীষণ ।" যদিও ভাইয়ের সঙ্গে সহমত নন গণেশ ৷ তাঁর বক্তব্য, "ঘরের শত্রু বিভীষণ বলে আমি মনে করি না ।’’
একই সঙ্গে বিজেপি প্রার্থী গণেশের বক্তব্য, ‘‘রাজনৈতিক দিকে মতবৈষম্য হলেও পারিবারিক দিকে ভাই এর সঙ্গে ভালো সম্পর্ক আছে ।" কিন্তু দাদার এই বক্তব্য মানতে নারাজ কার্তিক ৷ তাঁর পালটা মত, তাঁর দাদা গণেশের সঙ্গে সুসম্পর্ক খুব একটা না থাকলেও, এখন ভোটে দাঁড়ানোর পর একদমই সম্পর্ক ভালো নেই ।
ভোটের আবহে কে ঠিক, কে ভুল তা নিয়ে আলোচনা করতে নারাজ স্থানীয় বাসিন্দারাও ৷ স্থানীয় বাসিন্দা কিংকর মিশ্র জানালেন, লড়াই হাড্ডাহাড্ডি হবে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই ভাই আলাদা বাড়িতে থাকেন ৷ ফলে তাঁরা ভোটে জিততে একে অপরের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি নিচ্ছেন, তা প্রতিপক্ষের কাছে সহজে পৌঁছাচ্ছে না ৷ তাই শেষ পর্যন্ত কে জয়ের হাসি হাসেন আর ভোটযুদ্ধ দুই ভাইয়ের সম্পর্কে পাকাপাকি প্রাচীর তুলে দেয় কি না, সেটাই এখন দেখার !
আরও পড়ুন: শেষ রোববার ধামসা মাদল বাজিয়ে তুমুল প্রচার ! আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী