ETV Bharat / state

বাঁকুড়ায় একাধিক বাজারে উপচে পড়া ভিড়, শিকেয় দূরত্ববিধি - করোনা ভাইরাস

রাজ্যে কড়াকড়ি শুরু হয়েছে ৷ তাই সকাল সকাল বাজার করে বাড়িমুখো হব। গায়ে গা লাগিয়ে বাজার করতে দেখা গেল থলি হাতে আম বাঙালিকে। শাকসবজি, আলু-পটল ছাড়াও মাছ, মাংসের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল বাঁকুড়ার বিভিন্ন বাজারে।

বাঁকুড়ায় একাধিক বাজারে উপচে পড়া ভিড়
বাঁকুড়ায় একাধিক বাজারে উপচে পড়া ভিড়
author img

By

Published : May 16, 2021, 9:07 PM IST

বাঁকুড়া, 16 মে : জারি হয়েছে কার্যত লকডাউন, কিন্তু বিধিনিষেধের মাঝেই ছাড় আর তাতেই উপচে পড়ল ভিড় বাঁকুড়ার বাজারে। আজ সকাল ছ'টা থেকে জারি হয়েছে কার্যত লকডাউন। তবে বিধিনিষেধের মাঝেও বেশ কিছু জায়গায় ছাড় দেওয়া হয়েছে সরকারি নির্দেশিকায়। যেমন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে দোকান বাজার। সেইমতো লকডাউনের প্রথম দিনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল বাঁকুড়ার বিভিন্ন বাজারে।

সকাল থেকেই বাঁকুড়ার লালবাজার বাজারের ছবিটা ছিল এইরকম। করোনার বেড়ে চলা সংক্রমণে রাশ টানতেই সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের পক্ষ থেকে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে ৷ টানা ১৫ দিন কার্যত লকডাউন ৷ তার উপর আজ রবিবার ৷ সেকারণে বেচাকেনায় ব্যস্ত থাকলেন মানুষ। শিকেয় উঠল সামাজিক দূরত্ববিধি

বাঁকুড়ায় একাধিক বাজারে উপচে পড়া ভিড়, কী বললেন বাজারের ক্রেতা


ক্রেতাদের দাবি, রাজ্যে কড়াকড়ি শুরু হয়েছে ৷ তাই সকাল সকাল বাজার করে বাড়িমুখো হব। গায়ে গা লাগিয়ে বাজার করতে দেখা গেল থলি হাতে আম বাঙালিকে। শাকসবজি, আলু-পটল ছাড়াও মাছ, মাংসের দোকানে উপচে পড়ল ভিড়।

আরও পড়ুন : রবিবাসরীয় বাজারে কেমন ছিল কড়াকড়ির প্রথম দিন ! দোখে নিন একঝলকে...

বাঁকুড়া, 16 মে : জারি হয়েছে কার্যত লকডাউন, কিন্তু বিধিনিষেধের মাঝেই ছাড় আর তাতেই উপচে পড়ল ভিড় বাঁকুড়ার বাজারে। আজ সকাল ছ'টা থেকে জারি হয়েছে কার্যত লকডাউন। তবে বিধিনিষেধের মাঝেও বেশ কিছু জায়গায় ছাড় দেওয়া হয়েছে সরকারি নির্দেশিকায়। যেমন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে দোকান বাজার। সেইমতো লকডাউনের প্রথম দিনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল বাঁকুড়ার বিভিন্ন বাজারে।

সকাল থেকেই বাঁকুড়ার লালবাজার বাজারের ছবিটা ছিল এইরকম। করোনার বেড়ে চলা সংক্রমণে রাশ টানতেই সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের পক্ষ থেকে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে ৷ টানা ১৫ দিন কার্যত লকডাউন ৷ তার উপর আজ রবিবার ৷ সেকারণে বেচাকেনায় ব্যস্ত থাকলেন মানুষ। শিকেয় উঠল সামাজিক দূরত্ববিধি

বাঁকুড়ায় একাধিক বাজারে উপচে পড়া ভিড়, কী বললেন বাজারের ক্রেতা


ক্রেতাদের দাবি, রাজ্যে কড়াকড়ি শুরু হয়েছে ৷ তাই সকাল সকাল বাজার করে বাড়িমুখো হব। গায়ে গা লাগিয়ে বাজার করতে দেখা গেল থলি হাতে আম বাঙালিকে। শাকসবজি, আলু-পটল ছাড়াও মাছ, মাংসের দোকানে উপচে পড়ল ভিড়।

আরও পড়ুন : রবিবাসরীয় বাজারে কেমন ছিল কড়াকড়ির প্রথম দিন ! দোখে নিন একঝলকে...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.