ETV Bharat / state

ওন্দা কোভিড হাসপাতালে কর্মীদের অবস্থান বিক্ষোভ - Bankura corona

উল্লেখ্য, ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালকে রাজ্য সরকার কোভিড হসপাতাল হিসেবে চিহ্নিত করেছে । বর্তমানে এটাই জেলার একমাত্র কোভিড হাসপাতাল এটি । এদিন হাসপাতালের গেটের সামনে 60 থেকে 70 জন ঠিকা কর্মী বিভিন্ন দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন ।

Bankura
Bankura
author img

By

Published : Sep 29, 2020, 7:49 PM IST

বাঁকুড়া, 29 সেপ্টেম্বর : ওন্দা কোরোনা হাসপাতালের অস্থায়ী কর্মীদের অবস্থান বিক্ষোভ । 72 ঘন্টার মধ্যে তাঁদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন এর হুমকি দেন তাঁরা । সরকারের নির্ধারিত বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা ।

উল্লেখ্য, ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালকে রাজ্য সরকার কোভিড হসপাতাল হিসেবে চিহ্নিত করেছে । বর্তমানে এটাই জেলার একমাত্র কোভিড হাসপাতাল এটি । এদিন হাসপাতালের গেটের সামনে 60 থেকে 70 জন ঠিকা কর্মী বিভিন্ন দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন । তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করছেন তাঁরা । পাশাপাশি, তাঁদের DA, PF বলে কিছু দিচ্ছে না নিয়োগকারী সংস্থা । হসপাতাল পুরোপুরি ভাবে চালু হয়ে গেলেও এখনও স্থায়ী কর্মী নিয়োগ হয়নি । ফলে তাঁদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে । কিছুদিন আগে পর্যন্ত তাঁদের সাত দিন কাজ এবং তার পরবর্তী সাত দিন কোয়ারান্টিনে থাকার অনুমতি ছিল। তবে এখন তাঁদের বলা হয়েছে তাঁরা সপ্তাহে এক দিনও ছুটি পাবেন না । রাজ্য সরকারের যে নির্ধারিত 12 হাজার টাকা ন্যূনতম বেতন এর কথা বলা হয়েছে, তাঁদের সেই বেতন দেওয়া হচ্ছে না । শুধু তাই নয়, সময়মতো বেতন পাচ্ছেন না বলেও অভিযোগ ।

জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে তাঁরা কোরোনা যোদ্ধা হিসেবে কাজ করছেন, তারপরেও যদি তাঁদের বেতন না বাড়ানো হয়, তাহলে 72 ঘন্টা পর বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।

বাঁকুড়া, 29 সেপ্টেম্বর : ওন্দা কোরোনা হাসপাতালের অস্থায়ী কর্মীদের অবস্থান বিক্ষোভ । 72 ঘন্টার মধ্যে তাঁদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন এর হুমকি দেন তাঁরা । সরকারের নির্ধারিত বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা ।

উল্লেখ্য, ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালকে রাজ্য সরকার কোভিড হসপাতাল হিসেবে চিহ্নিত করেছে । বর্তমানে এটাই জেলার একমাত্র কোভিড হাসপাতাল এটি । এদিন হাসপাতালের গেটের সামনে 60 থেকে 70 জন ঠিকা কর্মী বিভিন্ন দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন । তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করছেন তাঁরা । পাশাপাশি, তাঁদের DA, PF বলে কিছু দিচ্ছে না নিয়োগকারী সংস্থা । হসপাতাল পুরোপুরি ভাবে চালু হয়ে গেলেও এখনও স্থায়ী কর্মী নিয়োগ হয়নি । ফলে তাঁদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে । কিছুদিন আগে পর্যন্ত তাঁদের সাত দিন কাজ এবং তার পরবর্তী সাত দিন কোয়ারান্টিনে থাকার অনুমতি ছিল। তবে এখন তাঁদের বলা হয়েছে তাঁরা সপ্তাহে এক দিনও ছুটি পাবেন না । রাজ্য সরকারের যে নির্ধারিত 12 হাজার টাকা ন্যূনতম বেতন এর কথা বলা হয়েছে, তাঁদের সেই বেতন দেওয়া হচ্ছে না । শুধু তাই নয়, সময়মতো বেতন পাচ্ছেন না বলেও অভিযোগ ।

জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে তাঁরা কোরোনা যোদ্ধা হিসেবে কাজ করছেন, তারপরেও যদি তাঁদের বেতন না বাড়ানো হয়, তাহলে 72 ঘন্টা পর বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.