ETV Bharat / state

বাইক থামিয়ে 3 যুবককে মারধর - old rage

গতরাতে আমগাছিয়ার 3 যুবক বাইকে চেপে মলঙ্গা এলাকা দিয়ে যাচ্ছিল । সেই সময় 10 জন যুবক তাদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করে ।

বাইক থামিয়ে 3 যুবককে মারধর
author img

By

Published : Jun 1, 2019, 2:19 PM IST

বিষ্ণুপুর, 1 জুন : দুই এলাকার সংঘর্ষে জখম 9 যুবক । তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর । বিষ্ণুপুরের আমগাছিয়া ও মলঙ্গার ঘটনা । জখম যুবকরা আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।

স্থানীয়দের দাবি, পুরনো আক্রোশের জেরে আমগাছিয়ার ওই যুবকদের মারধর করে মলঙ্গার কয়েকজন যুবক । ঘটনার সূত্রপাত মাস দেড়েক আগে । মলঙ্গার কয়েকজন যুবক গভীর রাতে আমগাছিয়ায় গিয়েছিল । সেই সময় আমগাছিয়ায় স্থানীয়দের সাথে তাদের বচসা হয় । তাদের মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয় । যদিও তাদের দাবি পরে তা নিজেদের মধ্যে মিটিয়ে নেয় তারা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সূত্রেই গতরাতে আমগাছিয়ার 3 যুবক বাইকে চেপে যখন মলঙ্গা দিয়ে যাচ্ছিল, তখন তাদের আটকে বেধড়ক মারধর করে আমগাছিয়ার জনা দশেক যুবক । তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র, বাঁশ ও লোহার রড। এমনটাই অভিযোগ আক্রান্ত যুবকদের । খবর পেয়ে তাদের বাঁচাতে আসে আমগাছিয়ার আরও 10 যুবক । সেই সময় দুইপক্ষের সংঘর্ষে আরও 6 যুবক জখম হয় । ঘটনায় বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্তে নেমেছে পুলিশ ।

বিষ্ণুপুর, 1 জুন : দুই এলাকার সংঘর্ষে জখম 9 যুবক । তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর । বিষ্ণুপুরের আমগাছিয়া ও মলঙ্গার ঘটনা । জখম যুবকরা আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।

স্থানীয়দের দাবি, পুরনো আক্রোশের জেরে আমগাছিয়ার ওই যুবকদের মারধর করে মলঙ্গার কয়েকজন যুবক । ঘটনার সূত্রপাত মাস দেড়েক আগে । মলঙ্গার কয়েকজন যুবক গভীর রাতে আমগাছিয়ায় গিয়েছিল । সেই সময় আমগাছিয়ায় স্থানীয়দের সাথে তাদের বচসা হয় । তাদের মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয় । যদিও তাদের দাবি পরে তা নিজেদের মধ্যে মিটিয়ে নেয় তারা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সূত্রেই গতরাতে আমগাছিয়ার 3 যুবক বাইকে চেপে যখন মলঙ্গা দিয়ে যাচ্ছিল, তখন তাদের আটকে বেধড়ক মারধর করে আমগাছিয়ার জনা দশেক যুবক । তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র, বাঁশ ও লোহার রড। এমনটাই অভিযোগ আক্রান্ত যুবকদের । খবর পেয়ে তাদের বাঁচাতে আসে আমগাছিয়ার আরও 10 যুবক । সেই সময় দুইপক্ষের সংঘর্ষে আরও 6 যুবক জখম হয় । ঘটনায় বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্তে নেমেছে পুলিশ ।

New Delhi, May 31 (ANI): Union Minister of Information and Broadcasting Prakash Javadekar on Friday informed that resident Ram Nath Kovind will address the joint session of parliament on 20th June. He also informed that the economic Survey will be released on 4th of July. "President Ram Nath Kovind will address the joint session of Parliament on June 20. Economic Survey will be released on July 4," says Union Minister Prakash Javadekar. The Union Cabinet meeting was chaired by Prime Minister Narendra Modi. all the top leaders were present in the meeting.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.