বাঁকুড়া, 21 জুলাই : রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে CBI তদন্তের দাবি করেন বাঁকুড়ার BJP সাংসদ ডাক্তার সুভাষ সরকার । সেইসঙ্গে উত্তরপত্রের ফরেনসিক পরীক্ষা ও এগজ়ামিনারের পলিগ্রাফিক পরীক্ষারও দাবি জানান । এর আগে সংসদেও আপার প্রাইমারিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির প্রসঙ্গটি তুলেছিলেন তিনি ।
আরও পড়ুন : "পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি, CBI তদন্তের দরকার"
গতকাল বাঁকুড়ার রবীন্দ্রভবনে সদস্য সংগ্রহ অভিযান সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করা হয় জেলা BJP-র তরফে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার । ছিলেন জেলার BJP নেতা গুণময় চট্টোপাধ্যায় সমেত অন্যরা । সেখানে BJP সাংসদ অভিযোগ করেন, রাজ্যে একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, অন্যদিকে শিক্ষকদের আর্থিকভাবে বঞ্চিত করছে রাজ্য সরকার । সেখান থেকেও কাটমানি নিচ্ছে । এমন কী কেন্দ্রীয় সরকারের যে টাকা দেয় সেটাও প্যারা টিচারদের দেয় না । CAG রিপোর্টে রাজ্যের শিক্ষক নিয়োগ ক্ষেত্রে যে দুর্নীতির কথা বলা হয়েছে সেবিষয়ে সুভাষবাবু বলেন,"আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে, পেন্সিলে করে নম্বর দেওয়া হচ্ছে । পরীক্ষক কলমে স্বাক্ষর করছেন । এর মানে হচ্ছে, যারা রাজনৈতিক নেতাদের টাকা দিয়েছে তাদের নম্বর বেশি করে দেওয়া । অর্থাৎ গরিব, মেধাবীরা চাকরি পাবে না । যারা তৃণমূলের নেতাদের টাকা দিয়েছে তারাই চাকরি পাবে । এর জন্য আমরা CBI তদন্তের দাবি করছি । "
বেতন বৃদ্ধি ও 14 জন শিক্ষক-শিক্ষিকার ট্রান্সফার অর্ডার বাতিল করে তাঁদের নিজ নিজ স্কুলে পুনর্বহাল করার দাবিতে অনশনে বসেন UUPTWA(উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন)-এর শিক্ষক- শিক্ষিকারা । গতকাল দুপুরে UUPTWA-এর পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে বৈঠক করে ৷ কিন্তু বৈঠকের পরও জট না কাটায় অনশন জারি রাখার ইঙ্গিত দেন অনশনকারী শিক্ষক-শিক্ষিকারা । গতকাল এবিষয়ে সুভাষবাবু বলেন, "রাজ্য সরকার তাদের PRT স্কেল না দিয়ে দমন পীড়ন করছে । দমন-পীড়ন করে কোনও দিন কোনও আন্দোলনকে বন্ধ করা যায় না । সরকারকে এই PRT স্কেল দিতেই হবে । "