ETV Bharat / state

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, CBI তদন্তের দাবি BJP সাংসদের - corroption

রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ নিয়ে CBI তদন্তের সঙ্গে উত্তরপত্রের ফরেনসিক পরীক্ষা ও এগজ়ামিনারের পলিগ্রাফিক পরীক্ষারও দাবি জানান BJP সাংসদ সুভাষ সরকার

BJP সাংসদ সুভাষ সরকার
author img

By

Published : Jul 21, 2019, 1:52 PM IST

Updated : Jul 21, 2019, 4:23 PM IST

বাঁকুড়া, 21 জুলাই : রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে CBI তদন্তের দাবি করেন বাঁকুড়ার BJP সাংসদ ডাক্তার সুভাষ সরকার । সেইসঙ্গে উত্তরপত্রের ফরেনসিক পরীক্ষা ও এগজ়ামিনারের পলিগ্রাফিক পরীক্ষারও দাবি জানান । এর আগে সংসদেও আপার প্রাইমারিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির প্রসঙ্গটি তুলেছিলেন তিনি ।

আরও পড়ুন : "পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি, CBI তদন্তের দরকার"


গতকাল বাঁকুড়ার রবীন্দ্রভবনে সদস্য সংগ্রহ অভিযান সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করা হয় জেলা BJP-র তরফে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার । ছিলেন জেলার BJP নেতা গুণময় চট্টোপাধ্যায় সমেত অন্যরা । সেখানে BJP সাংসদ অভিযোগ করেন, রাজ্যে একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, অন্যদিকে শিক্ষকদের আর্থিকভাবে বঞ্চিত করছে রাজ্য সরকার । সেখান থেকেও কাটমানি নিচ্ছে । এমন কী কেন্দ্রীয় সরকারের যে টাকা দেয় সেটাও প্যারা টিচারদের দেয় না । CAG রিপোর্টে রাজ্যের শিক্ষক নিয়োগ ক্ষেত্রে যে দুর্নীতির কথা বলা হয়েছে সেবিষয়ে সুভাষবাবু বলেন,"আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে, পেন্সিলে করে নম্বর দেওয়া হচ্ছে । পরীক্ষক কলমে স্বাক্ষর করছেন । এর মানে হচ্ছে, যারা রাজনৈতিক নেতাদের টাকা দিয়েছে তাদের নম্বর বেশি করে দেওয়া । অর্থাৎ গরিব, মেধাবীরা চাকরি পাবে না । যারা তৃণমূলের নেতাদের টাকা দিয়েছে তারাই চাকরি পাবে । এর জন্য আমরা CBI তদন্তের দাবি করছি । "

বেতন বৃদ্ধি ও 14 জন শিক্ষক-শিক্ষিকার ট্রান্সফার অর্ডার বাতিল করে তাঁদের নিজ নিজ স্কুলে পুনর্বহাল করার দাবিতে অনশনে বসেন UUPTWA(উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন)-এর শিক্ষক- শিক্ষিকারা । গতকাল দুপুরে UUPTWA-এর পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে বৈঠক করে ৷ কিন্তু বৈঠকের পরও জট না কাটায় অনশন জারি রাখার ইঙ্গিত দেন অনশনকারী শিক্ষক-শিক্ষিকারা । গতকাল এবিষয়ে সুভাষবাবু বলেন, "রাজ্য সরকার তাদের PRT স্কেল না দিয়ে দমন পীড়ন করছে । দমন-পীড়ন করে কোনও দিন কোনও আন্দোলনকে বন্ধ করা যায় না । সরকারকে এই PRT স্কেল দিতেই হবে । "

বাঁকুড়া, 21 জুলাই : রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে CBI তদন্তের দাবি করেন বাঁকুড়ার BJP সাংসদ ডাক্তার সুভাষ সরকার । সেইসঙ্গে উত্তরপত্রের ফরেনসিক পরীক্ষা ও এগজ়ামিনারের পলিগ্রাফিক পরীক্ষারও দাবি জানান । এর আগে সংসদেও আপার প্রাইমারিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির প্রসঙ্গটি তুলেছিলেন তিনি ।

আরও পড়ুন : "পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি, CBI তদন্তের দরকার"


গতকাল বাঁকুড়ার রবীন্দ্রভবনে সদস্য সংগ্রহ অভিযান সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করা হয় জেলা BJP-র তরফে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার । ছিলেন জেলার BJP নেতা গুণময় চট্টোপাধ্যায় সমেত অন্যরা । সেখানে BJP সাংসদ অভিযোগ করেন, রাজ্যে একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, অন্যদিকে শিক্ষকদের আর্থিকভাবে বঞ্চিত করছে রাজ্য সরকার । সেখান থেকেও কাটমানি নিচ্ছে । এমন কী কেন্দ্রীয় সরকারের যে টাকা দেয় সেটাও প্যারা টিচারদের দেয় না । CAG রিপোর্টে রাজ্যের শিক্ষক নিয়োগ ক্ষেত্রে যে দুর্নীতির কথা বলা হয়েছে সেবিষয়ে সুভাষবাবু বলেন,"আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে, পেন্সিলে করে নম্বর দেওয়া হচ্ছে । পরীক্ষক কলমে স্বাক্ষর করছেন । এর মানে হচ্ছে, যারা রাজনৈতিক নেতাদের টাকা দিয়েছে তাদের নম্বর বেশি করে দেওয়া । অর্থাৎ গরিব, মেধাবীরা চাকরি পাবে না । যারা তৃণমূলের নেতাদের টাকা দিয়েছে তারাই চাকরি পাবে । এর জন্য আমরা CBI তদন্তের দাবি করছি । "

বেতন বৃদ্ধি ও 14 জন শিক্ষক-শিক্ষিকার ট্রান্সফার অর্ডার বাতিল করে তাঁদের নিজ নিজ স্কুলে পুনর্বহাল করার দাবিতে অনশনে বসেন UUPTWA(উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন)-এর শিক্ষক- শিক্ষিকারা । গতকাল দুপুরে UUPTWA-এর পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে বৈঠক করে ৷ কিন্তু বৈঠকের পরও জট না কাটায় অনশন জারি রাখার ইঙ্গিত দেন অনশনকারী শিক্ষক-শিক্ষিকারা । গতকাল এবিষয়ে সুভাষবাবু বলেন, "রাজ্য সরকার তাদের PRT স্কেল না দিয়ে দমন পীড়ন করছে । দমন-পীড়ন করে কোনও দিন কোনও আন্দোলনকে বন্ধ করা যায় না । সরকারকে এই PRT স্কেল দিতেই হবে । "

Intro:রাজ্যের শিক্ষক নিয়োগে বড়সড় দুর্নীতি করা হচ্ছে এবং তার সিবিআই তদন্ত করা হোক, বাঁকুড়া ইউ টিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে দাবি তুললেন সংসদ ডঃ সুভাষ সরকার।


Body:বাঁকুড়া রবীন্দ্র ভবনে এ দিন সদস্য সংগ্রহ অভিযান বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা বিজেপির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। এছাড়াও জেলার বর্ষিয়ান বিজেপি নেতা গুণময় চট্টোপাধ্যায় সমেত অন্যান্যরাও। এদিন পৃথিবীর মুখোমুখি হয়ে সুভাষ সরকার বলেন রাজ্যের শিক্ষকরা যে আন্দোলন করছে তা রাজ্য সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে। শিক্ষকরা তাদের ন্যায্য বেতন পাচ্ছেন না যেখানে অন্যান্য রাজ্যে এ রাজ্যের তুলনায় বি আর টি স্কেল মেনে বেতন দেওয়া হয়ে থাকে। এছাড়াও সিএজি রিপোর্টে রাজ্যের শিক্ষক নিয়োগ ক্ষেত্রে যে দুর্নীতির কথা বলা হয়েছে সে বিষয়ে সুভাষ বাবু বলেন, আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যেভাবে পেন্সিলে করে নম্বর দেওয়া হচ্ছে তা স্পষ্টতই বোঝা যায় পরবর্তীকালে সেই নম্বর পরিবর্তন করে নিজেদের পছন্দমত প্রার্থীদের নিয়োগ করার চক্রান্ত করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন তিনি ব্যক্তিগতভাবে সংসদে এই দুর্নীতির বিষয়ে তদন্তের দাবি করেন এবং এক্ষেত্রে সিবিআই তদন্ত হওয়া দরকার বলেই তিনি মনে করেন। তার দাবি যে সমস্ত খাতায় নম্বর দেওয়া হয়েছে সেই সমস্ত খাতা নতুন করে দেখা হোক এর পাশাপাশি যে সমস্ত শিক্ষক এর ইন্টারভিউ নিয়েছেন সেই ইন্টারভিউ কতটা সঠিক এবং নিয়ম মেনে করা হয়েছে তার পলিগ্রাফ টেস্ট হওয়ারও প্রয়োজন রয়েছে বলে তিনি জানান।


Conclusion:বাইট: ডঃ সুভাষ সরকার, বিজেপি সাংসদ বাঁকুড়া
Last Updated : Jul 21, 2019, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.