বাঁকুড়া, 24 এপ্রিল: জেলাজুড়ে বাড়ছে করোনার প্রকোপ ৷ পাল্লা দিয়ে বাড়ছে প্রচণ্ড দাবদাহ ৷ তাপমাত্রার পারদ প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই । স্বাস্থ্য দফতর জানান দিচ্ছে, জেলার কোভিড পরিস্থিতি খুব উদ্বেগজনক । এই পরিস্থিতিতে জেলা স্বাস্থ্য দফতরের তরফে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে ৷ জেলায় কোভিড হাসপাতাল বাড়ানো হয়েছে এবং টিকাকরণ দ্রুত শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগের ছাপ পড়েছে ৷ সংক্রমণ যতটা সম্ভব কম করার জন্য তৎপর তাঁরাও ৷ দাবদাহের মধ্যে জলছত্র এই জেলায় বছর বছরের স্বাভাবিক একটা ছবি ৷ এই বছর সেই ছবিতে জল-বাতাসার সঙ্গে যুক্ত হয়েছে অতিমারি রোখার অস্ত্র মাস্ক-স্যানিটাইজারও ৷ বাঁকুড়া শহরের কিছু জলছত্রের ছাউনিতে দেখা গেল এই দৃশ্য ৷
বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সরেন জানান, কোভিড পরিস্থিতিকে সামাল দিতে ওন্দার পাশাপাশি বড়জোড়ায় তৈরি হচ্ছে সুপারস্পেশালিটি কোভিড হাসপাতাল । মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি, এই মুহূর্তে জেলায় অক্সিজেনের কোনও ঘাটতি নেই । আগের তুলনায় কোভিড পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে । তিনি জানিয়েছেন, একটি ডোমোগ্রাফিক চিত্র তৈরি করে ভ্যাকসিনেশেনের প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা করছেন তাঁরা । সব মিলিয়ে জেলা স্বাস্থ্য দফতর সম্পূর্ণ ভাবে প্রস্তুত এই পরিস্থিতি মোকাবিলা করা জন্য ।
এর সঙ্গেও বাঁকুড়া শহরের জলছত্রগুলিতে ধরা পড়ল এক অন্যরকম ছবি ৷ কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেক পথচারীকে জল-ছোলার সঙ্গে বিলি করা হচ্ছে মাস্ক ও হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইসার । এমনই এক জলছত্র উদ্যোক্তা দেবদাস বাউরি জানান, করোনা বিধি মেনেই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন ৷
আরও পড়ুন: রাজ্যে 14 হাজারের গণ্ডি পার, সংক্রমণের 40 শতাংশই দুই জেলার