বাঁকুড়া, 4 সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা ৷ তাই তা সারাইয়ের কাজে আসরে নেমে পড়লেন খোদ বিজেপি বিধায়ক ৷ দাঁড়িয়ে নির্দেশ দেওয়া নয়, বরং মাথায় গামছা বেঁধে ধামা নিয়ে কাজ করতে দেখা গেল চন্দনা বাউড়িকে ৷ এই ছবি ধরা পড়েছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকে ৷ বিজেপি বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচারীরা ।
জানা গিয়েছে, রাঙাম্যেটা থেকে কেলাই হয়ে রাজামেলা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে । শালতোড়া বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি নিজেও রোজ এই রাস্তা দিয়ে যাতাযাত করেন । তাই এবার গ্রামের বেহাল এই রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন তিনি । সকাল থেকেই মাথায় গামছা বেঁধে ধামা মাথায় নিয়ে মাটি ফেলতে দেখা গিয়েছে তাঁকে । এর আগে তিনি নিজের বেতনের টাকা থেকে রাস্তার গর্ত বোঝানোর জন্য সামগ্রী ফেলেছেন বলে দাবি করেন । তারপর এ দিন কোদাল ঝুড়ি নিয়ে বিধায়ক রাস্তা সংস্কারের কাজে লেগে পড়লেন । আর তাঁকে সঙ্গ দিলেন স্বামীও ৷
চন্দনা বাউড়ি বলেন, "রাজ্যের তৃণমূল সরকার উন্নয়নের কথা বলে ৷ দীর্ঘদিন এই রাস্তার বেহাল দশা, এখানে উন্নয়ন হয়নি কেন?" চন্দনা বিধায়ক ফান্ডের টাকা খরচ করতে না দেওয়ারও অভিযোগ করেন তিনি । অন্যদিকে গঙ্গাজলঘাটি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিমাই মাজি বলেন, "এই রাস্তা পথশ্রীতে উদ্বোধন হয়েছে, কাজ চলছে ।" তিনি বিজেপি বিধায়ককে নাটকীয় মহিলা বলে কটাক্ষ করেন ।
একুশের বিধানসভা নির্বাচনে সবচেয়ে গরিব ও ক্ষেতমজুর পরিবার থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বাঁকুড়া শালতোড়া বিধানসভার কেন্দ্রের চন্দনা বাউড়ি । তিনি সেসময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতলে এই রাস্তার প্রথম সংস্কার করবেন । কিন্তু বিধায়ক হওয়ার পর আর হয়নি রাস্তা সারাই ৷ বিজেপির বিধায়ক হওয়ার কারণে এই রাস্তার কাজ করতে দিচ্ছে না শাসকদল তৃণমূল বলে অভিযোগ করেন তিনি ।
আরও পড়ুন: আক্রান্ত বিধায়কের পরিবার, চন্দনা দুষলেন তৃণমূলকে
চন্দনা বাউড়ির আরও বড় অভিযোগ, "এই এলাকার মানুষ যেহেতু তৃণমূলকে ভোট দেয়নি তাই এই রাস্তা সংস্কার হচ্ছে না । এই এলাকার প্রভাবশালী তৃণমূল নেতারা এই আসনে বিধানসভায় পরাজিত হওয়ার কারণে এই রাস্তা করছেন না । আমি বিধায়ক ফান্ডের টাকা থেকে এই রাস্তা করতে চাইলেও আমাকে তা করতে দেওয়া হচ্ছে না । আমার নামের দরকার নেই । মানুষের তো উপকার হোক ।"