ETV Bharat / state

Suvendu Adhikari Criticises Bengal Govt : বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে নিয়োগে দুর্নীতি, রাজ্যকে বিঁধলেন শুভেন্দু - রাজ্যকে বিঁধলেন শুভেন্দু

শুক্রবার বাঁকুড়ার সোনামুখীতে দলীয় কর্মসূচিতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari)

bjp leader Suvendu Adhikari
রাজ্যকে বিঁধলেন শুভেন্দু
author img

By

Published : May 27, 2022, 10:50 PM IST

সোনামুখী, 27 মে :"পশ্চিমবঙ্গের সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করেছেন । সিপিএম 25 শতাংশ দায়ী থাকলে, এর জন্য একশোভাগ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়"। শুক্রবার বাঁকুড়ার সোনামুখীতে দলীয় এক কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন তিনি আরও বলেন, "গণতন্ত্র শেষ করে পুলিশকে 'ক্যাডারে' পরিণত করেছেন মুখ্যমন্ত্রী । এই মুহূর্তে যদি আধাসেনা দিয়ে সোনামুখী-সহ বাঁকুড়ার তিন পৌরসভায় ভোট হয় তাহলে সিপিএম এক-দুটি ওয়ার্ডে জিতলেও তৃণমূল 'শূন্য' আসন পাবে ৷ বিজেপি সিংহভাগ আসনে জিতবে ৷"

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন, পৌরভোটে মানুষ তৃণমূলের বিপক্ষে ভোট দিলেও আইসিকে সঙ্গে নিয়ে এসডিও ইভিএম বদল করে ফল পালটে দিয়েছেন ৷ 2026 নয়, 2024 সালেই রাজ্যে বিধানসভা ভোট হবে বলেও এদিন মন্তব্য করেন তিনি ৷ এদিন একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধেছেন শুভেন্দু (Suvendu Adhikari Criticises Bengal Govt) ৷

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর যে উদ্যোগ নিয়েছে রাজ্যের তৃণমূল সরকার এদিন তারও সমালোচনা করেন শুভেন্দু অধিকারী ৷ বলেন, "অর্ডিন্যান্স জারি করলেও রাজ্যপালের সই লাগে । উনি যা চাইবেন বিজেপি বা কেন্দ্রীয় সরকার তা হতে দেবে না ৷" এসএসসি'তে দুর্নীতি ছাড়াও বাঁকুড়া বিশ্ববিদ্যালয়-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছু নেতা-নেত্রীকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবৈধভাবে নিয়োগ করেছেন বলে এদিন দাবি করেন শুভেন্দু অধিকারী ৷ "তৃণমূল নেতারা শুধু তাদের শালি ও বউকে চাকরি দেয়নি, তাদের গার্লফ্রেন্ডদেরও চাকরি করে দিয়েছে ৷

বিভিন্ন ইস্যুতে রাজ্যকে বিঁধলেন শুভেন্দু অধিকারী

আরও পড়ুন : সাংসদ তহবিল থেকে বরাদ্দ অর্থ খরচে অনীহা রাজ্যের, রাষ্ট্রপতির কাছে নালিশ জানাবে বিজেপি

সম্প্রতি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জঙ্গলমহলকে নিয়ে পৃথক রাজ্যের দাবি তুলেছেন ৷ এই প্রসঙ্গে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু বলেন,"বঞ্চনার বিরুদ্ধে এই আওয়াজ উঠেছে । তবে রাজ্য ভাগের বিষয়টি দলীয় মত নয়, উনি যা বলেছেন তা একান্তই তাঁর ব্যক্তিগত মত ।" বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের দ্রুত সিবিআই গ্রেফতারির পক্ষেও এদিন সওয়াল করেন শুভেন্দু অধিকারী ৷

সোনামুখী, 27 মে :"পশ্চিমবঙ্গের সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করেছেন । সিপিএম 25 শতাংশ দায়ী থাকলে, এর জন্য একশোভাগ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়"। শুক্রবার বাঁকুড়ার সোনামুখীতে দলীয় এক কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন তিনি আরও বলেন, "গণতন্ত্র শেষ করে পুলিশকে 'ক্যাডারে' পরিণত করেছেন মুখ্যমন্ত্রী । এই মুহূর্তে যদি আধাসেনা দিয়ে সোনামুখী-সহ বাঁকুড়ার তিন পৌরসভায় ভোট হয় তাহলে সিপিএম এক-দুটি ওয়ার্ডে জিতলেও তৃণমূল 'শূন্য' আসন পাবে ৷ বিজেপি সিংহভাগ আসনে জিতবে ৷"

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন, পৌরভোটে মানুষ তৃণমূলের বিপক্ষে ভোট দিলেও আইসিকে সঙ্গে নিয়ে এসডিও ইভিএম বদল করে ফল পালটে দিয়েছেন ৷ 2026 নয়, 2024 সালেই রাজ্যে বিধানসভা ভোট হবে বলেও এদিন মন্তব্য করেন তিনি ৷ এদিন একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধেছেন শুভেন্দু (Suvendu Adhikari Criticises Bengal Govt) ৷

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর যে উদ্যোগ নিয়েছে রাজ্যের তৃণমূল সরকার এদিন তারও সমালোচনা করেন শুভেন্দু অধিকারী ৷ বলেন, "অর্ডিন্যান্স জারি করলেও রাজ্যপালের সই লাগে । উনি যা চাইবেন বিজেপি বা কেন্দ্রীয় সরকার তা হতে দেবে না ৷" এসএসসি'তে দুর্নীতি ছাড়াও বাঁকুড়া বিশ্ববিদ্যালয়-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছু নেতা-নেত্রীকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবৈধভাবে নিয়োগ করেছেন বলে এদিন দাবি করেন শুভেন্দু অধিকারী ৷ "তৃণমূল নেতারা শুধু তাদের শালি ও বউকে চাকরি দেয়নি, তাদের গার্লফ্রেন্ডদেরও চাকরি করে দিয়েছে ৷

বিভিন্ন ইস্যুতে রাজ্যকে বিঁধলেন শুভেন্দু অধিকারী

আরও পড়ুন : সাংসদ তহবিল থেকে বরাদ্দ অর্থ খরচে অনীহা রাজ্যের, রাষ্ট্রপতির কাছে নালিশ জানাবে বিজেপি

সম্প্রতি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জঙ্গলমহলকে নিয়ে পৃথক রাজ্যের দাবি তুলেছেন ৷ এই প্রসঙ্গে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু বলেন,"বঞ্চনার বিরুদ্ধে এই আওয়াজ উঠেছে । তবে রাজ্য ভাগের বিষয়টি দলীয় মত নয়, উনি যা বলেছেন তা একান্তই তাঁর ব্যক্তিগত মত ।" বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের দ্রুত সিবিআই গ্রেফতারির পক্ষেও এদিন সওয়াল করেন শুভেন্দু অধিকারী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.