ETV Bharat / state

আন্দোলন চলছেই, সংকট মেটাতে রক্তদান শিবিরও করলেন জুনিয়র ডাক্তাররা

আন্দোলনের পাশাপাশি রক্তদান শিবির করে রক্ত দিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ।

রক্তদান শিবির
author img

By

Published : Jun 16, 2019, 10:53 PM IST

Updated : Jun 16, 2019, 11:24 PM IST

বাঁকুড়া, 16 জুন : NRS ইশুতে রাজ্যজুড়ে চলছে ডাক্তারদের কর্মবিরতি । যার জেরে রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালে তৈরি হয়েছে অচলাবস্থা । দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের । আন্দোলনের জেরে মুমূর্ষু রোগীকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে । বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ পর্যন্ত উঠেছে । এই পরিস্থিতিতেও হাসপাতালের সামনে রক্তদান শিবির তৈরি করে রক্ত দিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা । পাশাপাশি আপদকালীন OPD তৈরি করে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা ।

আজ হাসপাতালে ভরতি রোগীদের রক্তচাহিদা মেটাতে শিবির করে রক্ত দিলেন জুনিয়র ডাক্তাররা । তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই । জুনিয়র ডাক্তারদের বক্তব্য, এর ফলে হাসপাতালে ভরতি থাকা রোগীদের রক্তের চাহিদা মিটবে । সেইসঙ্গে ব্লাড-ব্যাঙ্কে রক্ত সংকটও মিটবে ।

ভিডিয়োয় দেখুন

আন্দোলনরত চিকিৎসক হাবিবুল্লা বলেন, "হাসপাতালে ভরতি থাকা রোগীদের রক্তের প্রয়োজন হচ্ছে । একই সঙ্গে ব্লাড ব্যাঙ্কে রক্তের জোগান দিতে আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি । প্রাথমিকভাবে 70 জন নাম লিখিয়েছেন । আজ 25 জনের রক্ত সংগ্রহ করা হচ্ছে । আগামীকাল আরও 25 জন রক্ত দেবেন । বাইরের অনেকেও নাম লেখাতে চেয়েছেন । সাধারণ মানুষ এই উদ্যোগে আমাদের পাশে আছেন ।" তিনি আরও বলেন, "স্বাস্থ্যক্ষেত্রে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার মধ্যেও আমরা জনসাধারণের পাশে থেকে একটা সমান্তরাল আপদকালীন OPD-র ব্যবস্থা করছি । স্যাররাও আমাদের পাশে রয়েছেন ।"

বাঁকুড়া, 16 জুন : NRS ইশুতে রাজ্যজুড়ে চলছে ডাক্তারদের কর্মবিরতি । যার জেরে রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালে তৈরি হয়েছে অচলাবস্থা । দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের । আন্দোলনের জেরে মুমূর্ষু রোগীকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে । বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ পর্যন্ত উঠেছে । এই পরিস্থিতিতেও হাসপাতালের সামনে রক্তদান শিবির তৈরি করে রক্ত দিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা । পাশাপাশি আপদকালীন OPD তৈরি করে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা ।

আজ হাসপাতালে ভরতি রোগীদের রক্তচাহিদা মেটাতে শিবির করে রক্ত দিলেন জুনিয়র ডাক্তাররা । তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই । জুনিয়র ডাক্তারদের বক্তব্য, এর ফলে হাসপাতালে ভরতি থাকা রোগীদের রক্তের চাহিদা মিটবে । সেইসঙ্গে ব্লাড-ব্যাঙ্কে রক্ত সংকটও মিটবে ।

ভিডিয়োয় দেখুন

আন্দোলনরত চিকিৎসক হাবিবুল্লা বলেন, "হাসপাতালে ভরতি থাকা রোগীদের রক্তের প্রয়োজন হচ্ছে । একই সঙ্গে ব্লাড ব্যাঙ্কে রক্তের জোগান দিতে আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি । প্রাথমিকভাবে 70 জন নাম লিখিয়েছেন । আজ 25 জনের রক্ত সংগ্রহ করা হচ্ছে । আগামীকাল আরও 25 জন রক্ত দেবেন । বাইরের অনেকেও নাম লেখাতে চেয়েছেন । সাধারণ মানুষ এই উদ্যোগে আমাদের পাশে আছেন ।" তিনি আরও বলেন, "স্বাস্থ্যক্ষেত্রে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার মধ্যেও আমরা জনসাধারণের পাশে থেকে একটা সমান্তরাল আপদকালীন OPD-র ব্যবস্থা করছি । স্যাররাও আমাদের পাশে রয়েছেন ।"

Intro:রবিবার কর্মবিরতি চলাকালীন সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি মুমূর্ষু রোগীদের রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলন স্থলের সামনে শিবির করে রক্ত দিলেন তারা।Body:রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা নির্দিষ্ট দাবীকে সামনে রেখে লাগাতার কর্ম বিরতি চালিয়ে যাচ্ছেন। কিন্তু এতো সবের পরেও নিজেদের দায়িত্ববোধ থেকে সরে আসেননি তারা। রবিবার কর্মবিরতি চলাকালীন সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি মুমূর্ষু রোগীদের রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন তারা। আন্দোলন স্থলের সামনে শিবির করে রক্ত দিলেন তারা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই।

জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি থাকা রোগীরা যাতে কোনভাবেই সমস্যায় না পড়েন তা দেখা আমাদের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট মেটাতে তারা এই উদ্যোগ নিয়েছেন বলে জানান।

আন্দোলনরত চিকিৎসকদের পক্ষে হাবিবুল্লাহ বলেন, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের রক্তের প্রয়োজন হচ্ছে নিয়মিত। একই সঙ্গে আপৎকালীন পরিস্থিতি সামলাতে ব্লাড ব্যাঙ্কে রক্তের জোগান থাকা প্রয়োজনীয়। এই ভাবনা থেকেই প্রাথমিকভাবে ৭০ জন জুনিয়র চিকিৎসক রক্তদানের ইচ্ছা প্রকাশ করে নাম লিখিয়েছিলেন। এদিন ২৫ জনের রক্ত সংগ্রহ করা হয়েছে। আগামী আরো ২৫ জন রক্ত দেবেন।Conclusion:এভাবেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের রক্তদান কর্মসূচী চলবে বলে তিনি জানান। একই সঙ্গে আন্দোলন কর্মসূচীর মধ্যে পড়ে এই হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা যাতে চালু রাখা যায় সে বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে তিনি জানান।

বাইট: হাবিবুল্লাহ (আন্দোলনরত জুনিয়র চিকিৎসক)
Last Updated : Jun 16, 2019, 11:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.