বাঁকুড়া, 16 জুন : NRS ইশুতে রাজ্যজুড়ে চলছে ডাক্তারদের কর্মবিরতি । যার জেরে রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালে তৈরি হয়েছে অচলাবস্থা । দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের । আন্দোলনের জেরে মুমূর্ষু রোগীকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে । বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ পর্যন্ত উঠেছে । এই পরিস্থিতিতেও হাসপাতালের সামনে রক্তদান শিবির তৈরি করে রক্ত দিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা । পাশাপাশি আপদকালীন OPD তৈরি করে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা ।
আজ হাসপাতালে ভরতি রোগীদের রক্তচাহিদা মেটাতে শিবির করে রক্ত দিলেন জুনিয়র ডাক্তাররা । তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই । জুনিয়র ডাক্তারদের বক্তব্য, এর ফলে হাসপাতালে ভরতি থাকা রোগীদের রক্তের চাহিদা মিটবে । সেইসঙ্গে ব্লাড-ব্যাঙ্কে রক্ত সংকটও মিটবে ।
আন্দোলনরত চিকিৎসক হাবিবুল্লা বলেন, "হাসপাতালে ভরতি থাকা রোগীদের রক্তের প্রয়োজন হচ্ছে । একই সঙ্গে ব্লাড ব্যাঙ্কে রক্তের জোগান দিতে আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি । প্রাথমিকভাবে 70 জন নাম লিখিয়েছেন । আজ 25 জনের রক্ত সংগ্রহ করা হচ্ছে । আগামীকাল আরও 25 জন রক্ত দেবেন । বাইরের অনেকেও নাম লেখাতে চেয়েছেন । সাধারণ মানুষ এই উদ্যোগে আমাদের পাশে আছেন ।" তিনি আরও বলেন, "স্বাস্থ্যক্ষেত্রে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার মধ্যেও আমরা জনসাধারণের পাশে থেকে একটা সমান্তরাল আপদকালীন OPD-র ব্যবস্থা করছি । স্যাররাও আমাদের পাশে রয়েছেন ।"