ETV Bharat / state

ভোট দিলেন শালতোড়ার বিজেপি প্রার্থী চন্দনা বাউড়ি - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

শনিবার সকালে নিজের বুথে গিয়ে ভোট দিলেন বিজেপির শালতোড়ার প্রার্থী চন্দনা বাউড়ি ৷ সঙ্গে ছিলেন তাঁর স্বামীও ৷ দিনমজুরি করা পরিবার থেকে উঠে এসে আজ বাঁকুড়ার শালতোড়ায় প্রার্থী হয়েছেন চন্দনা ৷

bengal-election-2021-wb-polls-bjp-candidate-of-shaltora-chandana-bauri-casts-her-vote-in-bankura
ভোট দিলেন শালতোড়ার বিজেপি প্রার্থী চন্দনা বাউড়ি
author img

By

Published : Mar 27, 2021, 1:07 PM IST

বাঁকুড়া, 27 মার্চ : ভোট দিলেন শালতোড়ার বিজেপি প্রার্থী চন্দনা বাউড়ি ৷ আজ সকালে বাঁকুড়ায় নিজের কেন্দ্রে ভোট দিলেন তিনি ৷ সঙ্গে ছিলেন তাঁর স্বামীও ৷ চন্দনা বাউড়ি একজন দিনমজুরের স্ত্রী ৷ তাঁকে এবার শালতোড়া থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ আজ রাজ্য বিজেপির টুইটারে সেই ছবি পোস্টও করা হয় ৷

দিনমজুরি করা পরিবার থেকে উঠে এসে আজ বাঁকুড়া শালতোড়ার প্রার্থী হয়েছেন চন্দনা ৷ নিজের ভোটাধিকার প্রয়োগ করে তিনি বলেন, ‘‘মোদিজি সব ধর্মের মানুষকে সমানভাবে ভালোবাসেন ৷ আর উল্টো দিকে মমতা দিদি মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করেন ৷ ’’ বিজেপির প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি ভাবতেই পারিনি যে বিধানসভা ভোটে আমাকে প্রার্থী করা হবে ৷ বহু মানুষ আমাকে উৎসাহ দিয়েছেন অনলাইনে মনোনয়ন পেশ করতে ৷ আমি ভাবতে পারিনি যে, এই জায়গায় আমি আসতে পারব ৷’’

আরও পড়ুন : ভোট দিলেই যাচ্ছে পদ্মে, দক্ষিণ কাঁথির 2 বুথে ইভিএমে কারচুপির অভিযোগ

আজ প্রথম দফার নির্বাচনে জঙ্গলমহলের 5 জেলার 30টি বিধানসভায় নির্বাচন হচ্ছে ৷ প্রথম দফায় 191 জন প্রার্থী লড়াই করছেন ৷ যেখানে চন্দনা বাউড়ি সহ 21 জন মহিলা প্রার্থী রয়েছেন ৷

বাঁকুড়া, 27 মার্চ : ভোট দিলেন শালতোড়ার বিজেপি প্রার্থী চন্দনা বাউড়ি ৷ আজ সকালে বাঁকুড়ায় নিজের কেন্দ্রে ভোট দিলেন তিনি ৷ সঙ্গে ছিলেন তাঁর স্বামীও ৷ চন্দনা বাউড়ি একজন দিনমজুরের স্ত্রী ৷ তাঁকে এবার শালতোড়া থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ আজ রাজ্য বিজেপির টুইটারে সেই ছবি পোস্টও করা হয় ৷

দিনমজুরি করা পরিবার থেকে উঠে এসে আজ বাঁকুড়া শালতোড়ার প্রার্থী হয়েছেন চন্দনা ৷ নিজের ভোটাধিকার প্রয়োগ করে তিনি বলেন, ‘‘মোদিজি সব ধর্মের মানুষকে সমানভাবে ভালোবাসেন ৷ আর উল্টো দিকে মমতা দিদি মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করেন ৷ ’’ বিজেপির প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি ভাবতেই পারিনি যে বিধানসভা ভোটে আমাকে প্রার্থী করা হবে ৷ বহু মানুষ আমাকে উৎসাহ দিয়েছেন অনলাইনে মনোনয়ন পেশ করতে ৷ আমি ভাবতে পারিনি যে, এই জায়গায় আমি আসতে পারব ৷’’

আরও পড়ুন : ভোট দিলেই যাচ্ছে পদ্মে, দক্ষিণ কাঁথির 2 বুথে ইভিএমে কারচুপির অভিযোগ

আজ প্রথম দফার নির্বাচনে জঙ্গলমহলের 5 জেলার 30টি বিধানসভায় নির্বাচন হচ্ছে ৷ প্রথম দফায় 191 জন প্রার্থী লড়াই করছেন ৷ যেখানে চন্দনা বাউড়ি সহ 21 জন মহিলা প্রার্থী রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.