ETV Bharat / state

Durga Puja 2023: টেরাকোটা দিয়ে এক ইঞ্চির মা দুর্গা গড়ে তাক লাগালেন 'বাস্তবের দশভূজা' অর্পিতা - Durga

ঘর সংসারের কাজ সামলে এক ইঞ্চির মা দুর্গা গড়লেন 'জীবন্ত দশভূজা' বাঁকুড়ার গৃহবধূ অর্পিতা সরকার ৷ টেরাকোটা দিয়ে উমাকে পরিবার-সহ ফুটিয়ে তুলেছেন তিনি ৷

Maa Durga idol
1 ইঞ্চি দৈর্ঘ্যের দুর্গা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 5:51 PM IST

এক ইঞ্চির মা দুর্গা গড়লেন গৃহবধূ

বাঁকুড়া, 11 অক্টোবর: পুজোর আগে এবার 1 ইঞ্চি দৈর্ঘ্যের দুর্গা তৈরি করে সকলকে তাঁক লাগালেন অর্পিতা সরকার ৷ টেরাকোটা দিয়ে দশভূজাকে ফুটিয়ে তুললেন বাঁকুড়ার এই গৃহবধূ ৷ এর আগে একটি আলপিনের মাথায় তিনি তৈরি করেছিলেন উমার মুখমণ্ডল, যার দৈর্ঘ্য ছিল এক সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ । তাঁর সেই কাজ নজর কেড়েছিল সকলের ৷ এরপরই আরও অনুপ্রাণিত হয়ে এই 1 ইঞ্চির টেরাকোটার মা দুর্গা বানিয়ে ফেললেন তিনি ৷ তাঁর শিল্পচর্চা ও এত সুক্ষ্ম কাজ নিয়ে অর্পিতা বলেন, "এই কাজ করতে আমার খুব ভালো লাগে ৷ সাংসারিক চাপে কাজ করার সময় তেমন হয়ে ওঠে না ৷ তবুও যেটুকু সময় পাই এই কাজ করার আপ্রাণ চেষ্টা করি ৷"

বাজারে বিশেষ চাহিদা রয়েছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কিংবা পাঁচমুরার টেরাকোটার । বিষ্ণুপুরের মল্ল রাজার আমলের থেকে সংরক্ষিত আছে টেরাকোটার বিশেষ নিদর্শন। সেরকমই পাঁচমুড়ার ঘোড়া একপ্রকার জগৎ বিখ্যাত । তাই বাঁকুড়ার এই গৃহবধূ এক ইঞ্চির দুর্গা বানাতে বেছে নিয়েছেন ঐতিহ্যবাহী টেরাকোটাকেই। বাড়ির অন্যান্য কাজ ছাড়াও শিল্পের প্রতি বিশেষ টান রয়েছে অর্পিতা সরকারের । সেই টান থেকেই নতুনত্ব শিল্প ভাবনা নিয়ে আসেন তিনি । মাত্র দু'দিন সময় নিয়েছেন তিনি ৷ তার মধ্যে 1 ইঞ্চি দৈর্ঘ্যের এই টেরাকোটার মা দুর্গা তৈরি ফেলেছেন 'দশভূজা' অর্পিতা ।

Maa Durga idol
এক ইঞ্চির মা দুর্গা গড়লেন অর্পিতা সরকার

তাঁর কথায়, "প্রতিবছর মা দুর্গাকে নিয়ে কোনও না কোনও চিন্তাভাবনা থাকে ৷ যে জিনিসগুলো মানুষের সচরাচর কাজে লাগে না সেগুলো দিয়ে উমাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি ৷ এই বছর তাই টেরাকোটা দিয়েই মায়ের মূর্তি তৈরি করেছি ।" পুজো আসার আগে অর্পিতার এই কর্মকাণ্ডে যথেষ্ট গর্বিত বাঁকুড়া জেলার মানুষ ।

Maa Durga idol
টেরাকোটা দিয়ে মূর্তিটি তৈরি করেছেন বাঁকুড়ার গৃহবধূ

আরও পড়ুন: ক্ষুদ্র আলপিনের মাথায় মা দুর্গার মুখমণ্ডল, তাক লাগালেন বাঁকুড়ার গৃহবধূ

মা আসছেন, আর হাতে গোনা কয়েকটা দিন । চারিদিকে শোনা যাচ্ছে আগমনীর সুর । কাশ ফুলের সঙ্গে নীল আকাশের মতই যেন বাঁকুড়ার এই গৃহবধূর তৈরি অপরূপ সুন্দর টেরাকোটার দুর্গা আগমনীর বার্তা দিচ্ছে । দুই সন্তানের মা অর্পিতা বর্তমানে বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহির বাসিন্দা । যেকোনও বিশেষ উৎসবের আগে তিনি তৈরি করে থাকেন নজরকাড়া শিল্প । বিশেষ করে তাঁর ক্ষুদ্র কিংবা সূক্ষ্ম শিল্পচর্চাগুলি বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করছে এখন । মূলত গৃহস্থের ঘরে থাকা অব্যবহৃত সব জিনিস দিয়েই তিনি করে থাকেন শিল্পচর্চা । তবে এবার 1 ইঞ্চির এইমূর্তিতে উমার সঙ্গে রয়েছেন ছেলেমেয়ে লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক, গণেশও ।

এক ইঞ্চির মা দুর্গা গড়লেন গৃহবধূ

বাঁকুড়া, 11 অক্টোবর: পুজোর আগে এবার 1 ইঞ্চি দৈর্ঘ্যের দুর্গা তৈরি করে সকলকে তাঁক লাগালেন অর্পিতা সরকার ৷ টেরাকোটা দিয়ে দশভূজাকে ফুটিয়ে তুললেন বাঁকুড়ার এই গৃহবধূ ৷ এর আগে একটি আলপিনের মাথায় তিনি তৈরি করেছিলেন উমার মুখমণ্ডল, যার দৈর্ঘ্য ছিল এক সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ । তাঁর সেই কাজ নজর কেড়েছিল সকলের ৷ এরপরই আরও অনুপ্রাণিত হয়ে এই 1 ইঞ্চির টেরাকোটার মা দুর্গা বানিয়ে ফেললেন তিনি ৷ তাঁর শিল্পচর্চা ও এত সুক্ষ্ম কাজ নিয়ে অর্পিতা বলেন, "এই কাজ করতে আমার খুব ভালো লাগে ৷ সাংসারিক চাপে কাজ করার সময় তেমন হয়ে ওঠে না ৷ তবুও যেটুকু সময় পাই এই কাজ করার আপ্রাণ চেষ্টা করি ৷"

বাজারে বিশেষ চাহিদা রয়েছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কিংবা পাঁচমুরার টেরাকোটার । বিষ্ণুপুরের মল্ল রাজার আমলের থেকে সংরক্ষিত আছে টেরাকোটার বিশেষ নিদর্শন। সেরকমই পাঁচমুড়ার ঘোড়া একপ্রকার জগৎ বিখ্যাত । তাই বাঁকুড়ার এই গৃহবধূ এক ইঞ্চির দুর্গা বানাতে বেছে নিয়েছেন ঐতিহ্যবাহী টেরাকোটাকেই। বাড়ির অন্যান্য কাজ ছাড়াও শিল্পের প্রতি বিশেষ টান রয়েছে অর্পিতা সরকারের । সেই টান থেকেই নতুনত্ব শিল্প ভাবনা নিয়ে আসেন তিনি । মাত্র দু'দিন সময় নিয়েছেন তিনি ৷ তার মধ্যে 1 ইঞ্চি দৈর্ঘ্যের এই টেরাকোটার মা দুর্গা তৈরি ফেলেছেন 'দশভূজা' অর্পিতা ।

Maa Durga idol
এক ইঞ্চির মা দুর্গা গড়লেন অর্পিতা সরকার

তাঁর কথায়, "প্রতিবছর মা দুর্গাকে নিয়ে কোনও না কোনও চিন্তাভাবনা থাকে ৷ যে জিনিসগুলো মানুষের সচরাচর কাজে লাগে না সেগুলো দিয়ে উমাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি ৷ এই বছর তাই টেরাকোটা দিয়েই মায়ের মূর্তি তৈরি করেছি ।" পুজো আসার আগে অর্পিতার এই কর্মকাণ্ডে যথেষ্ট গর্বিত বাঁকুড়া জেলার মানুষ ।

Maa Durga idol
টেরাকোটা দিয়ে মূর্তিটি তৈরি করেছেন বাঁকুড়ার গৃহবধূ

আরও পড়ুন: ক্ষুদ্র আলপিনের মাথায় মা দুর্গার মুখমণ্ডল, তাক লাগালেন বাঁকুড়ার গৃহবধূ

মা আসছেন, আর হাতে গোনা কয়েকটা দিন । চারিদিকে শোনা যাচ্ছে আগমনীর সুর । কাশ ফুলের সঙ্গে নীল আকাশের মতই যেন বাঁকুড়ার এই গৃহবধূর তৈরি অপরূপ সুন্দর টেরাকোটার দুর্গা আগমনীর বার্তা দিচ্ছে । দুই সন্তানের মা অর্পিতা বর্তমানে বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহির বাসিন্দা । যেকোনও বিশেষ উৎসবের আগে তিনি তৈরি করে থাকেন নজরকাড়া শিল্প । বিশেষ করে তাঁর ক্ষুদ্র কিংবা সূক্ষ্ম শিল্পচর্চাগুলি বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করছে এখন । মূলত গৃহস্থের ঘরে থাকা অব্যবহৃত সব জিনিস দিয়েই তিনি করে থাকেন শিল্পচর্চা । তবে এবার 1 ইঞ্চির এইমূর্তিতে উমার সঙ্গে রয়েছেন ছেলেমেয়ে লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক, গণেশও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.