ETV Bharat / state

আবাস যোজনায় নাম নেই যোগ্য প্রাপকদের ! বিডিও অফিসের সামনে বিক্ষোভ মহিলাদের - agitation of villegers at sarenga in bankura over awas yojna list

আবাস যোজনার তালিকায় একই পরিবারের একাধিক ব্যক্তির নাম রয়েছে । আবার বেশকিছু গ্রাম সংসদের একজনেরও নাম নেই ৷ এমনটাই অভিযোগ তুলে ত্রুটিমুক্ত তালিকা প্রকাশের দাবিতে সারেঙ্গা বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের মহিলারা ।

agitation of villegers at sarenga in bankura over awas yojna list
আবাস যোজনায় নাম নেই যোগ্য প্রাপকদের
author img

By

Published : Jun 22, 2021, 5:56 AM IST

বাঁকুড়া, 22 জুন : আবাস যোজনার যে তালিকা প্রকাশিত হয়েছে তা অনৈতিক এবং উদ্দ্যেশ্য প্রণোদিত ৷ এই অভিযোগ তুলে সারেঙ্গা বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের মহিলারা । সোমবার বিক্ষোভ চলার পাশাপাশি স্বচ্ছ আবাস যোজনার তালিকা প্রকাশের দাবতে বিডিও অফিসারের হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা ।

বিক্ষোভকারীদের অভিযোগ, সঠিকভাবে সার্ভে করা হয়নি। আবাস যোজনার তালিকায় একই পরিবারের একাধিক ব্যক্তির নাম রয়েছে । আবার বেশকিছু গ্রাম সংসদের একজনেরও নাম নেই বলে অভিযোগ । বিক্ষোভকারীরা অবিলম্বে ত্রুটিমুক্ত তালিকা প্রকাশের দাবি তুলেছেন ।

আবাস যোজনায় নাম নেই যোগ্য প্রাপকদের ! বিডিও অফিসের সামনে বিক্ষোভ মহিলাদের

আরও পড়ুন : Saumitra Khan : জনের পর এবার সৌমিত্র, ফেসবুক লাইভে জঙ্গলমহলের জন্য পৃথক রাজ্যের দাবি

এই বিষয়ে সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের সদস্য শান্তি সরেন সরব হয়েছেন । তিনিও নৈতিকভাবে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন । অন্যদিকে সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখর রাউতও কার্যত বিক্ষোভকারীদের অভিযোগকে মেনে নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ।

বাঁকুড়া, 22 জুন : আবাস যোজনার যে তালিকা প্রকাশিত হয়েছে তা অনৈতিক এবং উদ্দ্যেশ্য প্রণোদিত ৷ এই অভিযোগ তুলে সারেঙ্গা বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের মহিলারা । সোমবার বিক্ষোভ চলার পাশাপাশি স্বচ্ছ আবাস যোজনার তালিকা প্রকাশের দাবতে বিডিও অফিসারের হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা ।

বিক্ষোভকারীদের অভিযোগ, সঠিকভাবে সার্ভে করা হয়নি। আবাস যোজনার তালিকায় একই পরিবারের একাধিক ব্যক্তির নাম রয়েছে । আবার বেশকিছু গ্রাম সংসদের একজনেরও নাম নেই বলে অভিযোগ । বিক্ষোভকারীরা অবিলম্বে ত্রুটিমুক্ত তালিকা প্রকাশের দাবি তুলেছেন ।

আবাস যোজনায় নাম নেই যোগ্য প্রাপকদের ! বিডিও অফিসের সামনে বিক্ষোভ মহিলাদের

আরও পড়ুন : Saumitra Khan : জনের পর এবার সৌমিত্র, ফেসবুক লাইভে জঙ্গলমহলের জন্য পৃথক রাজ্যের দাবি

এই বিষয়ে সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের সদস্য শান্তি সরেন সরব হয়েছেন । তিনিও নৈতিকভাবে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন । অন্যদিকে সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখর রাউতও কার্যত বিক্ষোভকারীদের অভিযোগকে মেনে নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.