ETV Bharat / state

ক্লাস এইটের ছাত্রকে কেন গুলি ? পুলিশের জবাব চেয়ে অবস্থানে পড়ুয়ারা - police

পাত্রসায়রে কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ক্লাস এইটের ছাত্র সৌমেন বাউরির উপর গুলি চালানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল তার সহপাঠীরা । স্কুলের পঠন-পাঠন বন্ধ করে কালো পতাকা ও কালো ব্যাজ পরে গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখায় তারা ।

অবস্থানে পড়ুয়ারা
author img

By

Published : Jun 24, 2019, 1:34 PM IST

Updated : Jun 24, 2019, 3:10 PM IST

পাত্রসায়র, 24 জুন : ছাত্রের উপর গুলি চালানোর প্রতিবাদে বিক্ষোভ ছাত্রছাত্রীদের । আজ সকালে বাঁকুড়ার পাত্রসায়রের কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের গেটে কালো পতাকা নিয়ে ও কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখায় স্কুলের পড়ুয়ারা ।

patrasayar, aggitation of school student
পাত্রসায়রে ক্লাস এইটের ছাত্র সৌমেন বাউরির উপর গুলি চালানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল তার সহপাঠীরা

এই সংক্রান্ত আরও পড়ুন: বাঁকুড়ায় জয়শ্রীরাম ধ্বনি দেওয়ায় BJP-তৃণমূল সংঘর্ষ; পুলিশের গুলিতে জখম 3 ?

22 তারিখ রাতে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী পাত্রসায়রে দলীয় কর্মসূচি সেরে ফেরার পর কাঁকরডাঙা মোড়ে BJP ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে । গুলিবিদ্ধ হয় দু'জন ব্যক্তি । তাদের নিজেদের কর্মী বলে দাবি করেছে স্থানীয় BJP নেতৃত্ব । এদিকে দুই দলের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ক্লাস এইটের ছাত্র সৌমেন বাউরি । গুলিবিদ্ধ সৌমেন বাউরি, তাপস বাউরি ও টুলু খাঁকে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তাদের চিকিৎসা চলছে । এই ঘটনার পর আহতদের BJP নিজেদের সমর্থক বলে দাবি করে । এবং পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে ।

patrasayar, aggitation of school student
পাত্রসায়রে ক্লাস এইটের ছাত্র সৌমেন বাউরির উপর গুলি চালানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল তার সহপাঠীরা

এই সংক্রান্ত আরও পড়ুন: এখনও থমথমে পাত্রসায়র

আজ নিজেদের সহপাঠী সৌমেনের উপর গুলি চালানোর প্রতিবাদে স্কুলে পঠন-পাঠন বন্ধ করে গেটের বাইরে কালো পতাকা ও প্ল্যাকার্ড হাতে, কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা । তাদের দাবি, পুলিশকে জবাব দিতে হবে কেন নিরীহ সৌমেনের উপর গুলি চালানো হয়েছে ? এর জবাব না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে বলে জানায় তারা । তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন স্কুলে শিক্ষক-শিক্ষিকারাও ।

ভিডিয়োয় দেখুন

এই সংক্রান্ত আরও পড়ুন: গুলি চালানোর ঘটনায় জেলাজুড়ে BJP-র পথ অবরোধ, বিক্ষাভ

পাত্রসায়র, 24 জুন : ছাত্রের উপর গুলি চালানোর প্রতিবাদে বিক্ষোভ ছাত্রছাত্রীদের । আজ সকালে বাঁকুড়ার পাত্রসায়রের কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের গেটে কালো পতাকা নিয়ে ও কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখায় স্কুলের পড়ুয়ারা ।

patrasayar, aggitation of school student
পাত্রসায়রে ক্লাস এইটের ছাত্র সৌমেন বাউরির উপর গুলি চালানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল তার সহপাঠীরা

এই সংক্রান্ত আরও পড়ুন: বাঁকুড়ায় জয়শ্রীরাম ধ্বনি দেওয়ায় BJP-তৃণমূল সংঘর্ষ; পুলিশের গুলিতে জখম 3 ?

22 তারিখ রাতে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী পাত্রসায়রে দলীয় কর্মসূচি সেরে ফেরার পর কাঁকরডাঙা মোড়ে BJP ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে । গুলিবিদ্ধ হয় দু'জন ব্যক্তি । তাদের নিজেদের কর্মী বলে দাবি করেছে স্থানীয় BJP নেতৃত্ব । এদিকে দুই দলের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ক্লাস এইটের ছাত্র সৌমেন বাউরি । গুলিবিদ্ধ সৌমেন বাউরি, তাপস বাউরি ও টুলু খাঁকে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তাদের চিকিৎসা চলছে । এই ঘটনার পর আহতদের BJP নিজেদের সমর্থক বলে দাবি করে । এবং পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে ।

patrasayar, aggitation of school student
পাত্রসায়রে ক্লাস এইটের ছাত্র সৌমেন বাউরির উপর গুলি চালানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল তার সহপাঠীরা

এই সংক্রান্ত আরও পড়ুন: এখনও থমথমে পাত্রসায়র

আজ নিজেদের সহপাঠী সৌমেনের উপর গুলি চালানোর প্রতিবাদে স্কুলে পঠন-পাঠন বন্ধ করে গেটের বাইরে কালো পতাকা ও প্ল্যাকার্ড হাতে, কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা । তাদের দাবি, পুলিশকে জবাব দিতে হবে কেন নিরীহ সৌমেনের উপর গুলি চালানো হয়েছে ? এর জবাব না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে বলে জানায় তারা । তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন স্কুলে শিক্ষক-শিক্ষিকারাও ।

ভিডিয়োয় দেখুন

এই সংক্রান্ত আরও পড়ুন: গুলি চালানোর ঘটনায় জেলাজুড়ে BJP-র পথ অবরোধ, বিক্ষাভ

Intro:নিরীহ ছাত্রের উপর পুলিশের গুলি চালনার প্রতিবাদ জানিয়ে এবার পঠন পাঠন বন্ধ রেখে আন্দোলনে নামলো বাঁকুড়ার পাত্রসায়রের কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। Body:এদিন তারা কালো পতাকা ও কালো ব্যাজ পরে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবী, পুলিশের কাছ থেকে উপযুক্ত জবাব না পাওয়া পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে।

উল্লেখ্য, শনিবার তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী পাত্রসায়রে দলীয় কর্মসূচী সেরে ফেরার পর পাত্রসায়রের কাঁকরডাঙ্গা মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন অষ্টম শ্রেণীতে পাঠরত সৌমেন বাউরী নামে এক ছাত্র সহ তিন জন। রাতেই বছর তেরোর এ ছাত্র সৌমেন বাউরী, তাপস বাউরী ও টুলু খাঁকে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। এই ঘটনার পর আহতদের বিজেপি তাদের সমর্থক দাবী করে পুলিশের গুলি চালনার অভিযোগ তোলে।Conclusion:বিজেপির তরফে দলীয়ভাবে রবিবার দিনভর আন্দোলনের পর সোমবার সকাল থেকে আহত ছাত্র সৌমেন বাউরী সহপাঠী, বন্ধুরা কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পুলিশের গুলি চালনার ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু করেছে। ছাত্র ছাত্রীদের এই আন্দোলনকে শিক্ষকরাও সমর্থণ জানিয়েছেন।
Last Updated : Jun 24, 2019, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.