ETV Bharat / state

বিশ্বভারতী কাণ্ডে বাঁকুড়ায় ABVP-র বিক্ষোভ কর্মসূচি

বিশ্বভারতী কাণ্ডে প্রতিদিন বিক্ষোভে সামিল হয়েছেন একাধিক দলের নেতা কর্মীরা ৷ গতকাল বাঁকুড়ার একাধিক কলেজের সামনে বিক্ষোভ দেখাল ABVP-র নেতা কর্মীরা ৷

author img

By

Published : Aug 23, 2020, 11:31 AM IST

abvp-supporters-showed-agitation
বিশ্বভারতী কাণ্ডে ABVP-র বিক্ষোভ কর্মসূচি

বাঁকুড়া, 23 অগাস্ট : বিশ্বভারতী বিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় তোলপাড় রাজ্য ও রাজনীতি ৷ দোষীদের কঠোর শাস্তির দাবি নিয়ে একাধিক স্থানে বিক্ষোভ তৈরি হচ্ছে ৷ রাজনীতিক মহলের সিংহভাগ নেতা কর্মীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করে চলেছে ৷ গতকাল বাঁকুড়ার বিদ্যার্থী পরিষদের উদ্যোগে বিভিন্ন কলেজের সামনে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় ৷ দোষীদের শাস্তির দাবিতে ABVP-র সমর্থকরা একাধিক কলেজের সামনে বিক্ষোভ দেখায় ৷ বিক্ষোভ চলাকালীন ABVP-র সমর্থকদের উপরে হামলা চালানোর অভিযোগও উঠেছে ৷

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বাঁকুড়া সদর ব্লকে, ওন্দা কলেজ, বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজ, বড়জোড়া কলেজ, সোনামুখী কলেজ, খাতড়া কলেজ ছাড়াও বিষ্ণুপুর, ইন্দাস-সহ জেলার বিভিন্ন ব্লকের একাধিক কলেজের সামনে বিক্ষোভ দেখায় ABVP-র সমর্থকরা ৷ বাঁকুড়া শহরের মাচানতলায় ABVP-র জেলা সম্পাদক অনুপ পাত্রের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় । বড়জোড়াতে কলেজের ইউনিট সভাপতি সুমন ভট্টাচার্য, সোনামুখীতে রাহুল ঘোষ, কোতলপুরের চাতরা কলেজে গৌতম সিংহ, বিষ্ণুপুর রামানন্দ কলেজে গণেশ লোহার এবং বেলিয়াতোড় কলেজে সচিন কোলের নেতৃত্বে বিক্ষোভ দেখায় দলের কর্মী সমর্থকরা ৷

ABVP-র নেতা সচিন কোলে অভিযোগ করেন, "বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজের সামনে আমরা বিক্ষোভ দেখাই ৷ সেই সময় হঠাৎ করে একদল তৃণমূলের কর্মীরা আমাদের উপর হামলা চালায় ৷" যদিও এ বিষয়ে আনা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা ৷

বাঁকুড়া, 23 অগাস্ট : বিশ্বভারতী বিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় তোলপাড় রাজ্য ও রাজনীতি ৷ দোষীদের কঠোর শাস্তির দাবি নিয়ে একাধিক স্থানে বিক্ষোভ তৈরি হচ্ছে ৷ রাজনীতিক মহলের সিংহভাগ নেতা কর্মীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করে চলেছে ৷ গতকাল বাঁকুড়ার বিদ্যার্থী পরিষদের উদ্যোগে বিভিন্ন কলেজের সামনে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় ৷ দোষীদের শাস্তির দাবিতে ABVP-র সমর্থকরা একাধিক কলেজের সামনে বিক্ষোভ দেখায় ৷ বিক্ষোভ চলাকালীন ABVP-র সমর্থকদের উপরে হামলা চালানোর অভিযোগও উঠেছে ৷

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বাঁকুড়া সদর ব্লকে, ওন্দা কলেজ, বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজ, বড়জোড়া কলেজ, সোনামুখী কলেজ, খাতড়া কলেজ ছাড়াও বিষ্ণুপুর, ইন্দাস-সহ জেলার বিভিন্ন ব্লকের একাধিক কলেজের সামনে বিক্ষোভ দেখায় ABVP-র সমর্থকরা ৷ বাঁকুড়া শহরের মাচানতলায় ABVP-র জেলা সম্পাদক অনুপ পাত্রের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় । বড়জোড়াতে কলেজের ইউনিট সভাপতি সুমন ভট্টাচার্য, সোনামুখীতে রাহুল ঘোষ, কোতলপুরের চাতরা কলেজে গৌতম সিংহ, বিষ্ণুপুর রামানন্দ কলেজে গণেশ লোহার এবং বেলিয়াতোড় কলেজে সচিন কোলের নেতৃত্বে বিক্ষোভ দেখায় দলের কর্মী সমর্থকরা ৷

ABVP-র নেতা সচিন কোলে অভিযোগ করেন, "বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজের সামনে আমরা বিক্ষোভ দেখাই ৷ সেই সময় হঠাৎ করে একদল তৃণমূলের কর্মীরা আমাদের উপর হামলা চালায় ৷" যদিও এ বিষয়ে আনা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.