ETV Bharat / state

বাঁকুড়ায় ফের বাজ পড়ে মৃত্যু 1 জনের, আহত 6 জন - bankura news

পরিবার ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে অন্যান্য দিনের মতো সন্ধ্যা মাহাত গরু নিয়ে ছোট আমলাতোড়া সংলগ্ন আমডিহা মাঠে যান চড়াতে । সেইসময় বাজ পড়ে মারা যান তিনি ৷ অন্যদিকে ওই মাঠে কাজ করার সময় পাশের আমলাতোড়া গ্রামের আরও 6 জন ব্যাক্তি বজ্রাঘাতে আহত হন ৷

a woman died due to lightning strike in Bankura
বাঁকুড়ায় ফের বাজ পড়ে মৃত্যু 1 জনের
author img

By

Published : Jun 20, 2021, 4:44 AM IST

বাঁকুড়া, 20 জুন : ফের বাজ পড়ে মৃত্যু বাঁকুড়ায় ৷ রানিবাঁধের পর এবার সারেঙ্গায়। মাঠে গরু চড়ানোর সময় বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলার । আহত ছয় জন । মৃত মহিলার নাম সন্ধ্যা মাহাত।

পরিবার ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে অন্যান্য দিনের মতো সন্ধ্যা মাহাত গরু নিয়ে ছোট আমলাতোড়া সংলগ্ন আমডিহা মাঠে যান চড়াতে । দুপুরের দিকে গরু-বাছুর বাড়ি ফিরে এলেও সন্ধ্যা মাহাত বাড়ি ফেরেননি ৷ সেই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল । পরিবারের সন্দেহ হওয়ায় তাঁরা মাঠে গিয়ে দেখেন সন্ধ্যা মাহাত অচেতন অবস্থায় পড়ে রয়েছেন ৷ শরীরে বজ্রঘাতে আহত হওয়ার চিহ্ন রয়েছে । পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তড়িঘড়ি তাঁকে সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

অন্যদিকে ওই মাঠে কাজ করার সময় পাশের আমলাতোড়া গ্রামের আরও 6 জন ব্যাক্তি বজ্রাঘাতে আহত হন ৷ তাঁরা সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন ৷ আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় ।

আরও পড়ুন : বাঁকুড়ায় বজ্রাঘাতে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান রাজ্যের

মৃতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাঁকুড়া জেলা পরিষদের সদস্য সূর্যকান্ত সিনহা মহাপাত্র । তিনি খবর পেয়ে মৃতের পরিবারের সাথে দেখা করেন এবং দলীয়ভাবে ও প্রশাসনিক ভাবে পাশে থাকার আশ্বাস দেন ।

বাঁকুড়া, 20 জুন : ফের বাজ পড়ে মৃত্যু বাঁকুড়ায় ৷ রানিবাঁধের পর এবার সারেঙ্গায়। মাঠে গরু চড়ানোর সময় বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলার । আহত ছয় জন । মৃত মহিলার নাম সন্ধ্যা মাহাত।

পরিবার ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে অন্যান্য দিনের মতো সন্ধ্যা মাহাত গরু নিয়ে ছোট আমলাতোড়া সংলগ্ন আমডিহা মাঠে যান চড়াতে । দুপুরের দিকে গরু-বাছুর বাড়ি ফিরে এলেও সন্ধ্যা মাহাত বাড়ি ফেরেননি ৷ সেই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল । পরিবারের সন্দেহ হওয়ায় তাঁরা মাঠে গিয়ে দেখেন সন্ধ্যা মাহাত অচেতন অবস্থায় পড়ে রয়েছেন ৷ শরীরে বজ্রঘাতে আহত হওয়ার চিহ্ন রয়েছে । পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তড়িঘড়ি তাঁকে সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

অন্যদিকে ওই মাঠে কাজ করার সময় পাশের আমলাতোড়া গ্রামের আরও 6 জন ব্যাক্তি বজ্রাঘাতে আহত হন ৷ তাঁরা সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন ৷ আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় ।

আরও পড়ুন : বাঁকুড়ায় বজ্রাঘাতে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান রাজ্যের

মৃতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাঁকুড়া জেলা পরিষদের সদস্য সূর্যকান্ত সিনহা মহাপাত্র । তিনি খবর পেয়ে মৃতের পরিবারের সাথে দেখা করেন এবং দলীয়ভাবে ও প্রশাসনিক ভাবে পাশে থাকার আশ্বাস দেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.