ETV Bharat / state

Elephant Attack in Bankura : বাঁকুড়ায় শুঁড়ে তুলে আছাড়, মৃত্যু এক প্রৌঢ়ের - Elephant Attack in Bankura

বাঁকুড়ার বড়জোড়ায় হাতির হানায় প্রাণ গেল এক প্রৌঢ়ের ৷ নাম তিলক সরকার, বয়স 51 বছর ৷ তিনি শুক্রবার ভোরে বাদাম খেতে জল দিচ্ছিলেন ৷ তখনই হাতিটি আক্রমণ করে তাঁকে (a man died on elephant attack) ৷

Elephant Attack in Bankura
বাঁকুড়ার বড়জোড়ায় হাতির হানা
author img

By

Published : Apr 29, 2022, 12:54 PM IST

বাঁকুড়া, 29 এপ্রিল : বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রাম পঞ্চায়েতের বড়মানাচরে এদিন ভোরে হাতি হানা দেয় ৷ সেইসময় প্রতিদিনের মতো বাদাম খেতে জল দিচ্ছিলেন এক প্রৌঢ় ৷ হাতিটি হঠাৎই পিছন দিক থেকে তাঁকে আক্রমণ করে। ভোরের অন্ধকারে তিনি ঠিকঠাক ঠাউর করতে পারেননি ৷ কিছুই বুঝে ওঠার আগেই সবশেষ (a man died on elephant attack) ৷

বন দফতর ও পুলিশ সূত্রে খবর, সকালে বাদাম খেতের মাঝে তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপরই তাঁকে তড়িঘড়ি বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা ৷ ডাক্তাররা তাঁকে সেখানেই মৃত বলে ঘোষণা করেন। প্রৌঢ়ের নাম তিলক সরকার ৷ বয়স 51 বছর।

বড়জোড়া বন দফতরের রেঞ্জার ঋত্বিক দে জানিয়েছেন, ঘটনাটি খুবই দুঃখজনক। নদী পেরিয়ে খাবারের সন্ধানে হাতিটি বড় মানাচরে গিয়েছিল । তাছাড়া জঙ্গল থেকে বড়মানাচরে যাওয়ার বিকল্প কোনও রাস্তা নেই । তাছাড়া স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে, হাতিরা এখন প্রচণ্ড খাদ্য সংকটে ভুগছে। সেই কারণে দামোদরের বিস্তীর্ণ বালির চর পেরিয়ে হাতিটি বড়মানাচরে প্রবেশ করেছে।

আরও পড়ুন : গরম থেকে বাঁচতে ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে 'রাজা'দের জন্য রাজকীয় ব্যবস্থা

সরকারি নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া হাতিটির গতিবিধি সম্পর্কে এখনও পর্যন্ত সঠিক তথ্য না থাকলেও মনে করা হচ্ছে সেটি বর্ধমানের কাঁকসা জঙ্গলের দিকে চলে গিয়েছে।

বাঁকুড়া, 29 এপ্রিল : বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রাম পঞ্চায়েতের বড়মানাচরে এদিন ভোরে হাতি হানা দেয় ৷ সেইসময় প্রতিদিনের মতো বাদাম খেতে জল দিচ্ছিলেন এক প্রৌঢ় ৷ হাতিটি হঠাৎই পিছন দিক থেকে তাঁকে আক্রমণ করে। ভোরের অন্ধকারে তিনি ঠিকঠাক ঠাউর করতে পারেননি ৷ কিছুই বুঝে ওঠার আগেই সবশেষ (a man died on elephant attack) ৷

বন দফতর ও পুলিশ সূত্রে খবর, সকালে বাদাম খেতের মাঝে তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপরই তাঁকে তড়িঘড়ি বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা ৷ ডাক্তাররা তাঁকে সেখানেই মৃত বলে ঘোষণা করেন। প্রৌঢ়ের নাম তিলক সরকার ৷ বয়স 51 বছর।

বড়জোড়া বন দফতরের রেঞ্জার ঋত্বিক দে জানিয়েছেন, ঘটনাটি খুবই দুঃখজনক। নদী পেরিয়ে খাবারের সন্ধানে হাতিটি বড় মানাচরে গিয়েছিল । তাছাড়া জঙ্গল থেকে বড়মানাচরে যাওয়ার বিকল্প কোনও রাস্তা নেই । তাছাড়া স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে, হাতিরা এখন প্রচণ্ড খাদ্য সংকটে ভুগছে। সেই কারণে দামোদরের বিস্তীর্ণ বালির চর পেরিয়ে হাতিটি বড়মানাচরে প্রবেশ করেছে।

আরও পড়ুন : গরম থেকে বাঁচতে ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে 'রাজা'দের জন্য রাজকীয় ব্যবস্থা

সরকারি নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া হাতিটির গতিবিধি সম্পর্কে এখনও পর্যন্ত সঠিক তথ্য না থাকলেও মনে করা হচ্ছে সেটি বর্ধমানের কাঁকসা জঙ্গলের দিকে চলে গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.