ETV Bharat / state

বাঁকুড়ায় 36টি কনটেইনমেন্ট জ়োন, বিকেল থেকে জারি লকডাউন

গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 10 জন ৷ এনিয়ে বাঁকুড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 286 ৷

bankura
bankura
author img

By

Published : Jul 9, 2020, 10:25 AM IST

বাঁকুড়া, 9 জুলাই : বাঁকুড়ায় কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 300। গতকাল মুখ্যমন্ত্রী কোরোনা সংক্রমণ রুখতে কলকাতাসহ জেলাগুলিতে কনটেইনমেন্ট জ়োন চিহ্নিত করে লকডাউনের নির্দেশ দেন ৷ তারপরই বাঁকুড়ার 36টি এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন ৷ আজ বিকেল পাঁচটার পর থেকে ওইসব এলাকায় আগামী সাতদিনের জন্য জারি হবে লকডাউন।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় জেলায় কোরোনায় আক্রান্ত হয়েছে 10 জন ৷ এনিয়ে বাঁকুড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 286। এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 236 জন। তবে এখনও পর্যন্ত জেলায় কোরোনায় আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ ৷ বাঁকুড়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ বলেন, "আজ বিকেল পাঁচটা থেকে কনটেইনমেন্ট জ়োনগুলির ক্ষেত্রে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা অনুসারে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ইতিমধ্যে জেলায় যে সমস্ত এলাকা কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলি হল- ছাতনা ব্লকের বাউরিপাড়া, মণ্ডলপাড়া এবং কালীপুর। ওন্দা ব্লকের মালগোপপাড়া, গিরিপাড়া ও কোচখালুই। বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় বারোমাইল ও ব্রাহ্মণপাড়া। শালতোড়া ব্লকের লাটুলিয়া, বিহারি, রাউতোড়া, কেচকা, লেচারা ও গোগড়া। গঙ্গাজলঘাটি ব্লকের ভক্তবাঁধ গ্রামের কিছুটা অংশ। বাঁকুড়া এক নম্বর ব্লকের আঁচুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার চারটি গ্রাম এবং বাঁকুড়ার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস ডিপো। বাঁকুড়া দুই নম্বর ব্লকের জুনবেদিয়া গ্রামের একাংশ। বাঁকুড়া পৌরসভা এলাকার সাত নম্বর ওয়ার্ডের কুচকুচিয়া হরিজনপল্লি। বিষ্ণুপুর মহকুমার বাঁকুড়া ব্লকের মাধবপুর গ্রাম, ইন্দাস ব্লকের যশডিহি ও ভাবাপুর গ্রামেকেও কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । সেই সঙ্গে কনটেইনমেন্ট জ়োনের তালিকায় রয়েছে- সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বপাত্রহাটি এবং বেলোয়া। জয়পুর ব্লকের রাজু গ্রাম, বিষ্ণুপুর ব্লকের ভড়া কলেজ আবাসনও।

খাতড়া মহকুমায় কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে খাতড়ার সিনেমা তলা। হীড়বাঁধ ব্লকের তিনশুলিয়া। সারেঙ্গা ব্লকের দুটি গ্রাম। ইন্দপুর ব্লকের পায়রাচালি, ভালুকা ও গৌরবাজার গ্রামের কয়েকটি এলাকা ৷ তালডাংরার বিবড়দা ও সিমলাপালের পার্শোলা গ্রামের একটি করে জায়গায় জারি করা হবে কনটেইনমেন্ট জ়োন। আজ বিকেল পাঁচটার পর থেকে এই এলাকাগুলিতে সম্পূর্ণভাবে লকডাউন কার্যকরী করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সকল পরিষেবা ৷ কনটেইনমেন্ট জ়োন এলাকাগুলিতে চলবে পুলিশি টহলদারি ৷

বাঁকুড়া, 9 জুলাই : বাঁকুড়ায় কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 300। গতকাল মুখ্যমন্ত্রী কোরোনা সংক্রমণ রুখতে কলকাতাসহ জেলাগুলিতে কনটেইনমেন্ট জ়োন চিহ্নিত করে লকডাউনের নির্দেশ দেন ৷ তারপরই বাঁকুড়ার 36টি এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন ৷ আজ বিকেল পাঁচটার পর থেকে ওইসব এলাকায় আগামী সাতদিনের জন্য জারি হবে লকডাউন।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় জেলায় কোরোনায় আক্রান্ত হয়েছে 10 জন ৷ এনিয়ে বাঁকুড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 286। এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 236 জন। তবে এখনও পর্যন্ত জেলায় কোরোনায় আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ ৷ বাঁকুড়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ বলেন, "আজ বিকেল পাঁচটা থেকে কনটেইনমেন্ট জ়োনগুলির ক্ষেত্রে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা অনুসারে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ইতিমধ্যে জেলায় যে সমস্ত এলাকা কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলি হল- ছাতনা ব্লকের বাউরিপাড়া, মণ্ডলপাড়া এবং কালীপুর। ওন্দা ব্লকের মালগোপপাড়া, গিরিপাড়া ও কোচখালুই। বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় বারোমাইল ও ব্রাহ্মণপাড়া। শালতোড়া ব্লকের লাটুলিয়া, বিহারি, রাউতোড়া, কেচকা, লেচারা ও গোগড়া। গঙ্গাজলঘাটি ব্লকের ভক্তবাঁধ গ্রামের কিছুটা অংশ। বাঁকুড়া এক নম্বর ব্লকের আঁচুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার চারটি গ্রাম এবং বাঁকুড়ার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস ডিপো। বাঁকুড়া দুই নম্বর ব্লকের জুনবেদিয়া গ্রামের একাংশ। বাঁকুড়া পৌরসভা এলাকার সাত নম্বর ওয়ার্ডের কুচকুচিয়া হরিজনপল্লি। বিষ্ণুপুর মহকুমার বাঁকুড়া ব্লকের মাধবপুর গ্রাম, ইন্দাস ব্লকের যশডিহি ও ভাবাপুর গ্রামেকেও কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । সেই সঙ্গে কনটেইনমেন্ট জ়োনের তালিকায় রয়েছে- সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বপাত্রহাটি এবং বেলোয়া। জয়পুর ব্লকের রাজু গ্রাম, বিষ্ণুপুর ব্লকের ভড়া কলেজ আবাসনও।

খাতড়া মহকুমায় কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে খাতড়ার সিনেমা তলা। হীড়বাঁধ ব্লকের তিনশুলিয়া। সারেঙ্গা ব্লকের দুটি গ্রাম। ইন্দপুর ব্লকের পায়রাচালি, ভালুকা ও গৌরবাজার গ্রামের কয়েকটি এলাকা ৷ তালডাংরার বিবড়দা ও সিমলাপালের পার্শোলা গ্রামের একটি করে জায়গায় জারি করা হবে কনটেইনমেন্ট জ়োন। আজ বিকেল পাঁচটার পর থেকে এই এলাকাগুলিতে সম্পূর্ণভাবে লকডাউন কার্যকরী করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সকল পরিষেবা ৷ কনটেইনমেন্ট জ়োন এলাকাগুলিতে চলবে পুলিশি টহলদারি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.