বাঁকুড়া, 27 জুন : দুর্নীতির অভিযোগে তিন নেতাকে শোকজ় করল তৃণমূল । শোকজ় করা হয়েছে বাঁকুড়া জেলার বর্ষীয়ান নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে । বর্তমানে তিনি বিষ্ণুপুর পৌরসভার পৌরপ্রধান ছিলেন । শোকজ় করা হয়েছে তালডাংরা ব্লকের যুবসভাপতি তাপস সুদ ও পাত্রসায়রের দলের ব্লক সভাপতি পার্থপ্রতীম সিংহকেও।
এদিন বাঁকুড়ায় দলের সভাপতি শুভাশিস বটব্যাল এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন । তিনি বলেন, “কোরোনার রেশনদ্রব্য নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে দলের এই তিন নেতার বিরুদ্ধে । কোভিড বা আমফানে যা ত্রাণ এসেছে বা বিলি হয়েছে সে বিষয়ে দলের স্পষ্ট নির্দেশ ছিল, যাতে কোনও নেতা বা কর্মী মাথা না গলায় । এই বিষয়ে প্রশাসনকে বলা হয়েছে তারা ত্রাণের বিষয়টি পুরোপুরি দেখবে । কিন্তু, এরপরও ওই তিনজনের বিরুদ্ধে ত্রাণ নিয়ে দুর্নীতি করার অভিযোগ ওঠে । এছাড়াও একজনের বিরুদ্ধে বালিপাচার নিয়েও অভিযোগ রয়েছে।”
শুভাশিষ বটব্যাল আরও জানান, “এদের আজ শোকজ়ের চিঠি পাঠানো হয়েছে । প্রতেককে আগামী 48 ঘন্টার মধ্যে চিঠির উত্তর দিতে বলা হয়েছে।”
BJP-এর বাঁকুড়া জেলাসভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, “এটা ওদের দলের অভ্যন্তরীণ ব্যাপার । তবে ওদের পুরো দলটাই তো দুর্নীতিগ্রস্ত ৷ কাকে ছেড়ে কাকে ধরবে ? ত্রাণের চাল তৃণমূল নেতাদের ঘরে ঢুকেছে আর তাছাড়া দলের অধিকাংশই বালি, কয়লা আর পাথরের দুর্নীতির সঙ্গে জড়িত।”