ETV Bharat / state

পুরোহিতকে কোপ, গণপিটুনিতে মৃত্যু যুবকের - Youth beaten to death in Alipurduar

ধারালো অস্ত্র দিয়ে পুরোহিতকে কোপাচ্ছিল যুবক । স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচেন পুরোহিত । কিন্তু, গণপিটুনিতে মৃত্যু হয় ওই যুবকের । ঘটনাটি আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জের ।

আক্রান্ত পুরোহিত ও তাঁর ভাই
author img

By

Published : Sep 9, 2019, 4:36 AM IST

Updated : Sep 9, 2019, 7:43 AM IST

আলিপুরদুয়ার, 9 সেপ্টেম্বর : রোজকার মতো মন্দিরে পুজো করছিলেন । হঠাৎ এক যুবক ধারালো অস্ত্র নিয়ে মন্দিরে ঢোকে । তারপর ওই পুরোহিতকে এলোপাথারি কোপাতে শুরু করে । দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন । পুরোহিতকে উদ্ধার করে । গণপিটুনি দিয়ে মেরে ফেলে ওই যুবককে । আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ এলাকার ঘটনা ।

হ্যামিলটনগঞ্জের বাসরা নদীর কাছে 35 বছর ধরে শ্মশান কালী মন্দিরে পুরোহিতের কাজ করছেন অর্ধেন্দু দত্ত । রোজকার মতো গতকালও মন্দিরে পুজো করতে আসেন । সেইসময় রাজলাল শা নামে এক যুবক মন্দিরে ধারালো অস্ত্র নিয়ে ঢোকে । চড়াও হয় অর্ধেন্দুর উপর । এলোপাথারি কোপাতে থাকে । বিষয়টি দেখতে পেয়ে দাদাকে বাঁচাতে এগিয়ে আসেন সমীর দত্ত । তাঁর উপরও রাজলাল চড়াও হয় । ঘটনাটি দেখে ফেলে কয়েকজন স্থানীয় ব্যক্তি । তাঁরা ছুটে আসেন । হাতেনাতে ধরে ফেলেন ওই যুবককে । এরপর শুরু হয় মারধর । স্থানীয়দের মারে সেখানেই মৃত্যু হয় রাজলালের ।

আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত অর্ধেন্দু দত্ত ও তাঁর ভাই সমীর দত্ত । ওই হাসপাতালেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রাজলালের দেহ ।

আক্রান্ত অর্ধেন্দুর দাবি, পুরোনো কোনও শত্রুতার জন্যই তাঁর উপর হামলা করেছিল ওই যুবক । কিন্তু কী সেই পুরোনো শত্রুতা সে সম্পর্কে কিছুই বলতে পারেননি তিনি । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আলিপুরদুয়ার, 9 সেপ্টেম্বর : রোজকার মতো মন্দিরে পুজো করছিলেন । হঠাৎ এক যুবক ধারালো অস্ত্র নিয়ে মন্দিরে ঢোকে । তারপর ওই পুরোহিতকে এলোপাথারি কোপাতে শুরু করে । দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন । পুরোহিতকে উদ্ধার করে । গণপিটুনি দিয়ে মেরে ফেলে ওই যুবককে । আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ এলাকার ঘটনা ।

হ্যামিলটনগঞ্জের বাসরা নদীর কাছে 35 বছর ধরে শ্মশান কালী মন্দিরে পুরোহিতের কাজ করছেন অর্ধেন্দু দত্ত । রোজকার মতো গতকালও মন্দিরে পুজো করতে আসেন । সেইসময় রাজলাল শা নামে এক যুবক মন্দিরে ধারালো অস্ত্র নিয়ে ঢোকে । চড়াও হয় অর্ধেন্দুর উপর । এলোপাথারি কোপাতে থাকে । বিষয়টি দেখতে পেয়ে দাদাকে বাঁচাতে এগিয়ে আসেন সমীর দত্ত । তাঁর উপরও রাজলাল চড়াও হয় । ঘটনাটি দেখে ফেলে কয়েকজন স্থানীয় ব্যক্তি । তাঁরা ছুটে আসেন । হাতেনাতে ধরে ফেলেন ওই যুবককে । এরপর শুরু হয় মারধর । স্থানীয়দের মারে সেখানেই মৃত্যু হয় রাজলালের ।

আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত অর্ধেন্দু দত্ত ও তাঁর ভাই সমীর দত্ত । ওই হাসপাতালেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রাজলালের দেহ ।

আক্রান্ত অর্ধেন্দুর দাবি, পুরোনো কোনও শত্রুতার জন্যই তাঁর উপর হামলা করেছিল ওই যুবক । কিন্তু কী সেই পুরোনো শত্রুতা সে সম্পর্কে কিছুই বলতে পারেননি তিনি । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:আলিপুরদুয়ার:- ধারালো অস্ত্র দিয়ে শ্মশান মন্দিরের পুরোহিত কে এলোপাতাড়ি কোপানোর অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করল জনতা।


Body:অভিযুক্ত যুবকের অস্ত্রের কোপে গুরুতর জখম আরেক যুবক ।ক্ষিপ্ত জনতার গণপিটুনিতে মৃত অভিযুক্ত দুষ্কৃতী ।অভিযুক্তের ধারালো অস্ত্রের কোপে আলিপুরদুয়ার হাসপাতলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মন্দিরের পুরোহিত এবং এক যুবক । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ এলাকায় । হ্যামিল্টনগঞ্জের বাসরা নদীর ধারে দীর্ঘ ৩৫ বছর ধরে শ্মশানের পুরোহিতের কাজ করছেন অর্ধেন্দু দত্ত ।রোজকার মতো এদিনও তিনি দুপুরে শ্মশানের মন্দিরে পুজো করতে আসেন । অভিযোগ হঠাৎ তার ওপর ধারালো ভোজালি(খুকড়ি) নিয়ে চড়াও হয় অভিযুক্ত রাজ লাল শা । অভিযুক্ত রাজ লাল শা আচমকাই ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন মন্দিরের পুরোহিত অর্ধেন্দু দত্তের উপর। বিষয়টি দেখতে পেয়েই মন্দিরের পুরোহিত কে বাঁচাতে চেষ্টা করেন তার সম্পর্কের ভাই সমীর দত্ত। অভিযোগ সমীর দত্ত কেউ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন অভিযুক্ত রাজ লাল শা। অভিযুক্তের ধারালো অস্ত্রের কোপে মাটিতে লুটিয়ে পড়েন মন্দিরের পুরোহিত এবং তার সম্পর্কের ভাই। ঘটনা দেখে ফেলেন এলাকার কিছু প্রত্যক্ষদর্শী। ঘটনাস্থলেই প্রত্যক্ষদর্শীরা মিলিতভাবে জাপটে ধরেন অভিযুক্তকে। চলে গণপ্রহার। উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিযুক্ত রাজ লালের। রাজ লালের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম শ্মশান মন্দিরের পুরোহিত অর্ধেন্দু দত্ত এবং তার ভাই সমীর দত্ত কে আলিপুরদুয়ার হাসপাতলে ভর্তি করা হয়েছে। গণপিটুনিতে নিহত রাজ লালের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতাল নিয়ে আসা হয়েছে।


Conclusion:আলিপুর ধরে পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত চলছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
Last Updated : Sep 9, 2019, 7:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.