আলিপুরদুয়ার, 9 সেপ্টেম্বর : রোজকার মতো মন্দিরে পুজো করছিলেন । হঠাৎ এক যুবক ধারালো অস্ত্র নিয়ে মন্দিরে ঢোকে । তারপর ওই পুরোহিতকে এলোপাথারি কোপাতে শুরু করে । দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন । পুরোহিতকে উদ্ধার করে । গণপিটুনি দিয়ে মেরে ফেলে ওই যুবককে । আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ এলাকার ঘটনা ।
হ্যামিলটনগঞ্জের বাসরা নদীর কাছে 35 বছর ধরে শ্মশান কালী মন্দিরে পুরোহিতের কাজ করছেন অর্ধেন্দু দত্ত । রোজকার মতো গতকালও মন্দিরে পুজো করতে আসেন । সেইসময় রাজলাল শা নামে এক যুবক মন্দিরে ধারালো অস্ত্র নিয়ে ঢোকে । চড়াও হয় অর্ধেন্দুর উপর । এলোপাথারি কোপাতে থাকে । বিষয়টি দেখতে পেয়ে দাদাকে বাঁচাতে এগিয়ে আসেন সমীর দত্ত । তাঁর উপরও রাজলাল চড়াও হয় । ঘটনাটি দেখে ফেলে কয়েকজন স্থানীয় ব্যক্তি । তাঁরা ছুটে আসেন । হাতেনাতে ধরে ফেলেন ওই যুবককে । এরপর শুরু হয় মারধর । স্থানীয়দের মারে সেখানেই মৃত্যু হয় রাজলালের ।
আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত অর্ধেন্দু দত্ত ও তাঁর ভাই সমীর দত্ত । ওই হাসপাতালেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রাজলালের দেহ ।
আক্রান্ত অর্ধেন্দুর দাবি, পুরোনো কোনও শত্রুতার জন্যই তাঁর উপর হামলা করেছিল ওই যুবক । কিন্তু কী সেই পুরোনো শত্রুতা সে সম্পর্কে কিছুই বলতে পারেননি তিনি । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।