ETV Bharat / state

জেলা সভাপতি চলে গেলেও দলের কিছু যায় আসে না: দিলীপ ঘোষ

রবিবার আলিপুরদুয়ারে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সম্প্রতি আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি যোগ দিয়েছেন তৃণমূলে । এই বিষয়ে তিনি বলেন, জেলা সভাপতি চলে গেলেও দলের কিছু যায় আসে না ।

alipurduar
জেলা সভাপতি চলে গেলেও দলের কিছু যায় আসে না: দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 27, 2021, 7:55 PM IST

আলিপুরদুয়ার, 27 জুন: আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি সম্প্রতি যোগ দিয়েছেন তৃণমূলে । তারপর জেলাজুড়ে চলছে বিজেপিতে ভাঙন । ঠিক সেই সময়ে দলের জেলার সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার আলিপুরদুয়ার জেলায় এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘বিজেপি দলে কোনও ভাঙন হয়নি । বিজেপির জেলা সভাপতি চলে গেলেও দলের কিছু যায় আসে না ।’’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, দলের কার্যকর্তারা কেউ তৃণমূলে যাননি । দু‘-চারজনকে লোভ আর ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে । কসবার ভুয়ো আইএএস কাণ্ডে রাজ্যের মন্ত্রীরা এমনকি মুখ্যমন্ত্রীও জড়িত আছেন বলে সন্দেহ প্রকাশ করেন তিনি । আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা উত্তরবঙ্গকে পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে যতই সওয়াল করুন না কেন, বাস্তবে দলীয় সাংসদের ঠিক বিপরীত পথে হাঁটলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

জেলা সভাপতি চলে গেলেও দলের কিছু যায় আসে না: দিলীপ ঘোষ

আরও পড়ুন: ভ্যাকসিন-কাণ্ডে রাজ্য সরকারকে ভুয়ো বলে কটাক্ষ দিলীপের

রবিবার আলিপুরদুয়ারের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কারুর ব্যাক্তিগত দাবি বা মন্তব্যকে বিজেপির মতো দল মান্যতা দেয় না । এছাড়া রাজ্যে উপনির্বাচনে হওয়ার আগে পুরসভা নির্বাচনের দাবিতে সরব হন বিজেপির রাজ্য সভাপতি ।

আলিপুরদুয়ার, 27 জুন: আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি সম্প্রতি যোগ দিয়েছেন তৃণমূলে । তারপর জেলাজুড়ে চলছে বিজেপিতে ভাঙন । ঠিক সেই সময়ে দলের জেলার সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার আলিপুরদুয়ার জেলায় এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘বিজেপি দলে কোনও ভাঙন হয়নি । বিজেপির জেলা সভাপতি চলে গেলেও দলের কিছু যায় আসে না ।’’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, দলের কার্যকর্তারা কেউ তৃণমূলে যাননি । দু‘-চারজনকে লোভ আর ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে । কসবার ভুয়ো আইএএস কাণ্ডে রাজ্যের মন্ত্রীরা এমনকি মুখ্যমন্ত্রীও জড়িত আছেন বলে সন্দেহ প্রকাশ করেন তিনি । আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা উত্তরবঙ্গকে পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে যতই সওয়াল করুন না কেন, বাস্তবে দলীয় সাংসদের ঠিক বিপরীত পথে হাঁটলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

জেলা সভাপতি চলে গেলেও দলের কিছু যায় আসে না: দিলীপ ঘোষ

আরও পড়ুন: ভ্যাকসিন-কাণ্ডে রাজ্য সরকারকে ভুয়ো বলে কটাক্ষ দিলীপের

রবিবার আলিপুরদুয়ারের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কারুর ব্যাক্তিগত দাবি বা মন্তব্যকে বিজেপির মতো দল মান্যতা দেয় না । এছাড়া রাজ্যে উপনির্বাচনে হওয়ার আগে পুরসভা নির্বাচনের দাবিতে সরব হন বিজেপির রাজ্য সভাপতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.