আলিপুরদুয়ার, 5 ডিসেম্বর : আগামী দুই মাসের মধ্যে চা শ্রমিকদের মজুরি বাড়বে ৷ গতকাল আলিপুরদুয়ারের সাহেবপোতায় দলীয় সভায় যোগ দিতে এসে এই ঘোষণা করেন তৃণমূল নেতা ও রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক । পাশাপাশি সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নেন তিনি। বলেন, 2016-এর বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন সাতটি চা বাগান অধিগ্রহণ করা হবে । কিন্তু, বাস্তবে তা হয়নি ৷
বর্তমান কোরোনা পরিস্থিতি নিয়ে বিজেপিকে নিশানা করেন মলয় ৷ বলেন, কোরোনা ভাইরাসকে প্রতিরোধ করতে রাজ্য সরকার ক্রমাগত কাজ করে চলেছে । তৃণমূল নেতা-কর্মীরা ময়দানে নেমেছেন ৷ মানুষের সাহায্য করছেন । সেখানে বিজেপি ঘর থেকে বের হয়নি।
চা বাগান অধিগ্রহণ ইশুতে মোদি সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, ডুয়ার্সে সাতটি চা বাগান অধিগ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র । কিন্তু কার্যত একটি চা বাগানও খোলেনি । তিনি দাবি করেন, সেই বাগানগুলি খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি সভামঞ্চ থেকে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণাও করেন তিনি ৷ বলেন, চা শ্রমিকদের মজুরি 67 টাকা থেকে বাড়িয়ে 176 টাকা করেছে রাজ্য সরকার। আগামী দুই মাসের মধ্যে চা শ্রমিকদের মজুরি আরও বাড়বে ।
গতকালের সভায় মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে সহ অন্যান্য তৃণমূল নেতারা ।