আলিপুরদুয়ার, 12 জুলাই: 2021 বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় পাঁচটি আসনেই জিতেছিল বিজেপি । এবার সেই বিজেপির গড়েই ঝড়ে পড়ল পদ্মের পাঁপড়ি। আলিপুরদুয়ার জেলা পরিষদ কার্যত একক ভাবে দখল করে নিল তৃণমূল কংগ্রেস । আগামী বছর লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্বের কাছে এই ফল অশনি সংকেত বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
উত্তরবঙ্গ নিজেদের শক্ত ঘাঁটি বলে শ্লাঘা বোধ করতেন রাজ্য বিজেপি নেতৃত্ব । 19-এর লোকসভা এবং পরে 21-এর বিধানসভা ভোটেও এখানে এক তরফা গেরুয়া আবীর উড়িয়েছিল বিজেপি । কিন্তু তাদের বিজয়রথ থামল পঞ্চায়েত ভোটে । জেলায় ঘাসফুলের কাছে ধরাশায়ী হল পদ্ম ফুল । জানা গিয়েছে, জেলায় 18টি জেলা পরিষদ আসনের মধ্যে সবকটিতেই জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা । শুধু তাই নয়, আলিপুরদুয়ার জেলার ছয়টি পঞ্চায়েত সমিতিতেই উড়েছে ঘাসফুলের পতাকা । পাশাপাশি, আলিপুরদুয়ার পঞ্চায়েত সমিতির মোট 189টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 132টি আসন, বিজেপি পেয়েছে 34টি আসন ও একটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী।
বিজেপির জেলা সভাপতি ভূষণ মোদক নিজেই তাঁর বুথে হেরে গিয়েছেন বলে খবর। আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন, "মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি আস্থা রেখেছেন। বিজেপি লোকসভা বা বিধানসভা ভোটে যা আশ্বাস দিয়েছিল তার কিছুই করেনি। মানুষ বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্য়ায় যা বলেন তাই করেন। বিধানসভা নির্বাচনের সময় নেত্রী লক্ষ্মীর ভাণ্ডারের কথা ঘোষনা করে বাস্তবে রূপ দিয়েছেন । চা শ্রমিকরা জোহার প্রকল্পে ভাতা পাচ্ছেন। ফলে সরকারের পরিষেবা মানুষ পাচ্ছেন বলেই মানুষ আলিপুরদুয়ারে বিজেপিকে বর্জন করে আমাদের আশীর্বাদ করেছেন।" আগামী লোকসভা নির্বাচনেও আলিপুরদুয়ার থেকে বিজেপি সাফ হয়ে যাবে বলেও দাবি করেছেন তিনি ।
এদিকে আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি ভূষণ মোদক বলেন, "ভোটের নামে প্রহসন হয়েছে। মানুষ তার রায় সঠিক ভাবে দেওয়ার সুযোগ পাননি। ভোটে দেদার ছাপ্পা হয়েছে। কাউন্টিং হলে বিরোধীদের তাড়িয়ে দেওয়া হয়েছে। জোর করে তৃণমূল কংগ্রেসকে জেতানো হয়েছে। এর জবাব মানুষ আগামী লোকসভা নির্বাচনে দেবে।"
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে মামলার চূড়ান্ত নির্দেশের উপর: হাইকোর্ট
আলিপুরদুয়ার জেলার 64টি গ্রামপঞ্চায়েতের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে 55টি গ্রামপঞ্চায়েত, বিজেপির দখলে এসেছে তিনটি গ্রামপঞ্চায়েত এবং ছয়টি গ্রামপঞ্চায়েতে ফল ত্রিশঙ্কু হয়েছে । 2018 সালে যেখানে তৃণমূল কংগ্রেস 64টি গ্রামপঞ্চায়েতের মধ্যে 40টি গ্রামপঞ্চায়েত নিজেদের দখলে রাখতে পেরেছিল। সেখানে এবার 55টি গ্রামপঞ্চায়েত দখল করল ঘাসফুল শিবির। মোটের উপর লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি বিরাট অঙ্কের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়েছিল। এবং পরবর্তীতে 21-এর বিধানসভায় পাঁচটি বিধানসভা আসনের সবকটিতেই বিজেপি জিতেছিল, সেখানে পঞ্চায়েতে বিজেপিকে আলিপুরদুয়ার জেলা থেকে ধুয়ে মুছে সাফ করে দিল তৃণমূল কংগ্রেস ।