ETV Bharat / state

পুজো করার প্রতিশ্রুতি দিয়ে পাচারের চেষ্টা ? গ্রেপ্তার 3

author img

By

Published : Jul 8, 2019, 5:55 AM IST

এক মহিলাকে পাচারের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি আলিপুরদুয়ারের ।

ছবিটি প্রতীকী

আলিপুরদুয়ার, 8 জুলাই : কখনও মাতৃপুজো বা কুমারীপুজোর আশ্বাস, কখনও আবার চাকরি বা মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি । কয়েকদিন ধরে এক মহিলাকে এমন নানা প্রস্তাব দিচ্ছিল কয়েকজন ব্যক্তি । ঘটনাটি আলিপুরদুয়ার-2 ব্লকের দক্ষিণ পারোকাটার । অবশেষে গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ ।

মাতৃপুজো বা কুমারীপুজোর জন্য নাকি ছয় ফুট উচ্চতার এক অবিবাহিত মহিলা প্রয়োজন । তাই আলিপুরদুয়ার-2 ব্লকের এক মহিলাকে অন্যত্র নিয়ে যেতে কিছুদিন ধরে কয়েকজন নানা প্রস্তাব দিচ্ছিল । অভিযুক্তরা গত কয়েকদিনে 5 বার ওই মহিলার বাড়িতে গিয়ে তাঁকে চাকরির প্রস্তাব দেয় । শনিবার রাতে ফের পাঁচজন গাড়ি চেপে ওই মহিলার বাড়ি যায় । তাঁদের মধ্যে এক রাজনৈতিক দলের স্থানীয় নেত্রীও ছিল । সেদিন অভিযুক্তরা মহিলাকে ২০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেয় । ওই মহিলা তখন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তিন অভিযুক্তকে ধরে ফেলে । তবে গন্ডগোলের সুযোগে রাজনৈতিক দলের নেত্রী ও তার এক সঙ্গী গাড়ি চেপে পালিয়ে যায় । স্থানীয়রা পুলিশে খবর দেন । খবর পেয়ে ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশ এসে তিনজনকে গ্রেপ্তার করে।

রবিবার তিন অভিযুক্তকে পুলিশ আলিপুরদুয়ার আদালতে তুলে 10 দিনের হেপাজতে চায় । আদালত ধৃতদের সাত দিনের পুলিশ হেপাজতে পাঠিয়েছে । পাচার নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল অভিযুক্তদের, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আলিপুরদুয়ার, 8 জুলাই : কখনও মাতৃপুজো বা কুমারীপুজোর আশ্বাস, কখনও আবার চাকরি বা মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি । কয়েকদিন ধরে এক মহিলাকে এমন নানা প্রস্তাব দিচ্ছিল কয়েকজন ব্যক্তি । ঘটনাটি আলিপুরদুয়ার-2 ব্লকের দক্ষিণ পারোকাটার । অবশেষে গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ ।

মাতৃপুজো বা কুমারীপুজোর জন্য নাকি ছয় ফুট উচ্চতার এক অবিবাহিত মহিলা প্রয়োজন । তাই আলিপুরদুয়ার-2 ব্লকের এক মহিলাকে অন্যত্র নিয়ে যেতে কিছুদিন ধরে কয়েকজন নানা প্রস্তাব দিচ্ছিল । অভিযুক্তরা গত কয়েকদিনে 5 বার ওই মহিলার বাড়িতে গিয়ে তাঁকে চাকরির প্রস্তাব দেয় । শনিবার রাতে ফের পাঁচজন গাড়ি চেপে ওই মহিলার বাড়ি যায় । তাঁদের মধ্যে এক রাজনৈতিক দলের স্থানীয় নেত্রীও ছিল । সেদিন অভিযুক্তরা মহিলাকে ২০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেয় । ওই মহিলা তখন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তিন অভিযুক্তকে ধরে ফেলে । তবে গন্ডগোলের সুযোগে রাজনৈতিক দলের নেত্রী ও তার এক সঙ্গী গাড়ি চেপে পালিয়ে যায় । স্থানীয়রা পুলিশে খবর দেন । খবর পেয়ে ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশ এসে তিনজনকে গ্রেপ্তার করে।

রবিবার তিন অভিযুক্তকে পুলিশ আলিপুরদুয়ার আদালতে তুলে 10 দিনের হেপাজতে চায় । আদালত ধৃতদের সাত দিনের পুলিশ হেপাজতে পাঠিয়েছে । পাচার নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল অভিযুক্তদের, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:আলিপুরদুয়ারঃ-মাতৃপূজা এবং কুমারী পুজোর জন্য দরকার ছয় ফুট উচ্চতার অবিবাহিত মহিলা।তার সন্ধান পাওয়া গেল আলিপুরদুয়ার ২ নং ব্লকের দক্ষিন পারোকাটায়।এর পর থেকেই বহিরাগত অপরিচিত মানুষদের আনাগোনা শুরু ওই মহিলার বাড়িতে।কখনও চাকরির প্রলোভন কখনও ২০ লাখ টাকার টোপ দিয়ে ওই মহিলাকে নিয়ে মাতৃপুজা,এবং কুমারী পুজো করার প্রস্তাব।

Body:অবশেষে গ্রামবাসীর সহায়তায় হাতে নাতে পুলিশের জালে ধরা পড়লো মানব পাচার চক্রের সাথে জড়িত সন্দেহে তিন পান্ডা।পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক বিজেপির নেত্রীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে ওই মহিলা। অভিযুক্ত ওই নেত্রী পলাতক।গোটা ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে আলিপুরদুয়ার ২ নং ব্লকে।

রবিবার তিন অভিযুক্তকে শামুকতলা থানার ভাটিবাড়ি ফাড়ির পুলিশ ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আলিপুরদুয়ার আদালতে পেশ করে। ধৃতদের সাত দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করে আদালত।

আলিপুরদুয়ার ২ নং ব্লকের দক্ষিণ পারোকাটার বারুই পাড়ার বাসিন্দা অশতিপর বৃদ্ধ শচিন্দ্র নাথ নন্দী, তার স্ত্রী এবং তার অসুস্থ অবিবাহিত কন্যা প্রায় সাড়ে ছ'ফুট উচ্চতার বছর পয়তাল্লিশের শীলা দেবি একই বাড়িতে থাকেন।মাস দুয়েক ধরেই শীলা দেবিকে নানা অছিলায় প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে যেতে চাইছিলো পাচারকারি দলটি।
শনিবার রাতেও একই কান্ড ঘটায় অভিযুক্তরা। তারা পাচ জনে মিলে একটি সাদা গাড়ি করে স্থানীয় বিজেপি নেত্রীর সাথে শীলা দেবির বাড়িতে আসেন।তিনজন বাড়িতে ঢোকেন দুজন গাড়িতে অপেক্ষা করেন। শীলা দেবিকে এদিনও অভিযুক্তরা ২০ লাখ টাকার প্রলোভন দিয়ে মাতৃপূজা, এবং কুমারী পুজোর প্রস্তাব দেয়। এবং ফিতে নিয়ে শীলা দেবির উচ্চতাও মাপতে যান দুজন।ভয়ে শীলা দেবি ঘরে ঢুকে চিৎকার চেচামেচি জুড়ে দেন। এর পর গ্রামবাসীরা এসে ঘিরে ধরেন অভিযুক্তদের। খবর দেওয়া হয় পুলিশে। ভাটিবাড়ি থানার পুলিশ এসে ঘটনা স্থল থেকে তিন জনকে গ্রেপ্তার করে। তবে ভিড়ে অভিযুক্ত ওই বিজেপি নেত্রী সহ গাড়িতে বসে থাকা বাকি দুজন কোনমতে পালিয়ে যান।

শীলা নন্দী জানিয়েছেন অভিযুক্তরা এই প্রথম তাদের বাড়িতে আসেনি। এর আগেও পাচ বার তারা শীলা দেবি কে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছে।গোটা ঘটনা গ্রামের সবাইকে জানিয়েছি। তারাই ওদের ঘিরে ধরে পুলিশে খবর দেয়।

ভাটিবাড়ি ফাড়ির ওসি জানিয়েছেন অভিযুক্তরা হলো ঝুটন সরকার, সুশান্ত অধিকারী, সুভাষ বর্মন। এর মধ্যে ঝুটন সরকার এবং সুশান্ত অধিকারী কোচবিহারের বাসিন্দা। সুভাষ স্থানীয় যুবক। জানা গেছে অভিযুক্ত ঝুটন সরকার কোচবিহারে একটি প্যাথলজিকাল ল্যাবের মালিক।ওসি জানান এই চক্রের সাথে আরও কয়েকজন জড়িত। তাদের খোজ চলছে।

গোটা ঘটনায় এলাকার মানুষের মনে প্রশ্ন অবিবাহিত সাড়ে ছ'ফুট উচ্চতার এই মহিলাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে কি করার উদ্দেশ্যে ছিলো? গোটা দলটির। মাতৃপুজা বা কুমারি পুজোর উদ্দেশ্যেই বা কি? কেন ২০ লাখ টাকার প্রস্তাব দেওয়া হচ্ছিল অসুস্থ দির্ঘ দেহী অবিবাহিত ওই মহিলাকে।

Conclusion:একই প্রশ্ন তুলেছেন এলাকার গ্রাম পঞ্চায়েত মনোরঞ্জন বর্মন। তিনি বলেন কি কারনে পূজো দেবার কথা বলছে। মাতৃ পুজোই বা কি? কেনই বা ২০ লাখ টাকার প্রস্তাব কিছুই বুঝতে পারছি না। পুলিশ তদন্ত করলেই সব বেড় হবে।



ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.