ETV Bharat / state

করোনা প্রতিরোধে চা শ্রমিকদের জন্য অভিনব উদ্যোগ আলিপুরদুয়ারে

চা বাগানের শ্রমিকদের করোনার প্রকোপ থেকে রক্ষা করতে অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার মাঝের ডাবরি বাগান কর্তৃপক্ষ ।

tea-labourers-taking-vapour-to-prevent-coronavirus-at-alipurduar
করোনা প্রতিরোধে চা শ্রমিকদের জন্য অভিনব উদ্যোগ আলিপুরদুয়ারে
author img

By

Published : Jun 6, 2021, 7:41 PM IST

আলিপুরদুয়ার, 6 জুন: রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত রাজ্য সরকার । করোনার উপর লাগাম আনতে আরোপ করা হয়েছে বেশকিছু বিধিনিষেধ। ইতিমধ্যেই চা-বাগান গুলিকে 50% শ্রমিক দিয়ে কাজ করার নির্দেশিকা জারি করা হয়েছে । চা বাগানের করোনার প্রভাব নিয়ে যথেষ্টই চিন্তিত বাগান কর্তৃপক্ষ । উত্তরের চা শ্রমিক মহল্লায় করোনা যদি থাবা বসায়, তাহলে কোনওভাবেই তা রোখা যাবে না বলে মনে করছেন বাগান মালিকরা । তাই চা শ্রমিকদের করোনার প্রকোপ থেকে বাঁচাতে অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার মাঝের ডাবরি বাগান কর্তৃপক্ষ ।

বাগানের প্রত্যেকটি শ্রমিকের জন্য দুবেলা করে বাধ্যতামূলকভাবে গরম জলে ভাপ নেওয়ার ব্যবস্থা করল চা বাগান কর্তৃপক্ষ । একেবারে ঘরোয়া পদ্ধতিতে বাগানের কারখানায় বসানো হল বাষ্প মেশিন । যেটিকে দিনে দু বেলা - বেলা এগারোটা এবং বিকেল পাঁচটার সময় চালু করা হয় । সেখানেই লাইন করে দাঁড়িয়ে প্রতিনিয়ত এই গরম জলের ভাপ নেন বাগানের প্রায় দেড় হাজার শ্রমিক ।

আরও পড়ুন : কোভ্যাকসিন-স্পুটনিক ভি নেওয়া থাকলেও আমেরিকায় পড়তে ফের নিতে হবে টিকা

চা শ্রমিকদের জন্য অভিনব উদ্যোগ

মাঝের ডাবরি বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানান, শ্রমিকদের প্রথমে বাড়িতে গরম জলের ভাপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল । কিন্তু প্রত্যেকটি শ্রমিক পরিবারের পক্ষে তা করা সম্ভব হয়নি । তাই ঘরোয়া পদ্ধতিতে একটি প্রেশার কুকারের মধ্যে জল ফুটিয়ে একটি পাইপ যুক্ত করে তার মাধ্যমে গরম বাষ্প বার করা হচ্ছে ।

আলিপুরদুয়ার, 6 জুন: রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত রাজ্য সরকার । করোনার উপর লাগাম আনতে আরোপ করা হয়েছে বেশকিছু বিধিনিষেধ। ইতিমধ্যেই চা-বাগান গুলিকে 50% শ্রমিক দিয়ে কাজ করার নির্দেশিকা জারি করা হয়েছে । চা বাগানের করোনার প্রভাব নিয়ে যথেষ্টই চিন্তিত বাগান কর্তৃপক্ষ । উত্তরের চা শ্রমিক মহল্লায় করোনা যদি থাবা বসায়, তাহলে কোনওভাবেই তা রোখা যাবে না বলে মনে করছেন বাগান মালিকরা । তাই চা শ্রমিকদের করোনার প্রকোপ থেকে বাঁচাতে অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার মাঝের ডাবরি বাগান কর্তৃপক্ষ ।

বাগানের প্রত্যেকটি শ্রমিকের জন্য দুবেলা করে বাধ্যতামূলকভাবে গরম জলে ভাপ নেওয়ার ব্যবস্থা করল চা বাগান কর্তৃপক্ষ । একেবারে ঘরোয়া পদ্ধতিতে বাগানের কারখানায় বসানো হল বাষ্প মেশিন । যেটিকে দিনে দু বেলা - বেলা এগারোটা এবং বিকেল পাঁচটার সময় চালু করা হয় । সেখানেই লাইন করে দাঁড়িয়ে প্রতিনিয়ত এই গরম জলের ভাপ নেন বাগানের প্রায় দেড় হাজার শ্রমিক ।

আরও পড়ুন : কোভ্যাকসিন-স্পুটনিক ভি নেওয়া থাকলেও আমেরিকায় পড়তে ফের নিতে হবে টিকা

চা শ্রমিকদের জন্য অভিনব উদ্যোগ

মাঝের ডাবরি বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানান, শ্রমিকদের প্রথমে বাড়িতে গরম জলের ভাপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল । কিন্তু প্রত্যেকটি শ্রমিক পরিবারের পক্ষে তা করা সম্ভব হয়নি । তাই ঘরোয়া পদ্ধতিতে একটি প্রেশার কুকারের মধ্যে জল ফুটিয়ে একটি পাইপ যুক্ত করে তার মাধ্যমে গরম বাষ্প বার করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.