ETV Bharat / state

বিজেপিই পারে চা বাগান শ্রমিকদের দুর্দশা মেটাতে, অ্যাম্বুল্যান্স ইস্যুতে মন্তব্য শুভেন্দুর - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari Criticises Health Depatrment: চা বাগানগুলিতে স্বাস্থ্য পরিষেবা নিয়ে দীর্ঘ দিন ধরে অভিযোগ উঠে আসছে ৷ সম্প্রতি অ্যাম্বুল্যান্স না পাওয়ায় বিনা চিকিৎসায় এক শ্রমিকের মৃত্যুর খবর সামনে এসেছে ৷ সেই ইস্যুতে আজ রাজ্য সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 10:52 PM IST

চা বাগানের শ্রমিক দুর্দশা নিয়ে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর

জলপাইগুড়ি/আলিপুরদুয়ার, 16 ডিসেম্বর: অ্যাম্বুল্যান্স না পেয়ে বিনা চিকিৎসায় চা বাগানের শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছিল ৷ যে ঘটনায় আজ রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই ইস্যুতে শুভেন্দু জানান, একমাত্র বিজেপি চা বাগানের দরিদ্র শ্রমিকদের দাবি এবং অভাব-অভিযোগের সমাধান করতে পারবে ৷ অন্য কোনও রাজনৈতিক দল তা কোনও দিনই করবে না ৷ আলিপুরদুয়ারের বন্ধ ঢেকলাপাড়া চা বাগানের এক শ্রমিকের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায়, স্থানীয় বিধায়ক মনোজ টিগ্গা অভিযোগ করেন, অ্যাম্বুল্যান্স চেয়েও পাওয়া যায়নি ৷ এই ইস্যুতে সম্প্রতি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে বাড়ি ভাড়ার প্রসঙ্গ টানেন মাদারিহাট-বীরপাড়ার বিধায়ক ৷

শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন, রাজ্য সরকার উত্তরবঙ্গের জনজাতির উন্নয়নে কোনও কাজ করেনি ৷ বরং বিজেপি দেশ জুড়ে জনজাতির মানুষকে প্রথমসারিতে এনে বসিয়েছে ৷ একমাত্র বিজেপিই জনজাতির প্রতিনিধি হিসেবে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছে ৷ এমনকি সম্প্রতি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাছা হয়েছে একজন জনজাতিকে ৷ আর এই সবটাই বিজেপি তথা নরেন্দ্র মোদি করেছেন বলে দাবি করেন বিরোধী দলনেতা ৷ জনজাতির বঞ্চনার প্রসঙ্গেই চা বাগানের শ্রমিকদের বেহাল দশার কথা তুলে ধরেন তিনি ৷ অভিযোগ করেন, রাজ্য সরকার চা বাগানের দরিদ্র শ্রমিকদের কথা ভাবে না ৷ একমাত্র বিজেপি ক্ষমতায় এলেই চা বাগানের শ্রমিকদের উন্নয়ন সম্ভব বলে দাবি করেন শুভেন্দু ৷

ঢেকলা পাড়া চা বাগানে বিনা চিকিৎসায় শ্রমিকের মৃত্যুর অভিযোগে, রাজ্য সরকারকে নিশানা করেন স্থানীয় বিধায়ক মনোজ টিগ্গা ৷ তিনি বলেন, ‘‘আমার বিধানসভা কেন্দ্রের একটি চা বাগানের শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স চেয়ে পাওয়া যায়নি ৷ আমার এলাকায় এক শ্রমিক বিনা চিকিৎসায় মারা গেলেন ৷ দার্জিলিং, আলিপুরদুয়ারে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী ঘুরে বেড়ালেন ৷ কিন্তু, বন্ধ চা বাগান একটি বার দেখে যেতে পারলেন না ৷ এদিকে ভাইপোর বিয়েতে 80 জন ডাক্তার নিয়ে চললেন ৷ 1 লক্ষ 20 হাজার টাকার ভাড়া বাড়িতে কার্শিয়াংয়ে থাকলেন ৷ আর ঢেকলা পাড়া চা বাগানের শ্রমিক সুশীল ওঁরাও বিনা চিকিৎসায় মারা গেলেন ৷’’

তিনি অভিযোগ করেন, অ্যাম্বুল্যান্স না পাওয়ার বিষয় যেমন রয়েছে ৷ তেমনি চা বাগানের শ্রমিক এবং তাঁদের পরিবারের চিকিৎসায় সামান্য ওষুধ পর্যন্ত পাওয়া যায় না ৷ কিন্তু, প্রশ্ন হচ্ছে তিনি নিজে মাদারিহাট-বীরপাড়ার বিধায়ক ৷ তাহলে তিনি নিজে কেন এ নিয়ে বিধানসভায় বা স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলছেন না ? অন্যদিকে, অ্যাম্বুল্যান্স পরিষেবা না পাওয়া নিয়ে বীরপাড়া রাজ্য স্টেট জেনারেল হাসপাতালের সুপার চিকিৎসক কৌশিক গড়াই জানান, হাসপাতালের সব অ্যাম্বুল্যান্স খারাপ ৷ ফলে পরিষেবা দেওয়া যাচ্ছে না ৷

আরও পড়ুন:

  1. বেহাল রাস্তায় অমিল অ্যাম্বুল্যান্স, খাটিয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ায় তরুণী বধূ মৃত বামনগোলায়
  2. অমিল অ্যাম্বুল্যান্স, বাইকে দেহ নিয়ে হাসপাতালে পরিজন
  3. অ্যাম্বুল্যান্স চালকদের নিতে হবে নির্ধারিত ভাড়াই, জরুরি বৈঠকে সিদ্ধান্ত উত্তরবঙ্গ মেডিক্যালে

চা বাগানের শ্রমিক দুর্দশা নিয়ে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর

জলপাইগুড়ি/আলিপুরদুয়ার, 16 ডিসেম্বর: অ্যাম্বুল্যান্স না পেয়ে বিনা চিকিৎসায় চা বাগানের শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছিল ৷ যে ঘটনায় আজ রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই ইস্যুতে শুভেন্দু জানান, একমাত্র বিজেপি চা বাগানের দরিদ্র শ্রমিকদের দাবি এবং অভাব-অভিযোগের সমাধান করতে পারবে ৷ অন্য কোনও রাজনৈতিক দল তা কোনও দিনই করবে না ৷ আলিপুরদুয়ারের বন্ধ ঢেকলাপাড়া চা বাগানের এক শ্রমিকের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায়, স্থানীয় বিধায়ক মনোজ টিগ্গা অভিযোগ করেন, অ্যাম্বুল্যান্স চেয়েও পাওয়া যায়নি ৷ এই ইস্যুতে সম্প্রতি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে বাড়ি ভাড়ার প্রসঙ্গ টানেন মাদারিহাট-বীরপাড়ার বিধায়ক ৷

শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন, রাজ্য সরকার উত্তরবঙ্গের জনজাতির উন্নয়নে কোনও কাজ করেনি ৷ বরং বিজেপি দেশ জুড়ে জনজাতির মানুষকে প্রথমসারিতে এনে বসিয়েছে ৷ একমাত্র বিজেপিই জনজাতির প্রতিনিধি হিসেবে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছে ৷ এমনকি সম্প্রতি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাছা হয়েছে একজন জনজাতিকে ৷ আর এই সবটাই বিজেপি তথা নরেন্দ্র মোদি করেছেন বলে দাবি করেন বিরোধী দলনেতা ৷ জনজাতির বঞ্চনার প্রসঙ্গেই চা বাগানের শ্রমিকদের বেহাল দশার কথা তুলে ধরেন তিনি ৷ অভিযোগ করেন, রাজ্য সরকার চা বাগানের দরিদ্র শ্রমিকদের কথা ভাবে না ৷ একমাত্র বিজেপি ক্ষমতায় এলেই চা বাগানের শ্রমিকদের উন্নয়ন সম্ভব বলে দাবি করেন শুভেন্দু ৷

ঢেকলা পাড়া চা বাগানে বিনা চিকিৎসায় শ্রমিকের মৃত্যুর অভিযোগে, রাজ্য সরকারকে নিশানা করেন স্থানীয় বিধায়ক মনোজ টিগ্গা ৷ তিনি বলেন, ‘‘আমার বিধানসভা কেন্দ্রের একটি চা বাগানের শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স চেয়ে পাওয়া যায়নি ৷ আমার এলাকায় এক শ্রমিক বিনা চিকিৎসায় মারা গেলেন ৷ দার্জিলিং, আলিপুরদুয়ারে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী ঘুরে বেড়ালেন ৷ কিন্তু, বন্ধ চা বাগান একটি বার দেখে যেতে পারলেন না ৷ এদিকে ভাইপোর বিয়েতে 80 জন ডাক্তার নিয়ে চললেন ৷ 1 লক্ষ 20 হাজার টাকার ভাড়া বাড়িতে কার্শিয়াংয়ে থাকলেন ৷ আর ঢেকলা পাড়া চা বাগানের শ্রমিক সুশীল ওঁরাও বিনা চিকিৎসায় মারা গেলেন ৷’’

তিনি অভিযোগ করেন, অ্যাম্বুল্যান্স না পাওয়ার বিষয় যেমন রয়েছে ৷ তেমনি চা বাগানের শ্রমিক এবং তাঁদের পরিবারের চিকিৎসায় সামান্য ওষুধ পর্যন্ত পাওয়া যায় না ৷ কিন্তু, প্রশ্ন হচ্ছে তিনি নিজে মাদারিহাট-বীরপাড়ার বিধায়ক ৷ তাহলে তিনি নিজে কেন এ নিয়ে বিধানসভায় বা স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলছেন না ? অন্যদিকে, অ্যাম্বুল্যান্স পরিষেবা না পাওয়া নিয়ে বীরপাড়া রাজ্য স্টেট জেনারেল হাসপাতালের সুপার চিকিৎসক কৌশিক গড়াই জানান, হাসপাতালের সব অ্যাম্বুল্যান্স খারাপ ৷ ফলে পরিষেবা দেওয়া যাচ্ছে না ৷

আরও পড়ুন:

  1. বেহাল রাস্তায় অমিল অ্যাম্বুল্যান্স, খাটিয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ায় তরুণী বধূ মৃত বামনগোলায়
  2. অমিল অ্যাম্বুল্যান্স, বাইকে দেহ নিয়ে হাসপাতালে পরিজন
  3. অ্যাম্বুল্যান্স চালকদের নিতে হবে নির্ধারিত ভাড়াই, জরুরি বৈঠকে সিদ্ধান্ত উত্তরবঙ্গ মেডিক্যালে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.