ETV Bharat / state

বড়সড় দুর্ঘটনা এড়াল শিয়ালদাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস । ফালাকাটা স্টেশনে ঢোকার মুখে বিকল হয় ইঞ্জিন । বগি বদলে ফের গন্তব্যের উদ্দেশ্যে ছুটল ট্রেন ।

উত্তরবঙ্গ এক্সপ্রেস
উত্তরবঙ্গ এক্সপ্রেস
author img

By

Published : Mar 2, 2021, 11:01 AM IST

আলিপুরদুয়ার, 2 মার্চ : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো কোচবিহারের বামনহাট থেকে শিয়ালদাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস ।

ফালাকাটা স্টেশনে প্রায় 5 ঘন্টা আটকে রইল ট্রেন । সোমবার বিকেলে ফালাকাটা স্টেশনে ঢোকার প্রায় দু'কিলোমিটার আগে 45 নম্বর গেটের দায়িত্বে থাকা এক রেলকর্মী ওই ট্রেনের দ্বিতীয় বগি থেকে ধোঁয়া বেরোতে লক্ষ্য করেন । তড়িঘড়ি তিনি ফালাকাটার স্টেশন মাস্টারকে খবর দেন ।

ফালাকাটা স্টেশনে ট্রেনটি থামলে, যুদ্ধকালীন তৎপরতায় ওই বগিটি পরীক্ষার পর ধরা পড়ে যে , ওই বগির চাকার এক্সেলের বিয়ারিং ভেঙে যাওয়াতেই এই বিপত্তি । এরপর উর্ধ্বতন রেল কর্তৃপক্ষের নির্দেশে ওই বগিটিকে ট্রেন থেকে বিচ্ছিন্ন করে প্রায় পাঁচ ঘন্টারও বেশি বিলম্বে ট্রেনটি গন্তব্যের দিকে রওনা হয় রাত 8.05 মিনিট নাগাদ ।

দীর্ঘ সময় ধরে ট্রেনটি ফালাকাটা স্টেশনে থমকে থাকায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা । ফালাকাটা স্টেশনের এএসএম গোপাল দাস জানান , "গোটা প্রক্রিয়াটি শেষ করতে বেশ খানিকটা সময় গড়িয়ে যায় । যার ফলে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন " ।

দুর্ঘটনা এড়াল উত্তরবঙ্গ এক্সপ্রেস

আলিপুরদুয়ার, 2 মার্চ : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো কোচবিহারের বামনহাট থেকে শিয়ালদাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস ।

ফালাকাটা স্টেশনে প্রায় 5 ঘন্টা আটকে রইল ট্রেন । সোমবার বিকেলে ফালাকাটা স্টেশনে ঢোকার প্রায় দু'কিলোমিটার আগে 45 নম্বর গেটের দায়িত্বে থাকা এক রেলকর্মী ওই ট্রেনের দ্বিতীয় বগি থেকে ধোঁয়া বেরোতে লক্ষ্য করেন । তড়িঘড়ি তিনি ফালাকাটার স্টেশন মাস্টারকে খবর দেন ।

ফালাকাটা স্টেশনে ট্রেনটি থামলে, যুদ্ধকালীন তৎপরতায় ওই বগিটি পরীক্ষার পর ধরা পড়ে যে , ওই বগির চাকার এক্সেলের বিয়ারিং ভেঙে যাওয়াতেই এই বিপত্তি । এরপর উর্ধ্বতন রেল কর্তৃপক্ষের নির্দেশে ওই বগিটিকে ট্রেন থেকে বিচ্ছিন্ন করে প্রায় পাঁচ ঘন্টারও বেশি বিলম্বে ট্রেনটি গন্তব্যের দিকে রওনা হয় রাত 8.05 মিনিট নাগাদ ।

দীর্ঘ সময় ধরে ট্রেনটি ফালাকাটা স্টেশনে থমকে থাকায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা । ফালাকাটা স্টেশনের এএসএম গোপাল দাস জানান , "গোটা প্রক্রিয়াটি শেষ করতে বেশ খানিকটা সময় গড়িয়ে যায় । যার ফলে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন " ।

দুর্ঘটনা এড়াল উত্তরবঙ্গ এক্সপ্রেস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.