ETV Bharat / state

বক্সার জঙ্গলে ট্র‍্যাপ ক্যামেরায় দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের - West Bengal

Royal Bengal Tiger: বক্সার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় দেখা মিলল বাঘের ৷ 2021 সালের ডিসেম্বরে বাঘের ছবি দেখা গিয়েছিল ৷ মাঝে 2 বছর দক্ষিণ রায়কে দেখা যায়নি ৷ সে কোথা থেকে এল, তা ভালো করে খতিয়ে দেখছে বন দফতর ৷

ETV Bharat
বক্সার জঙ্গলে বাঘ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 8:33 PM IST

জলপাইগুড়ি, 29 ডিসেম্বর: ধরা পড়ল বাঘ মামা থুড়ি ব়য়্যাল বেঙ্গল টাইগারের ছবি ৷ নেওড়াভ্যালি জাতীয় উদ্যানের পর এবার বক্সার ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ৷ ভুটান ও অসমের সঙ্গে রাজ্যের উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত এই ব্যাঘ্র প্রকল্পটি ৷ এখানে ওয়েস্ট ডিভিশনে জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ৷ তাই খুশির হাওয়া বন দফতরের কর্মীদের মধ্যে ৷ তবে এই জঙ্গলে বাঘ এসেছে, এমন খবর পেয়েছিল বন দফতর ৷

1998 সালের পর দীর্ঘ 23 বছর বাদে 2021 সালে ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে ৷ এরপর ফের 2023 সালের ডিসেম্বরের শেষে ক্যামেরায় ধরা দিল রয়্যাল বেঙ্গল টাইগার ৷ মাঝে দীর্ঘ 2 বছর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘের ছবি পাওয়া যায়নি ৷ তাই এখানে হঠাৎ বাঘের গতিবিধি নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এই বাঘটি ভুটানের জঙ্গল থেকে ভারতের এই ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ঢুকে পড়েছে কি না, তা খতিয়ে দেখছেন বন দফতরের আধিকারিকরা ৷

2021 সালের 12 ডিসেম্বর রাত 12.02 মিনিটে বাঘের ছবি ধরা পড়ে ৷ এরপর দু'বছর আর বাঘের দেখা মেলেনি । তবে বক্সারের কোন এলাকায় বাঘের এই ছবি ধরা পড়েছে, তা স্পষ্ট করে জানানো হয়নি ৷ রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণী) দেবল রায় বলেন, "আমাদের বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে একটি বাঘের ছবি ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ৷ আমাদের কাছে এটা খুবই ভালো খবর ৷ দু'বছর বাদে ফের একবার বাঘের ছবি ধরা পড়ল ৷ বেশ কিছু দিন ধরেই বাঘের গতিবিধির খবর পাওয়া যাচ্ছিল ৷"

ট্র‍্যাপ ক্যামেরা বসানোর পরে রাতে ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পরে ৷ রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণী) দেবল রায় আরও বলেন, "আমরা বাঘের নিরাপত্তার খাতিরে বাঘটি কোথায় দেখা গিয়েছে, সেটা তথ্য কাউকে জানাচ্ছি না ৷ বাঘের গতিবিধির উপর নজর রাখছি ৷ তবে 1998 সালের পর 2021 সালে এবং তারপর 2023 সালের শেষে আরও একবার ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ল ৷"

আরও পড়ুন:

  1. বাড়ির পাঁচিলে বাঘমামাকে দেখে চক্ষু ছানাবড়া কর্তার, তারপর কী হল! দেখুন ভিডিয়ো
  2. সফল বন দফতরের 2 দিনের চেষ্টা, জঙ্গলে ফিরল 'দক্ষিণরায়'
  3. পাথর প্রতিমায় ফের বাঘের আতঙ্ক! বনদফতরের পক্ষ থেকে বসানো হলো খাঁচা

জলপাইগুড়ি, 29 ডিসেম্বর: ধরা পড়ল বাঘ মামা থুড়ি ব়য়্যাল বেঙ্গল টাইগারের ছবি ৷ নেওড়াভ্যালি জাতীয় উদ্যানের পর এবার বক্সার ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ৷ ভুটান ও অসমের সঙ্গে রাজ্যের উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত এই ব্যাঘ্র প্রকল্পটি ৷ এখানে ওয়েস্ট ডিভিশনে জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ৷ তাই খুশির হাওয়া বন দফতরের কর্মীদের মধ্যে ৷ তবে এই জঙ্গলে বাঘ এসেছে, এমন খবর পেয়েছিল বন দফতর ৷

1998 সালের পর দীর্ঘ 23 বছর বাদে 2021 সালে ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে ৷ এরপর ফের 2023 সালের ডিসেম্বরের শেষে ক্যামেরায় ধরা দিল রয়্যাল বেঙ্গল টাইগার ৷ মাঝে দীর্ঘ 2 বছর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘের ছবি পাওয়া যায়নি ৷ তাই এখানে হঠাৎ বাঘের গতিবিধি নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এই বাঘটি ভুটানের জঙ্গল থেকে ভারতের এই ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ঢুকে পড়েছে কি না, তা খতিয়ে দেখছেন বন দফতরের আধিকারিকরা ৷

2021 সালের 12 ডিসেম্বর রাত 12.02 মিনিটে বাঘের ছবি ধরা পড়ে ৷ এরপর দু'বছর আর বাঘের দেখা মেলেনি । তবে বক্সারের কোন এলাকায় বাঘের এই ছবি ধরা পড়েছে, তা স্পষ্ট করে জানানো হয়নি ৷ রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণী) দেবল রায় বলেন, "আমাদের বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে একটি বাঘের ছবি ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ৷ আমাদের কাছে এটা খুবই ভালো খবর ৷ দু'বছর বাদে ফের একবার বাঘের ছবি ধরা পড়ল ৷ বেশ কিছু দিন ধরেই বাঘের গতিবিধির খবর পাওয়া যাচ্ছিল ৷"

ট্র‍্যাপ ক্যামেরা বসানোর পরে রাতে ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পরে ৷ রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণী) দেবল রায় আরও বলেন, "আমরা বাঘের নিরাপত্তার খাতিরে বাঘটি কোথায় দেখা গিয়েছে, সেটা তথ্য কাউকে জানাচ্ছি না ৷ বাঘের গতিবিধির উপর নজর রাখছি ৷ তবে 1998 সালের পর 2021 সালে এবং তারপর 2023 সালের শেষে আরও একবার ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ল ৷"

আরও পড়ুন:

  1. বাড়ির পাঁচিলে বাঘমামাকে দেখে চক্ষু ছানাবড়া কর্তার, তারপর কী হল! দেখুন ভিডিয়ো
  2. সফল বন দফতরের 2 দিনের চেষ্টা, জঙ্গলে ফিরল 'দক্ষিণরায়'
  3. পাথর প্রতিমায় ফের বাঘের আতঙ্ক! বনদফতরের পক্ষ থেকে বসানো হলো খাঁচা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.