কোচবিহার,16 এপ্রিল : 20 এপ্রিলের পর থেকে MGNREGA-র কাজের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ নির্দেশিকায় শর্তসাপেক্ষে কাজের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা ও শ্রমিকদের মাস্ক পরার কথা বলা হয়েছে ।
টানা কয়েকদিনের লকডাউনে সমস্যায় পড়েছে দিনমজুররা । এবার কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, একশো দিনের কাজ 20 এপ্রিল থেকে শর্তসাপেক্ষে শুরু হতে পারে ৷ 20 এপ্রিলের পর যাতে 100 দিনের কাজ শুরু করা যায় তার জন্য জেলা থেকে ব্লক স্তরে চলছে প্রস্তুতি ৷ ইতিমধ্যে কী কী ক্ষেত্রে কাজ করা হবে তা নিয়ে গ্রাম পঞ্চায়েত দপ্তরের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের আলোচনাও শুরু হয়েছে বলে জানা গেছে ৷
কেন্দ্রীয় সরকার 20 এপ্রিলের পর 100 দিনের কাজকে লকডাউনের বাইরে রেখেছে ৷ রাজ্য সরকারের নির্দেশে কোচবিহার জেলা প্রশাসনও প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে ৷ এই বিষয়ে জেলার প্রতিটি ব্লক এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দপ্তরে চলছে প্রস্তুতি । কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকার বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে একশো দিনের কাজ যাতে দিনমজুররা করতে পারে তার চেষ্টা চলছে৷"
মাথাভাঙার BDO সম্বল ঝা জানান, "সমস্ত দিক দেখে তবেই 100 দিনের কাজের ব্যবস্থা করা হবে ৷ সেই চেষ্টা এখন করা হচ্ছে ৷"