ETV Bharat / state

লরির কেবিন থেকে উদ্ধার 13 পরিযায়ী শ্রমিক, ফিরছিলেন রাজ্যে

লকডাউনের কারণে দীর্ঘদিন এখানে আটকে পড়েছেন 13জন পরিযায়ী শ্রমিক । অসম-বাংলা সীমানার পাকড়িগুড়ি চেকপোস্ট পার করে এসেছিলেন ওই 13জন । চুপ করে বসেছিলেন  । বোঝার উপায় নেই যে কোনও মানুষ লুকিয়ে আছেন । কিন্তু শেষ রক্ষা হল না ।

Assam
Assam
author img

By

Published : Apr 29, 2020, 3:17 PM IST

আলিপুরদুয়ার, 29 এপ্রিল : লকডাউন অমান্য করায় 13 জন শ্রমিককে আটক করল পুলিশ । অসম থেকে এই রাজ্যে এসে কাজ করছিলেন তাঁরা । লকডাউনের কারণে দীর্ঘদিন এখানে আটকে পড়েছেন । একটি লরির কেবিনের অংশ কেটে গোপন দরজা বানান তাঁরা। তা ব্যবহার করে ও মালপত্রের সঙ্গে গা ঢাকা দিয়ে তাঁরা রাজ্যে ফিরতে চেয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে ।

লরির ভিতর চুপ করে বসেছিলেন ওই 13জন । বোঝার উপায় নেই যে কোনও মানুষ লুকিয়ে আছেন । কিন্তু শেষ রক্ষা হল না । অসম-বাংলা সীমানার পাকড়িগুড়ি নাকা চেকপয়েন্টে কর্তব্যরত পুলিশকর্মীরা ধরতে পারেনি তাঁদের । কিন্তু এক কিলোমিটার এগোতেই লরিটি কোচবিহার জেলার জোড়াই নাকা চেকপয়েন্টে পৌঁছায় । সন্দেহ হয় সেখানে কর্তব্যরত পুলিশকর্মীদের । তল্লাশি চালানোর সময় লরির কেবিনের ভিতরে যান পুলিশকর্মীরা । দেখা যায়, বাইরে থেকে তালা বন্ধ থাকলেও ওই কেবিন কেটে তৈরি করা হয়েছে একটি গোপন দরজা । সেখান দিয়ে পুলিশ লরির কন্টেনারে ঢুকতেই মালপত্রের সঙ্গে গা ঢাকা দেওয়া ১৩ জন পরিযায়ী শ্রমিকের হদিশ মেলে ।

Assam
13জন শ্রমিককে কোয়ারানটিন করা হয়

13জন শ্রমিককে উদ্ধার করে বারোবিশা পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেয় কোচবিহার পুলিশ । তাঁদের নিয়ে যাওয়া হয়েছে বারোবিশা নবোদয় বিদ্যালয়ের কোয়ারানটিন সেন্টারে । ঘটনা প্রকাশ্যে আসায় অসম-বাংলা সীমানার পাকড়িগুড়ি নাকা পয়েন্টের কর্তব্যরত পুলিশকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । যদিও ওই অভিযোগ নিয়ে মুখ খুলতে নারাজ পুলিশ আধিকারিকরা ।

আলিপুরদুয়ার, 29 এপ্রিল : লকডাউন অমান্য করায় 13 জন শ্রমিককে আটক করল পুলিশ । অসম থেকে এই রাজ্যে এসে কাজ করছিলেন তাঁরা । লকডাউনের কারণে দীর্ঘদিন এখানে আটকে পড়েছেন । একটি লরির কেবিনের অংশ কেটে গোপন দরজা বানান তাঁরা। তা ব্যবহার করে ও মালপত্রের সঙ্গে গা ঢাকা দিয়ে তাঁরা রাজ্যে ফিরতে চেয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে ।

লরির ভিতর চুপ করে বসেছিলেন ওই 13জন । বোঝার উপায় নেই যে কোনও মানুষ লুকিয়ে আছেন । কিন্তু শেষ রক্ষা হল না । অসম-বাংলা সীমানার পাকড়িগুড়ি নাকা চেকপয়েন্টে কর্তব্যরত পুলিশকর্মীরা ধরতে পারেনি তাঁদের । কিন্তু এক কিলোমিটার এগোতেই লরিটি কোচবিহার জেলার জোড়াই নাকা চেকপয়েন্টে পৌঁছায় । সন্দেহ হয় সেখানে কর্তব্যরত পুলিশকর্মীদের । তল্লাশি চালানোর সময় লরির কেবিনের ভিতরে যান পুলিশকর্মীরা । দেখা যায়, বাইরে থেকে তালা বন্ধ থাকলেও ওই কেবিন কেটে তৈরি করা হয়েছে একটি গোপন দরজা । সেখান দিয়ে পুলিশ লরির কন্টেনারে ঢুকতেই মালপত্রের সঙ্গে গা ঢাকা দেওয়া ১৩ জন পরিযায়ী শ্রমিকের হদিশ মেলে ।

Assam
13জন শ্রমিককে কোয়ারানটিন করা হয়

13জন শ্রমিককে উদ্ধার করে বারোবিশা পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেয় কোচবিহার পুলিশ । তাঁদের নিয়ে যাওয়া হয়েছে বারোবিশা নবোদয় বিদ্যালয়ের কোয়ারানটিন সেন্টারে । ঘটনা প্রকাশ্যে আসায় অসম-বাংলা সীমানার পাকড়িগুড়ি নাকা পয়েন্টের কর্তব্যরত পুলিশকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । যদিও ওই অভিযোগ নিয়ে মুখ খুলতে নারাজ পুলিশ আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.