ETV Bharat / state

আলিপুরদুয়ারে আরও এক কোরোনা আক্রান্তের হদিস

এবার কোরোনা সংক্রমনের হদিস মিলল আলিপুরদুয়ার শহরের পৌর এলাকায়। খবরটি ছড়িয়ে পড়তেই আতঙ্কিত এলাকাবাসী। আতঙ্কে দোকানপাট গুটিয়ে বাড়ি চলে যান অনেকে।

আলিপুরদুয়ারে কোরোনা আক্রান্ত
আলিপুরদুয়ারের পৌর এলাকায় কোরোনার হানা
author img

By

Published : Jun 4, 2020, 8:29 PM IST

আলিপুরদুয়ার, 4 জুন: এবার কোরোনার হানা আলিপুরদুয়ারশহরের পৌর এলাকায়।
ঘটনায় ব্যাপক আতংক ছড়িয়ে পড়েপুরসভার দুই নম্বর ওয়ার্ডের প্রভাত সংঘ, নিউটাউন বাজার, মাধবমোড়, নিউটাউন দূর্গাবাড়ি,রুপায়ন সংঘ,লোহারপুল এলাকায়।

বৃহস্পতিবার সকালে নিউটাউন বাজারচলাকালীন এক কোরোনা আক্রান্ত ব্যক্তিকে স্বাস্থ্য দপ্তরের গাড়ি এসে তাঁর বাড়ি থেকেনিয়ে যায় বলে এলাকায় খবর ছড়িয়ে পড়তেই নিউটাউন বাজারের বেশ কিছু দোকানদার দোকানপাটগুটিয়ে বাড়ি চলে যান।শহরের অন্যতম ব্যস্ত দুই নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটও ফাকা হয়েযায়।

স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, শহরের এক ব্যক্তির সোয়াব রিপোর্ট পজিটিভ এসেছে।সেইব্যক্তিকে তাঁর বাড়ি থেকে স্বাস্থ্যদপ্তর নিয়ে এসেছে। তাঁঁঁকে চিকিৎসার জন্যশিলিগুড়ি covid-19 হাসপাতালে পাঠানো হবে।এদিকে বৃহস্পতিবার পর্যন্তস্বাস্থ্যদপ্তর তাদের বুলেটিনে জানিয়েছে, জেলা কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20

আলিপুরদুয়ার, 4 জুন: এবার কোরোনার হানা আলিপুরদুয়ারশহরের পৌর এলাকায়।
ঘটনায় ব্যাপক আতংক ছড়িয়ে পড়েপুরসভার দুই নম্বর ওয়ার্ডের প্রভাত সংঘ, নিউটাউন বাজার, মাধবমোড়, নিউটাউন দূর্গাবাড়ি,রুপায়ন সংঘ,লোহারপুল এলাকায়।

বৃহস্পতিবার সকালে নিউটাউন বাজারচলাকালীন এক কোরোনা আক্রান্ত ব্যক্তিকে স্বাস্থ্য দপ্তরের গাড়ি এসে তাঁর বাড়ি থেকেনিয়ে যায় বলে এলাকায় খবর ছড়িয়ে পড়তেই নিউটাউন বাজারের বেশ কিছু দোকানদার দোকানপাটগুটিয়ে বাড়ি চলে যান।শহরের অন্যতম ব্যস্ত দুই নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটও ফাকা হয়েযায়।

স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, শহরের এক ব্যক্তির সোয়াব রিপোর্ট পজিটিভ এসেছে।সেইব্যক্তিকে তাঁর বাড়ি থেকে স্বাস্থ্যদপ্তর নিয়ে এসেছে। তাঁঁঁকে চিকিৎসার জন্যশিলিগুড়ি covid-19 হাসপাতালে পাঠানো হবে।এদিকে বৃহস্পতিবার পর্যন্তস্বাস্থ্যদপ্তর তাদের বুলেটিনে জানিয়েছে, জেলা কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.