ETV Bharat / state

জলদাপাড়ায় গন্ডার শুমারিতে ব্যবহার হচ্ছে GPS প্রযুক্তি - gps

জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডার শুমারি শুরু হয়েছে। ব্যবহার হচ্ছে GPS।

ফোটো সৌজন্য : পিক্সাবে
author img

By

Published : Feb 16, 2019, 6:37 PM IST

আলিপুরদুয়ার, ১৬ ফেব্রুয়ারি : জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডার শুমারি শুরু হয়েছে। শুমারি শুরুর প্রথম দিনেই ১১৩ টি গন্ডারের খোঁজ মিলেছে। ২০১৫ সালে শেষবার গন্ডার শুমারি হয়েছিল জলদাপাড়া জাতীয় উদ্যানে।

এবছর বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পরিবেশপ্রেমী সংস্থার সদস্য এবং বনকর্মী মিলিয়ে মোট ৩৮৪ জন শুমারিতে অংশগ্রহণ করেছেন। তাঁদের ৫৩ টি ছোটো দলে ভাগ করে দেওয়া হয়েছে। শুমারিতে GPS পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। গন্ডারের লিঙ্গ নির্ধারণের জন্য বিষ্ঠার DNA টেস্ট করা হবে। বন দপ্তরের আশা, ২০১৫ সালের তুলনায় এবছর গন্ডারের সংখ্যা বাড়বে। তাই গন্ডারের জন্য নতুন চারণভূমি হিসেবে জলদাপাড়ার জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জকে সাজিয়ে তোলা হচ্ছে।

নজর রাখা হচ্ছে এই চারণভূমি যাতে কোনওভাবেই চোরাশিকারিদের ঘাটিতে পরিণত না হয়। সম্প্রতি উত্তরবঙ্গে গন্ডার শিকারের একাধিক ঘটনা সামনে এসেছে। প্রায় প্রতিটি ঘটনাতে মিজোরাম, নাগাল্যান্ড, অসম বা মণিপুরের চোরাশিকারিদের জড়িত থাকার প্রমাণ মিলেছে।

আলিপুরদুয়ার, ১৬ ফেব্রুয়ারি : জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডার শুমারি শুরু হয়েছে। শুমারি শুরুর প্রথম দিনেই ১১৩ টি গন্ডারের খোঁজ মিলেছে। ২০১৫ সালে শেষবার গন্ডার শুমারি হয়েছিল জলদাপাড়া জাতীয় উদ্যানে।

এবছর বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পরিবেশপ্রেমী সংস্থার সদস্য এবং বনকর্মী মিলিয়ে মোট ৩৮৪ জন শুমারিতে অংশগ্রহণ করেছেন। তাঁদের ৫৩ টি ছোটো দলে ভাগ করে দেওয়া হয়েছে। শুমারিতে GPS পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। গন্ডারের লিঙ্গ নির্ধারণের জন্য বিষ্ঠার DNA টেস্ট করা হবে। বন দপ্তরের আশা, ২০১৫ সালের তুলনায় এবছর গন্ডারের সংখ্যা বাড়বে। তাই গন্ডারের জন্য নতুন চারণভূমি হিসেবে জলদাপাড়ার জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জকে সাজিয়ে তোলা হচ্ছে।

নজর রাখা হচ্ছে এই চারণভূমি যাতে কোনওভাবেই চোরাশিকারিদের ঘাটিতে পরিণত না হয়। সম্প্রতি উত্তরবঙ্গে গন্ডার শিকারের একাধিক ঘটনা সামনে এসেছে। প্রায় প্রতিটি ঘটনাতে মিজোরাম, নাগাল্যান্ড, অসম বা মণিপুরের চোরাশিকারিদের জড়িত থাকার প্রমাণ মিলেছে।

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide excluding Australia, New Zealand and the Pacific Islands. Scheduled news bulletins only. If using on digital or social channels, territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies. Use within 48 hours. No archive. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Coopers Stadium, Adelaide, Australia - 16th February 2019
Adelaide United(RED) vs Western Sydney Wanderers(BLACK),
1. 00:00 Teams shake hands
2. 00:06 WSW manager Marcus Babbel
First half:
3. 00:11 WSW GOAL - Oriol Riera scores with the header from a set piece in the 12th minute, 1-0 WSW
4. 00:24 Replay
5. 00:30 ADELAIDE GOAL - Ryan Kitto equalises in the 44th minute, 1-1
6. 00:51 Replay
Second half:
7. 00:57 WSW GOAL - Rolieny Bonevacia scores with a deflection in the 54th minute, 2-1 WSW
8. 01:17 Replay
9. 01:23 WSW GOAL - Manyiel Majok scores with the lob in the 71st minute, 3-1 WSW
10. 01:38 Replay
SOURCE: IMG
DURATION: 01:45
STORYLINE:
Western Sydney Wanderers stunned Adelaide United 3-1 in the A League on Saturday.
The visitors took the lead on 12 minutes through Oriol Riera's header but Adelaide found the equaliser just before half time through Ryan Kitto.
The second half however belonged to the Wanderers as Rolieny Bonevacia and Manyiel Majok scored a goal each to run away with win on the trot.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.