ETV Bharat / state

Leopard Attack: উঠোনে খেলার ফাঁকে জঙ্গলে টেনে নিয়ে গেল চিতাবাঘ ! মৃত্যু দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার - চিতাবাঘের আক্রমণ

Leopard Attack at Alipurduar: ফের চিতাবাঘের হানায় মৃত্যু আলিপুরদুয়ারে ৷ এবার চিতাবাঘের আক্রমণে প্রাণ গিয়েছে সাত বছরের এক বালকের ৷ সোমবার ঘটনাটি ঘটেছে ঢেকলাপাড়া চা বাগানের নেপানিয়া ডিভিশনে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 10:02 PM IST

Updated : Sep 11, 2023, 10:13 PM IST

আলিপুরদুয়ার, 11 সেপ্টেম্বর: ফের চিতাবাঘের আক্রমণে মৃত্যু এক বালকের। সোমবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ঢেকলাপাড়া চা বাগানের নেপানিয়া ডিভিশনে। মৃত দ্বিতীয় শ্রেণির ছাত্রের নাম সানি ওরাওঁ (7)। মৃত ছাত্রের বাড়ি ঢেকলাপাড়া চা বাগানের নেপানিয়া ডিভিশনের নিচ লাইনে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা ৷

জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও বিকাশ বিজয় বলেন, "নেপানিয়া চা বাগানের এক নাবালককে একটি চিতাবাঘ আক্রমণ করে ৷ ঘটনাস্থলে দলগাঁও রেঞ্জের রেঞ্জার পৌঁছেছে। আমরা বাচ্চাটিকে উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসকরা সাত বছরের ওই নাবালককে মৃত বলে ঘোষাণা করেন। এর আগেও একইভাবে চিতাবাঘের আক্রমণেই এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল। আবারও একই ঘটনা ঘটল।"

তিনি আরও বলেন, "প্রাথমিক অনুমান চিতাবাঘের কামড়েই বাচ্চাটির মৃত্যু হয়েছে। আমরা আগামিকাল আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠাব। ময়নাতদন্তের পরেই প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। আমরা এলাকায় সচেতেনতামূলক প্রচার করছি। চা বাগানে চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতা হয়েছে।" ঢেকলাপাড়ার শিক্ষক সঞ্জয় কুম্ভার জানান, দিনের বেলায় চিতাবাঘ ঘুরে বেড়ায়। আমার বাড়িতেও চিতাবাঘ ঢুকেছিল ছাগল খাওয়ার জন্য।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যাবেলায় বাড়ির উঠোনে খেলছিল ওই পড়ুয়া। সে সময় চিতাবাঘটি তাকে আক্রমণ করে ৷ টুটি কামড়ে চা বাগানের ভেতরে নিয়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় চা বাগান থেকে সানিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

এর আগে গত 27 অগস্ট আলিপুরদুয়ারের ফালাকাটা থানার জটেশ্বর ফাঁড়ির অন্তর্গত অতিতপাড়া ব্যাঙকান্দি এলাকায় চিতাবাঘ এক মহিলাকে খুবলে খায়। মৃত বৃদ্ধার নাম ছিল সরদিনী রায় (65)। মুণ্ডহীন মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। জানা গিয়েছিল, রাতে খাওয়ার পর বাসন ধুতে যান ওই বৃদ্ধা। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি ৷

আরও পড়ুন: মাথা থেকে আলাদা ধড়, বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধারে চিতাবাঘের আতঙ্ক আলিপুরদুয়ারের গ্রামে

ঘটনার খবর পেয়ে পুলিশ ও বন বিভাগের তল্লাশিতে বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরত্বে বৃদ্ধার মুণ্ডহীন দেহ ঝোপের আড়াল থেকে উদ্ধার করা হয়। দেহের সন্ধান পেলেও মাথার কোন সন্ধান পাওয়া যায়নি। সোমবার খোঁজাখুজির পর তাতাসি নদীর ধারে জঙ্গলের মধ্যে ওই মহিলার ক্ষতবিক্ষত মাথা উদ্ধার হয়। মাথাটি খুবলানো অবস্থায় উদ্ধার হয়। জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের অধীনে থাকা এলাকায় পরপর দু'টি ঘটনায় হতবাক বনবিভাগের কর্মীরা।

আলিপুরদুয়ার, 11 সেপ্টেম্বর: ফের চিতাবাঘের আক্রমণে মৃত্যু এক বালকের। সোমবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ঢেকলাপাড়া চা বাগানের নেপানিয়া ডিভিশনে। মৃত দ্বিতীয় শ্রেণির ছাত্রের নাম সানি ওরাওঁ (7)। মৃত ছাত্রের বাড়ি ঢেকলাপাড়া চা বাগানের নেপানিয়া ডিভিশনের নিচ লাইনে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা ৷

জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও বিকাশ বিজয় বলেন, "নেপানিয়া চা বাগানের এক নাবালককে একটি চিতাবাঘ আক্রমণ করে ৷ ঘটনাস্থলে দলগাঁও রেঞ্জের রেঞ্জার পৌঁছেছে। আমরা বাচ্চাটিকে উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসকরা সাত বছরের ওই নাবালককে মৃত বলে ঘোষাণা করেন। এর আগেও একইভাবে চিতাবাঘের আক্রমণেই এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল। আবারও একই ঘটনা ঘটল।"

তিনি আরও বলেন, "প্রাথমিক অনুমান চিতাবাঘের কামড়েই বাচ্চাটির মৃত্যু হয়েছে। আমরা আগামিকাল আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠাব। ময়নাতদন্তের পরেই প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। আমরা এলাকায় সচেতেনতামূলক প্রচার করছি। চা বাগানে চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতা হয়েছে।" ঢেকলাপাড়ার শিক্ষক সঞ্জয় কুম্ভার জানান, দিনের বেলায় চিতাবাঘ ঘুরে বেড়ায়। আমার বাড়িতেও চিতাবাঘ ঢুকেছিল ছাগল খাওয়ার জন্য।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যাবেলায় বাড়ির উঠোনে খেলছিল ওই পড়ুয়া। সে সময় চিতাবাঘটি তাকে আক্রমণ করে ৷ টুটি কামড়ে চা বাগানের ভেতরে নিয়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় চা বাগান থেকে সানিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

এর আগে গত 27 অগস্ট আলিপুরদুয়ারের ফালাকাটা থানার জটেশ্বর ফাঁড়ির অন্তর্গত অতিতপাড়া ব্যাঙকান্দি এলাকায় চিতাবাঘ এক মহিলাকে খুবলে খায়। মৃত বৃদ্ধার নাম ছিল সরদিনী রায় (65)। মুণ্ডহীন মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। জানা গিয়েছিল, রাতে খাওয়ার পর বাসন ধুতে যান ওই বৃদ্ধা। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি ৷

আরও পড়ুন: মাথা থেকে আলাদা ধড়, বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধারে চিতাবাঘের আতঙ্ক আলিপুরদুয়ারের গ্রামে

ঘটনার খবর পেয়ে পুলিশ ও বন বিভাগের তল্লাশিতে বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরত্বে বৃদ্ধার মুণ্ডহীন দেহ ঝোপের আড়াল থেকে উদ্ধার করা হয়। দেহের সন্ধান পেলেও মাথার কোন সন্ধান পাওয়া যায়নি। সোমবার খোঁজাখুজির পর তাতাসি নদীর ধারে জঙ্গলের মধ্যে ওই মহিলার ক্ষতবিক্ষত মাথা উদ্ধার হয়। মাথাটি খুবলানো অবস্থায় উদ্ধার হয়। জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের অধীনে থাকা এলাকায় পরপর দু'টি ঘটনায় হতবাক বনবিভাগের কর্মীরা।

Last Updated : Sep 11, 2023, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.