আলিপুরদুয়ার, 19 জানুয়ারি: অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসিদের (OBC) জন্য নতুন প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সেই প্রকল্পের নাম তিনি দিয়েছেন ‘মেধাশ্রী’ ৷ বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী সেই সভা থেকেই তিনি এই ঘোষণা করেন ৷ তার আগে অবশ্য ওবিসিদের সংরক্ষণ (OBC Reservesion) ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, কেন্দ্রীয় সরকারের তরফে সংখ্যালঘু, তফশিলি জাতি-উপজাতি এবং ওবিসিদের স্কলারশিপ দেওয়া হত ৷ কিন্তু সম্প্রতি কেন্দ্রের তরফে সংসদে জানানো হয় যে তারা ওই স্কলারশিপ বন্ধ করে দিয়েছে ৷ এদিন সেই প্রসঙ্গ তুলেই কেন্দ্রকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
তাঁর দাবি, বাংলায় ওবিসিদের জন্য 17 শতাংশ সংরক্ষণ করা হয়েছে ৷ এছাড়া সাধারণ শ্রেণির যাতে ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হয়েছে ৷ তাই এই সংরক্ষণ আলাদা করেই করা হয়েছে ৷ এর পরই কেন্দ্রের বিরুদ্ধে স্কলারশিপ বন্ধের অভিযোগ তোলেন ৷ তবে তাঁর মুখে সংখ্যালঘু, তফশিলি জাতি ও উপজাতিদের কথা শোনা যায়নি ৷ তিনি শুধুই ওবিসিদের স্কলারশিপ বন্ধ নিয়ে সরব হয়েছেন ৷ তিনি বলেন, ‘‘ওবিসিদের স্কলারশিপ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ 800 টাকা করে আমরাই দেব ৷’’
একই সঙ্গে তাঁর অভিযোগ, বিজেপি (BJP) ভোটের সময় এসে ওবিসিদের কথা বলে ৷ তাদের জন্য অনেক কিছু করার দাবি করে ৷ কিন্তু আদতে কিছুই করে না ৷ যদিও এই অভিযোগ করতে গিয়ে একবারও মুখ্যমন্ত্রীর মুখে বিজেপির নাম শোনা যায়নি ৷ শেষে নাম না করেই বিজেপিকে তাঁর হুঁশিয়ারি, ‘‘ভোটের সময় ভোট চাইতে আসবে না ৷’’ এর পর তাঁর সংযোজন, ‘‘আমি পাহারাদার হিসেবে থাকি সব সব সময় । ওবিসি স্কলারশিপের টাকা আমরাই দেব । ভোটের সময় বলতে আসবে না । রাজবংশী 200 স্কুলে পড়াচ্ছি । ওবিসি ছাত্রদের যারা টাকা বন্ধ করেছে ৷’’
এদিনের সভা থেকে তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় উন্নয়নের কথা বলেছেন ৷ বুঝিয়েছেন, তাঁর আমলে দল ও সরকারের মধ্যে ফারাক আছে ৷ তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সভাস্থলে থেকেও মঞ্চে বসেননি ৷ শুধু তাঁর আহ্বানে সাড়া দিয়ে কিছুক্ষণের জন্য মঞ্চে আসেন ৷ সাধারণ মানুষকে নতমস্তকে প্রণাম করেন ৷ পরক্ষণেই মঞ্চ থেকে নেমে যান ৷ এর পর ভাষণ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন ৷ বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে বলেও ফের অভিযোগ করেন ৷
আরও পড়ুন: উত্তরবঙ্গ ভাগ হলে খাবার আসবে কোথা থেকে, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী