আলিপুরদুয়ার, 1 মে : কোরোনা মোকাবিলায় আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগকে পশ্চিমবঙ্গের রোল মডেল বলে সার্টিফিকেট দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ।
আলিপুরদুয়ারের কোরোনা পরিস্থিতি নিয়ে খুশি রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব । গতকাল জেলার ফালাকাটা ব্লকে এসে একথা জানান তিনি । এর সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠকও করলেন পর্যটনমন্ত্রী । ফালাকাটা BDO-র দপ্তরে হওয়া ওই বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ও কুমারগ্রামের দুই বিধায়ক, জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা, সভাধিপতি শীলা দাস সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা ।
ওই বৈঠকে গৌতম দেব জেলার কোরোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন । এছাড়াও বৈঠকের শেষে তিনি ফালাকাটার BDO সুপ্রতীক মজুমদারের কাছে বেশ কিছু পরিমাণ খাদ্যসামগ্রী গরিব মানুষদের বণ্টনের জন্য তুলে দেন ।
কোরোনা মোকাবিলায় আলিপুরদুয়ার যে ভাবে রাজ্যের মডেল হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য পর্যটন মন্ত্রী জেলার সমস্ত স্তরের আধিকারিক ও কর্মীদের ধন্যবাদও জানিয়েছেন ।